|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
রাজনীতি মানে সত্যাচার
রাজনীতি মানেই
নির্মূল করা অন্যায় আর অত্যাচার
দেশে দেশে যত খুন ধর্ষণ 
জবরস্তি বাহুবলের
রাজনীতি আজো বেঁচে আছে তাই
অস্তিত্ব নেই ‘রাহু’দলের
রাজনীতি আছে, তাই দেশে আছে 
সফল সুষ্ঠু নির্বাচন
ভোটের কেন্দ্রে পিঁপড়ের মতো
উপচে পড়েন ভোটারগণ
রাজনীতি আছে বলেই এ দেশে
দুর্নীতি নেই বিলকুল
রাজনীতি আছে বলেই দেশ আজ
সিঙ্গাপুরের সমত্তুল।
রাজনীতি আছে, তাই ভোগ করি
মসি ও মুখের স্বাধীনতা
রাজনীতি আজো বেঁচে আছে, তাই
আজো বেঁচে আছে মানবতা
২১ নভেম্বর ২০২০
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪২
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
রাজনীতি দিল 'সম্মান' এনে
দিল ধন-সম্পদ
রাজনীতিতে তো কোন ভয় নাই 
যোগায় সে হিম্মত 
 
২|  ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:০৯
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:০৯
শূন্য সারমর্ম বলেছেন: 
দেশের রাজনীতিবিদরা এসব বলে বক্তৃতা শেষ করলে ভালো হয়।
  ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪৩
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারা যদি এ আদর্শ অনুসরণ করেন বা বাস্তবায়ন করেন, তাহলে তো আরো বেশি ভালো হয় 
৩|  ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৩৩
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৩৩
এম এ কাশেম বলেছেন: আহা রাজনীতি! - বেঁচে থাক চিরকাল
মরে যাক যত সব ফকির কাঙাল।
  ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪৪
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, চমৎকার লিখেছে তো!
৪|  ০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২১
০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বহুদিন পর আপনারে পাইলাম !!
  ০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৫
০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও, ইয়া ইয়া, এ কথাটা তো ইন ফ্যাক্ট আমিই আপনাকে বলতে চাইছিলাম - বহুদিন পর আপনারে পাইলাম !! 
যাক, আপনাকে পাইয়া ভালোই লাগিল। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা রইল।
৫|  ০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৯
০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:২৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আর ভালো থাকা । বাঁইচা আছি খিইচ্চা । ব্লগে কী লিখব খুঁজে পাচ্ছি না !
  ০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৫
০৬ ই নভেম্বর, ২০২২  রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই তো, কমেনটেই তো আপনার টপিক আছে  'ব্লগে কী লিখব, খুঁজে পাচ্ছি না' - এ শিরোনামে লিখে ফেলুন
 'ব্লগে কী লিখব, খুঁজে পাচ্ছি না' - এ শিরোনামে লিখে ফেলুন  কেন টপিক পাচ্ছেন না, সেটা আপনার লিমিটেশন, নাকি টপিকের অভাব? রাজনৈতিক বা প্রেমনৈতিক কারণ কিছু আছে কিনা, তাও উল্লেখ করুন। এ সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা, আমরা ব্লগারেরা কীভাবে আপনাকে কিছু টপিকের সন্ধান দিয়ে হেল্প করতে পারি, তার উপরও আলোকপাত করতে পারেন। ব্যস, আমরা তখন কমেন্ট করতে থাকবো নে
 কেন টপিক পাচ্ছেন না, সেটা আপনার লিমিটেশন, নাকি টপিকের অভাব? রাজনৈতিক বা প্রেমনৈতিক কারণ কিছু আছে কিনা, তাও উল্লেখ করুন। এ সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কিনা, আমরা ব্লগারেরা কীভাবে আপনাকে কিছু টপিকের সন্ধান দিয়ে হেল্প করতে পারি, তার উপরও আলোকপাত করতে পারেন। ব্যস, আমরা তখন কমেন্ট করতে থাকবো নে 
৬|  ০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১০:২৪
০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১০:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরে তাই তো !!!!  অনেক অনেক ধন্যবাদ সোনাভাই !!
  ০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১০:৩২
০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
এতক্ষণ আপনার নামের অর্থ খুঁজছিলাম 
৭|  ০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:৫৩
০৬ ই নভেম্বর, ২০২২  সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
  ০৭ ই নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩৮
০৭ ই নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।
৮|  ০৬ ই নভেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:১৯
০৬ ই নভেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পাইছেন ? নিবর্হণ = ধ্বংসের নির্ঘোষ = আওয়াজ । এর মানে ধ্বংসের আওয়াজ ।
  ০৭ ই নভেম্বর, ২০২২  বিকাল ৩:৫৩
০৭ ই নভেম্বর, ২০২২  বিকাল ৩:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, পেয়েছিলাম। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান থেকে পেলাম :
নিবর্হণ = বধ বা বিনাশসাধন, বধ করা; ধ্বংস। উৎসাদন, উন্মূলন।
নির্ঘোষ = ভীষণ আওয়াজ, গভীর নিনাদ, প্রচণ্ড গর্জন।
আপনি যা প্রকাশ করতে চাইছেন, নিবর্হণ নির্ঘোষ কি তা প্রকাশ করে?
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:০৪
০৫ ই নভেম্বর, ২০২২  রাত ১১:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাপ রে! রাজনীতি ভুঁই পাই!!!