নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

নুরী পাগলিনী

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৪

কেউ তাকে খুব ভালোবেসেছিল
ভালোবেসেছিল সেও
সেই ভালোবাসা খুন করেছিল
একদল সারমেয়
অমরাবতীর সেই ভালোবাসা
গতানুগতিক নয়
নিজকে হারিয়ে পথে পথে আজ
খোঁজে তার পরিচয়

তোমাদের কাছে কোনোদিন যদি
নুরী পাগলিনী এসে
ভাত কেড়ে খেয়ে থালা ফেলে দিয়ে
ওঠে একগাল হেসে
হাতদুটো ধরে তার পাশে বসে
একটু সময় দিও
সে ছিল কারো-বা প্রথম প্রেমিকা
হয়ত-বা শেষটিও

১ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ১৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১:০০

অর্ক বলেছেন: ভীষণ স্পর্শ করলো। শেষটা নির্বাক করলো। এরকম লেখা পড়ার পর আসলে বলার কিছু পাই না, শুধু গুটিসুটি পড়ে থাকি মুখোমুখি।

শুভেচ্ছা থাকলো ভাই। আরও আসুক।

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি, আপনার কমেন্টে অনেক অনেক ভালো লাগা। আমাদের চারপাশে তাকালে এরকম নুরী পাগলিদের দেখা যায়, অবশ্য নুরী পাগলাদের সংখ্যাও কম না। মানুষের জীবনে বেদনার অন্ত নাই, কবিতায় তারই দু-একটা উদাহরণ তুলে ধরা আর কী।

শুভেচ্ছা আপনাকে।

২| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: ।আমিও এক নুরী পাগলীকে চিনতাম।

আপনার কি হোল- ভাবি কি স্টুডিওর বাইরে তালা মেরে আপনাকে ভিতরে আটকে রাখে নাকি?

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও এক নুরী পাগলীকে চিনতাম। হ্যাঁ, নুরী পাগলিরা আমাদের সমাজেরই অংশ। তাদের সংখ্যা কিছু কম নয়। প্রেম মানুষকে করে ঐশ্বর্যবান। প্রেম মানুষকে করে নিঃস্ব, সম্বলহীন, পথের পাগল।

ক্রিকেট, সামনে আসছে ফুটবল- খেলাধূলার জ্বরে বেশ আক্রান্ত। তাছাড়া হোম-স্টুডিয়ো তো আছেই, যার কথা আপনি নিজেই বললেন :)

ভালো লাগছে, আপনার অন্য গ্রহ থেকে পৃথিবীতে মানুষের আসা সিরিজটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ব্লগে। ব্লগের শীর্ষ ও বুদ্ধিজীবী ব্লগারগণ যখন এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করেন, তখন তার গুরুত্ব ও তাৎপর্য সহজেই অনুধাবন করা যায়। ব্রাভো আপনাকে বাবনিক শেরজা তপন ভাই। প্লিজ গো অন। শুভেচ্ছা আপনার জন্য।

৩| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৭

শেরজা তপন বলেছেন: :) আপনিও এসে ভাল-মন্দ দু-চার কথা বলে যাবেন মাঝে মধ্যে। আপনাকে আমার ব্লগ বাড়িতে দেখলে ভাল লাগে!

০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফিরে আসতে আসতে তো মাস পার করে ফেলেছি দেখতে পাচ্ছি :)

৪| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: নুরী পাগলিনীকে নিয়ে কবিতা ভালো লেগেছে।

ছোট কবিতা কিন্তু অনেক গভীরতা আছে। :)

০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ পঁচাত্তর ভাই। এত দেরিতে উত্তর দেয়ায় সত্যিই লজ্জিত ও দুঃখিত।

৫| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৭

অপ্‌সরা বলেছেন: এমন অনেক পাগলিনীকেই দেখি আমরা কিন্তু ভালোবাসা তো দূরের কথা...... নিজেরাই দূরে চলে যাই..... :(

০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাস্তব ও নিষ্ঠুর কথাটাই বলেছেন। আমাদের বৈশিষ্ট্যটা আসলে এমনই, অথচ এর উলটো হলে পৃথিবীটা আরো কতই না সুন্দর ও মায়াময় হতো।

এত দেরিতে উত্তর দেয়ায় সত্যিই লজ্জিত ও দুঃখিত।

৬| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




অপূর্ব।
এমন একটি বিষয় নিয়ে ছন্দমালা গেঁথেছেন যে মালার ফুলগুলি নিয়ে ভাবা হয়নি কোনদিনই আপনার মতো করে!

০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হয়ত এদের নিয়ে কবিতা আপনি লেখেন নি, কিন্তু আইজুদ্দিনের মতো বিত্তহীনদের নিয়ে লেখা আপনি প্রচুর লিখেছেন।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। কিন্তু এত দেরিতে উত্তর দেয়ায় সত্যিই লজ্জিত ও দুঃখিত।

৭| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: মানসিক ভারসাম্যহীন একটি পাগল মেয়ে যে কিনা ভবঘুরে আমার গ্রামে অনেকদিন ছিলো। চিকিৎসা দিতে পারিনি নানাজনের নানা কথায়। দীর্ঘস্থায়ী চিকিৎসা দিলে হয়তো ভালো হতো। নুরী পাগলী কথায় মন খারাপ হলো।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা ঠিক বলেছেন নেওয়াজ আলি ভাই, এ ধরনের পাগলকে চিকিৎসা করাতে গেলে আবার নিজের ব্যক্তিগত জীবনে নানা কথা শোনার সম্ভাবনা থাকে, সমস্যাও সৃষ্টি হওয়ার সুযোগ থাকে।

যাই হোক, সেই পাগলিনী যেখানেই থাকুন, যেন ভালো থাকে।

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখছি। আশা করি ভালো আছেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: পাগলকে সমাজের লোকজন মানুষ হিসেবে দেখে না। এমন আচরণ করে যা দুঃখজনক।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, পাগল দেখলে তার দিকে ঢুল ছুঁড়ে মারা, তাড়া দেয়া হলো আমাদের অভ্যাস, যা সত্যিই দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.