নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বাচ্চাগুলো কোল থেকে নেমে একদিন
এক-পা দু-পা করে করে হেঁটে বেড়ায়
তারপর একদিন আরো বড়ো হয়
কোলের বাঁধন ছিঁড়ে কবে যেন দূরে সরে যায়
মনে হয় ওরা কেউ আমাদের নয়
আমাদের নয়
ও আমার বাচ্চাগুলো কোল থেকে নেমে একদিন
এক-পা দু-পা করে করে হেঁটে বেড়ায়
ওরা ছিল আমাদের হৃদয়ের ধন
ওদের দেখে দেখে শরীর ছুঁয়ে ছুঁয়ে
কেটে যেত সারাটা ক্ষণ
ওরা ছিল আমাদের খেলার পুতুল
ওদের আনন্দ দেখে সারাবেলা
আমাদের জুড়াতো নয়ন
---
আবৃত্তি
ওরা ছিল আমাদের হৃদয়ের ধন
ওদের দেখে দেখে শরীর ছুঁয়ে ছুঁয়ে
কেটে যেত সারাটা ক্ষণ
ওরা ছিল আমাদের খেলার পুতুল
সারাবেলা ওদের ছোটাছুটি, আনন্দ দেখে
বুক ভরে যেত
ওদের চঞ্চলতা, খুনসুটি আর দুষ্টুমি, কত না মধুর ছিল
যখন, যেখানেই থাকি না কেন-
মন শুধু আনচান করতো ওদের জন্য
হায়, ওরা কেন বড়ো হয়ে গেল
ওদের আজ আলাদা ভুবন,
থাকে ওরা আলাদা ঘরে
বন্ধুবান্ধবে মুখরিত
কত সাধ হয়, আজো ওরা হৈচৈ করুক
আমার পিঠ জুড়ে ঘোড়সওয়ার হয়ে বসুক,
বুকের উপর দড়াম দড়াম লাফিয়ে পড়ুক
---
বাচ্চাগুলো কবে যেন বড়ো হয়ে যায়
এক-পা দু-পা করে করে দূরে সরে যায়
তারপর দেখি ওরা আরো বড়ো হয়
তারপর একদিন কেন যেন পর হয়ে যায়
মনে হয় ওরা তো আমাদের নয়
মনে হয় ওরা কেউ আমাদের নয়
আমাদের নয়
বাচ্চারা কবে যেন বড়ো হয়ে যায়
এক-পা দু-পা করে দূরে সরে যায়
বাচ্চাগুলো কবে যেন বড়ো হয়ে যায়
এক-পা দু-পা করে করে দূরে সরে যায়
দূরে সরে যায়
দূরে সরে যায়
২৪-২৭ আগস্ট ২০২২
গানের ইউটিউব লিংক : এখানে ক্লিক করুন - বাচ্চারা কবে যেন বড়ো হয়ে যায়
অথবা, নীচের ভিডিওতে ক্লিক করুন।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জলদস্যু ভাই। শুভেচ্ছা।
২| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ২:১১
রাইসুল সাগর বলেছেন: গানটা বেশ ভালো লাগলো ভাই। আশাকরি ভালো আছেন।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমি ভালো আছি। আপনাকে অনেক দিন পর দেখছি ব্লগে। কেমন আছেন?
গানটা বেশ ভালো লেগেছে জেনে আনন্দিত। গানটা শোনার জন্য অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৮
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিরিকস!
বাচ্চারা বড়ো হওয়া মানেই মা-বাবা থেকে দূরে সরে যাওয়া। তবুও আমাদের দেশের বাচ্চারা এখনও একটা বড় সময় মা-বাবার সাহচর্য্য পায়। অথচ, জাপান সহ অনেক উন্নত দেশেই শিশুর বয়স যখন চার বছর হয়ে যায়, তখন থেকে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে দেন। এই বয়স থেকে শিশু নিজেই স্কুলে যাবে। স্কুলেও তাকে তার ক্লাস পরিষ্কার করতে হয়। জাপানিরা বিশ্বাস করে যে শিশুদের স্বাধীনতা এবং দায়িত্ব জানা উচিত। অন্যদিকে মায়ের সাথে বাচ্চাদের ঘুমানোর সুযোগ তেমন নাই বললেই চলে। বাচ্চাদের ঘুমের জন্য আলাদা খাট, এমনকি রুমও আলাদা করে দেওয়া হয় নব জাতকের!
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের বাচ্চারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের আদরে আর ছায়াতেই থাকে। আমাদের কালচার গড়ে উঠেছে এভাবেই। তাই ওরা যখন বড়ো হয়ে দূরে সরে যেতে থাকে, সেটা মেনে নেয়া আমাদের জন্য কষ্টকর হয়।
অন্যদিকে, জাপানসহ অন্যান্য দেশের শিশুপালন ও শিশুচর্যা আমাদের চাইতে ভিন্নতর। তাদের শিশুরা ছোটোবেলা থেকেই দায়িত্বশীল ও পরিশ্রমী হতে শেখে।
সময়ের সাথে আমাদের দেশেও হয়ত এরকম পরিবর্তন কোনোদিন আসবে, যখন আমার এ গানের ভ্যালিডিটি বা আবেদনও কমে আসবে।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৪| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
জটিল ভাই বলেছেন:
সোনা সোনা সোনা লোকে বলে সোনা, সোনা নয় ততো খাঁটি..........
২৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জটিল ভাই ভাই। শুভেচ্ছা।
৫| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৫৫
সোহানী বলেছেন: অনেকগুলো লিখা দেখছি ...........। সময় নিয়ে পড়তে হবে।
৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হ্যাঁ, অনেকগুলি লেখাই না শুধু, অনেকগুলো গানও আছে পোস্টে ঢুঁ মারার জন্য ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২২ রাত ১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার হয়েছে।
অতি সত্য বচন