নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
রাঁধে সে দারুণ, কাজেও নিপুণ
পরিপাটি ঘরদোর
যা কিছু হারায়, গিন্নি রটায়-
কাজের বুয়াই চোর
সেদিন গিন্নি কিনিয়া আনিল
বহু দামি এক শাড়ি
শ্যালিকা এসেই সেটা পরে নিয়ে
চলে গেল তার বাড়ি
আরো নিয়ে গেল ক’জোড়া পাদুকা
গিন্নি যেগুলো পরে
দামি প্রসাধনী পার্সে ভরিল
যা যা তার মনে ধরে
পরদিন এক পার্টিতে যেতে
ড্রেসিং টেবিলে বসে
গিন্নি সহসা তেলে ও বেগুনে
জ্বলে ওঠে আক্রোসে-
বামহাতে ধরে চুলের মুঠি সে
ডানহাতে তারে চাবকায়-
‘ম্যাডাম, আমি তো চুরি করি নাই।’
পায়ে লুটায়ে সে মাফ চায়।
ফ্রিজে ছিল কিছু দামি চকোলেট
ফ্রুটকেকও ছিল বেশ
ছোটো ছেলে আর বন্ধুরা মিলে
সব খেয়ে করে শেষ
বড়ো ছেলে নিল মা’র ব্যাগ খুলে
হাজার টাকার নোট
বাকি যা ছিল তা মেয়ে নিয়ে নিল-
চারশত টাকা মোট
সাঁঝের বেলাতে বিরাট বাড়িতে
গিন্নির মহাকলরব-
বুয়া সব খেয়ে সাবাড় করেছে
বুয়াই করেছে চুরি সব।
যা কিছু ঘটুক, গিন্নি রটাবে
করেছে কাজের মেয়ে
এভাবে বুয়ার কাটছে জীবন
মারধোর-ঝাড়ি খেয়ে
গৃহিনী বোঝে না, বুয়ারও রয়েছে
সুখী জীবনের সাধ
গৃহিনী জানে না, বুয়ারাও জানে
অন্যায়ে প্রতিবাদ
দেয়ালে যেদিন পিঠ ঠেকে যাবে
ওরাও সেদিন রুখিয়া দাঁড়াবে
নিজের হাতেই শোধ দিয়ে দেবে
তামাম অত্যাচার
পালাতে চাইবে গৃহিনী, কিন্তু
পথ নেই পালাবার।
৩১ আগস্ট ২০১৮
*ঋণ, পুরাতন ভৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুর
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা আসলে একটা রূপকধর্মী ছড়া। গৃহিনী, ঘর, কাজের বুয়ার আড়ালে অন্যকিছু লুকিয়ে আছে। এর বেশি বলা গেল না।
তবে, রূপক না ভেবে পড়লেও কাজের মানুষদের সাথে গৃহকর্তা বা গৃহিনীদের নিষ্ঠুর আচরণের চিত্র পাওয়া যায়, যা আমাদের সমাজ থেকেই নেয়া।
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
মিরোরডডল বলেছেন:
গৃহিনী বোঝে না, বুয়ারও রয়েছে
সুখী জীবনের সাধ
গৃহিনী জানে না, বুয়ারাও জানে
অন্যায়ে প্রতিবাদ
দেয়ালে যেদিন পিঠ ঠেকে যাবে
ওরাও সেদিন রুখিয়া দাঁড়াবে
নিজের হাতেই শোধ দিয়ে দেবে
তামাম অত্যাচার
পালাতে চাইবে গৃহিনী, কিন্তু
পথ নেই পালাবার।
তাইতো !
চুরি না করে চুরির অভিযোগের অপবাদ ঠিক না ।