নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে || আমার এক বন্ধুর লিরিকে আমার সুর ও মিউজিক

২২ শে আগস্ট, ২০২২ রাত ১:১৬

বৃষ্টি হলো ভোরে আমার নয়ন ডোরে
ভেবে তোমায়, ভেবে তোমায়, ভেবে তোমায়।

কবে আসবে আমার কাছে দূর দেশ থেকে
নয়ন ভরা ভালোবাসা আর বুক ভরা শান্তি এঁকে
গোধূলি বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে
তোমার রঙিন পোশাক চারাপাশ দেবে বর্ণে ছেয়ে
যদি চলে যাও অকারণে কোনো অভিমানে কভু দূরে
আমি কেবল গাইব গান আড়ালে সামনে তোমার সুরে
তোমাকেই বেসেছে ভালো সমস্ত জীবন মরণ দিয়ে
তোমাকে ঘিরেই বেঁচে থাকার সাধ প্রেম মধু পিয়ে
এসো বঁধু এসো সব পিছুটান যেন বহুদূরে ফেলে
আমরা থাকি আপনার খেলায় আপন পাখা মেলে

কথা : শোয়েব মজুমদার
সুর ও মিউজিক : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের ইউটিউব লিংক :

খালি গলায় : এখানে ক্লিক করুন > বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে

অথবা, নীচের লিংকে ক্লিক করুন (খালি গলায়)



মিউজিকসহ : এখানে ক্লিক করুন - বৃষ্টি এলো। ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন - মিউজিকসহ ভার্সন-২




মিউজিকসহ : এখানে ক্লিক করুন - বৃষ্টি এলো তোমায় ভেবে ভেবে। প্রথম ভার্সন

অথবা নীচের ভিডিওতে ক্লিক করুন (মিউজিকসহ)। প্রথম ভার্সন




সুরকারের সম্পাদিত লিরিক :

আজ সকালে তোমাকে ভাবছিলাম
তখনই দু চোখ জুড়ে বৃষ্টি এলো

বৃষ্টি এলো
তোমায় ভেবে ভেবে
আমার দু চোখ জুড়ে

কবে তুমি আসবে দূর দেশ থেকে
বুকে ভালোবাসা চোখে শান্তি এঁকে
গোধূলির বেলা আসবে তুমি রঙের পাহাড় বেয়ে,
তোমার রঙে রঙে আমার হৃদয় যাবে ছেয়ে

জানি না কী অভিমানে চলে গেছো দূরে
সেই গান গাই আমি আজও তোমারি গাওয়া সুরে
এ জীবন বেঁচে থাকে শুধু তোমার প্রেমের টানে
তুমি কাছে এলে খুঁজে পাই জীবনের আসল মানে

২০ আগস্ট ২০২২

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গান দরুণ লেগেছে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মশিউর রহমান ভাই। শুভেচ্ছা।

২| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: চমতকার!
অসাধারন!!!

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৩| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

Bondi বলেছেন: খুবই দরিদ্র কম্পোজিশন।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিউজিক কম্পোজিশন সামান্য ইম্প্রুভ করে এইমাত্র শেয়ার করা হলো, এখনো মনে হয় প্রিমিয়ার হচ্ছে। আবার শুনে দেখুন, কোনো চেঞ্জ আছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ মিউজিকটা শুনেছেন বলে। শুভেচ্ছা নিন।

৫| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৫

Bondi বলেছেন: খুবই দরিদ্র কম্পোজিশন।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিউজিক কম্পোজিশন সামান্য ইম্প্রুভ করে আবার শেয়ার করা হয়েছিল, সেটা কি শুনেছেন? যাই হোক, শুনে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ মিউজিকটা আবার শোনার জন্য। শুভেচ্ছা।

৬| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৫

Bondi বলেছেন: মিউজিক স্টার্টিং টা ভালো ছিল। মিউজিকের সাথে ভোকালটা কোনভাবেই ম্যাচ করেনি। টিউনটা ভেরি সিম্পল হয়ে গিয়েছে। ভোকাল র মনে হচ্ছে, এতে কিছু ইফেক্ট ইউজ করলে ম্যাচ করতো। কিছু কিছু ক্ষেত্রে মন্তব্য সরাসরি করা ভালো। কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফ্যান্টাস্টিক। আপনার সাথেই আলোচনা চলে। আমি এই টেকনিক্যাল জিনিসটার কথাই ভাবছিলাম। এটার মিউজিক কম্পোজ করতে যেয়ে আমি প্রচুর সমস্যায় পড়েছি। একটা মাত্র মিউজিক ইফেক্টের জন্য এ সমস্যাটা হয়েছে, যেটা শুরু থেকেই আছে - Morning-Light (যদি এটা সম্পর্কে অবগত থাকেন)। গানের মুখ/মুখরা এবং অন্তরার স্কেল এক না। শুরুতে একই স্কেলে ছিল। কিন্তু মিউজিক কম্পোজ করার পর ভোকাল মিক্স করতে যেয়ে দেখি ভোকালের স্কেল আর Morning-Light-এর স্কেল এক না। ভোকালের পিচ আপ করা হলো, কিন্তু Morning-Light-এর পিচ ডাউন করলে সুইটনেস থাকে না। পরে, গানের প্রথম অংশ উপরের স্কেলে গাওয়া হলো। তো, এই নিয়া গত রাত এবং আজকেরও অনেকটা সময় চলে গেছে।

তবে, আপনি যদি প্রথম অংশ বাদ দিয়ে 'বৃষ্টি এলো' কথাগুলো থেকে শোনেন, তাহলে এতটা মিসম্যাচ মনে হবে না, ইন ফ্যাক্ট মিস-ম্যাচ নাও মনে হতে পারে। আর আমার ট্রেন্ড অনুযায়ী যদ্দিন মনের মতো না হবে তদ্দিন ইম্প্রুভ করতেই থাকি।

Morning-Light বাদ দিয়ে অন্য কয়েকটা ইফেকটও দেখেছি, আপাতত সমস্যা রয়েই গেছে। পরের ধাপে স্টার্টিং অংশ বাদ দিব, কিংবা ওখানে মিউজিক না রেখে শুধু বিট দিব, তাতে কেমন হয় সেটা দেখার জন্য।

আমি মূলত সুরগুলো ধরে রাখছি। আগে খালি গলায়ই গাইতাম, এখন দু-একটু মিউজিক ইফেক্টও যোগ করার চেষ্টা করছি। এগুলো রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য।

সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৩

Bondi বলেছেন: আপনার অনুমতি না নিয়ে আপনার লিরিকটার একটা সুর করেছি খালি গলায়। অভয় দিলে শেয়ার করতে পারি। কিন্তু ব্লগে কিভাবে শেয়ার করতে হয় সেটাই জানিনা।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Please mail me at [email protected]

৮| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫০

Bondi বলেছেন: Sent

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার একটু চেক করুন, ই-মেইল ঠিকমতো লিখেছেন কিনা। আসে নি। স্প্যামও চেক করেছি।

৯| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৮

Bondi বলেছেন: দুঃখিত। আবার সেন্ড করে দিয়েছি

২৩ শে আগস্ট, ২০২২ রাত ২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও। সুন্দর সুর করেছেন এত অল্প সময়ে। ট্যালেন্টেড।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সুর এখানে

২৩ শে আগস্ট, ২০২২ রাত ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খালি গলায় আমার র টিউন

১০| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৩১

Bondi বলেছেন: Good. Please Keep going.

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এবার আমার সুরটা ট্রাই করে দেখুন, আপনার গলায় কেমন ওঠে। প্রথম অন্তরার 'গোধূলির বেলা আসবে' অংশের স্কেল লো হয়ে গেছে, ২য় অন্তরার 'এ জীবন বেঁচে থাকে'র স্কেল ঠিক আছে। পারফেক্ট টিউনের জন্য ২য় অন্তরার ইউস করুন। মনে হচ্ছে, টেকনিক্যাল জিনিসগুলো আপনি মোটামুটি বোঝেন, তাই ভেঙে ভেঙে বললাম।

ধন্যবাদ আপনাকে।

১১| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৫

Bondi বলেছেন: ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। চেষ্টা করে দেখবো খালি গলায় যদি সময় হয়। মিউজিক ছেড়ে দিয়েছি অনেক আগেই ধর্মীয় কারনে। কেন জানি আপনার পোস্টে মন্তব্যে জড়িয়ে গেলাম। ভালো থাকবেন।

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো!! আপনাকে জড়িয়ে ফেললাম!!! গান আমার জীবন। এবং মনেপ্রাণে আস্তিক।

একটা গানের সুর ফাইনাল করার পর মিউজিক ও বিটের সাথে সিনক্রোনাইজ করার পেছনে আমার প্রচুর সময় চলে যায়। সুরটাকে ক্রমাগত রিফাইন করতে থাকি। এমনকি ৫ বছর আগের সুরটাও যখন পুনরায় গাইতে যাই, সুরটা রিফাইন্‌ড হয়। এ পোস্টের গানটাও ব্যতিক্রম নয়। গতরাতে অনেক সময় গেছে, সকালে উঠেই আবার এটার পেছনে লেগে আছি। হয়ত আজকের রাতটাও এটার পেছনেই যাবে। তারপর মাস তিন চারেক পর এটাকে আবার ধরবো।

ভালো থাকবেন। দুঃখিত আপনাকে জড়িয়ে ফেলার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.