নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তোমার কথা তোমার জন্য
আমার জন্য কিচ্ছু নয়
তোমার কথা সবার জন্য
আমার কথা গোপন রয়
একটা পথে ফুল বিছানো
বনগুলো সব গানমুখর
একটা নদী শুকিয়ে গেল
বুকভরা তার বালুর চর
তোমার কথা তোমার জন্য
আমার জন্য কিচ্ছু নয়
তোমার কথা সবার জন্য
আমার কথা গোপন রয়
তোমার কথা তোমার জন্য
গোপনে পথ পাড়ি দিল
আমার কথা ঘর না পেয়ে
আমার কাছেই ফিরে এলো
তোমার কথা তোমার জন্য
আমার জন্য কিচ্ছু নয়
তোমার কথা সবার জন্য
আমার কথা গোপন রয়
তোমার জীবন তোমার কাছে
আমার জীবন পড়ে আছে
তোমার যাত্রা ভিন্ন পথে
আমার যাত্রা থেমে গেছে
তোমার কথা তোমার জন্য
আমার জন্য কিচ্ছু নয়
তোমার কথা সবার জন্য
আমার কথা গোপন রয়
২৩ মে ২০১৯
ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - তোমার কথা তোমার জন্য
অথবা, নীচের লিংকে ক্লিক করুন।
১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট ও প্রথম প্লাসের জন্য। আমি অনুপ্রাণিত আপনার কমেন্টে। শুভেচ্ছা।
২| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: বিউটিফুল++
অসংখ্য ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভাই আপনাকে এমন সুন্দর একটা মিষ্টি গীতিকবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভীষণ ভালো লেগেছে।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরি ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, বিউটিফুল এ কমেন্টটির জন্য। ভালো থাকবেন সব সময়।
৩| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫৮
শেরজা তপন বলেছেন: দারুণ!
আপনি ভীষন অনিয়মিত হয়ে পড়ছেন ব্লগে।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্বকাপ ক্রিকেট, ইউটিউব চ্যানেল, প্লাস ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে ব্লগে একটু কম সময় দেয়া হচ্ছে। তবে, অফ লাইনে থাকলেও, আপনার টপিকটা মগজে খুব কামড়িয়েছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা অন্য কোথাও প্রাণী কেন, বাতাস ও পানিরই কোনো নিশ্চিত অস্তিত্ব পেলেন না, যা প্রাণ সৃষ্টি ও বিকাশের জন্য আবশ্যিক, সেখানে এলিস সিলভার কোন গ্রহ থেকে পৃথিবীতে মানুষ নামিয়ে আনলেন, তা ক্ষুদ্র অ্যান্টেনায় ধরে না অন্য কোথাও থেকে মানুষ এ পৃথিবীতে এসে থাকলে সেখানকার মানুষ এখন কই গেল? বা কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীব হিসাবেও যদি এসে থাকে, কীভাবে আসলো, কে নিয়ে আসলো, সেই গ্রহ তো এখন প্রাণসম্ভারে পৃথিবীর চাইতে আরো বেশি প্রাণবন্ত হওয়ার কথা, তাই না? যাই হোক, অপ্রাসঙ্গিকভাবে এখানে আলোচনা করে ফেললাম আপনার কঠিন সাবজেক্টটা মাথা থেকে বের করে দিতে চাই বলে আর ওখানে ঢুঁ মারি না
তবে, 'বাবনিক'-এর মতো আপনার এ টপিকটাও ব্লগে আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামীতেও করতে থাকবে। ব্র্যাভো।
এখানে আসার জন্য অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।
৪| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১২
কাছের-মানুষ বলেছেন: চমৎকার গানের কথা। এটাকি আগে আরেকবার দিয়েছিলেন? আমি শুনেছিলাম মনে হয়, চেনা চেনা লাগছে!
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, এটা আগেও দিয়েছিলাম এখানে - রেললাইন। সেখানে গানে কোনো মিউজিক ছিল না। লিরিকে এবার সামান্য চেঞ্জ আছে, নতুন করে গাওয়া ও মিউজিক যোগ করা হয়েছে।
গানের কথা চমৎকার জেনে আনন্দিত।
অনেক ধন্যবাদ কাছের মানুষ। শুভেচ্ছা সবসময়ের জন্য।
৫| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অসাধারণ, অসাধারণ, অসাধারণ। গানের কথা অসাধারণ।
- শুনবোনা শুনবোনা করেও গানে ক্লিক করেছি এবং একটু পরেই বন্ধ করে দিয়েছি। আমার ধারনা ছিলো গানের কথার আবেদন সুরে ফুটে উঠবেনা। এটি ভিন্ন সুরে জোড় গলায় আবৃত্তির মতো করে গাইলে জমবে। সরি।
- লেখার জন্য প্লাস।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ, অসাধারণ, অসাধারণ। গানের কথা অসাধারণ। কমেন্টে খুবই আপ্লুত ও অনুপ্রাণিত হলাম প্রিয় জলদস্যু ভাই। আপনার মন্তব্যে সবসময়ই নতুন কিছু বিষয় থাকে, যা থেকে কিছু ভাবনার উদ্রেক হয়। এ গানটার সুর হয়ত নতুন করে করার সময় পাব না, তবে জোড় গলায় গাইলে কেমন শোনায় তা ট্রাই করার একটা ইচ্ছে আছে। ভবিষ্যতে সুযোগ পেলে সেটা করবো।
ধন্যবাদ আপনাকে নির্দেশনামূলক কমেন্টটির জন্য। শুভেচ্ছা নিন।
৬| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৫
মুক্তা নীল বলেছেন:
গানটা অনেক সুন্দর হয়েছে প্লাস কথাগুলো দারুন । কিন্তু গানটা কার জন্য আমার জানার আগ্রহ রইলো ।
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা অনে সুন্দর হয়েছে জেনে ভালো লাগছে আপু।
কিন্তু গানটা কার জন্য আমার জানার আগ্রহ রইলো । খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আপু গান বা কবিতা যা কিছুই লিখি না কেন, তা তো নিশ্চয়ই কাউকে উদ্দেশ্য করে লেখা, বা কোনো-না-কোনো ব্যাকগ্রাউন্ড থাকে। এটাও তেমনি কাউকে উদ্দেশ্য করে লেখা।
একটা সিক্রেট বলি। আমার কিছু গান আছে স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা। কিন্তু, গানের কথাগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে, স্ত্রীও বুঝতে পারেন না, কিছুদিন পর আমিও ভুলে যাই যে ওটা আমার স্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল
যে-কোনো কথারই একাধিক অর্থ থাকতে পারে। কবি হয়ত একটা প্রেমের কবিতা লিখলেন। পাঠক সেটার নানা অর্থ বের করে ফেলতে পারেন।
এ গানটাও বিশেষ কাউকে উদ্দেশ্য করেই লেখা।
ভালো থাকবেন আপু। ধন্যবাদ গানটি শোনার জন্য। আমি অনুপ্রাণিত।
৭| ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২০
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
অসাধারন! +
১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
৮| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: দুর্দান্ত।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সাধু। শুভেচ্ছা।
৯| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন।
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল সরকার ভাই। শুভেচ্ছা।
১০| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০৩
পবিত্র হোসাইন বলেছেন: এই তোমার জন্য যে মানুষ কত কিছু করে!
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই তোমার জন্যই তো দুনিয়াটা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
১১| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০৩
অপ্সরা বলেছেন: ভাইয়া তোমার হলো শুরু
আমার হলো সারা ......
গানের কথাগুলো পড়ে এই গানটাই মনে পড়ে গেলো...
এইবার গান শুনি
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার হলো গান শোনা শুরু
আমার হলো রিপ্লাই দেয়া সারা
গান শোনা কখন শেষ হবে, তাই হলো না জানা
১২| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩২
অপ্সরা বলেছেন: গান শোনা শেষ......
এত জোরে সাউন্ড এসেছিলো কান ফেটে গেলো!
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও গড, বলেন কী? স্পিকারের সাউন্ড খুব বেশি দেন নাই তো? মিউজিকে তো খুব সফট ইন্সট্রুমেন্টাল ইফেক্টই দেয়া হয়েছে। কানে লাগলো কেন?
যাই হোক, কান ফেটে যাওয়ায় সমবেদনা প্রকাশ করিতেছি
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অসাধারণ! খুব ভাল লিখেছেন ভাই।