নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তোমার বুকে দ্বিধার দেয়াল
আমার বুকে আশা
বুকের ভেতর থাকলে দ্বিধা
হয় না ভালোবাসা
তোমার চোখে দেখেছি আগুন
দেখেছি আকুলতা
মনকে তুমি লুকিয়ে রাখো
চোখ বলে সব কথা
কী হয়, যদি মুখেই বলো
মনের যত ভাষা
যখন ভেবেছি, আজই তবে
সেই কথাটি হোক
তোমার চোখে চোখ রাখতেই
নামিয়ে নিয়েছ চোখ
ভেঙে ফেলো দ্বিধার দেয়াল
মন খুলে দাও মনে
দোয়েল পাখি গান জুড়ে দিক
রাঙ্গা বাতায়নে
তোমায় নিয়ে যাক উড়ে এক
প্রেমিক সর্বনাশা
২০ নভেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ইউটিউব লিংক : তোমার বুকে দ্বিধার দেয়াল
২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার জীবনঘনিষ্ঠ একটা গল্প লিখেছেন। আমার গানের তাল-লয় শুধুমাত্র উপলক্ষ। এমন গল্প এ ব্লগের সম্পদ। এবং এ ধরনের গল্প এ ব্লগে অনেকদিন পরে পড়লাম। আপনার লেখনিশক্তি অসাধারণ এবং ঈর্ষণীয়।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার একটা গানকে নিয়ে অসাধারণ এক গল্প লিখে ফেলার জন্য।
২| ২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:২০
গেঁয়ো ভূত বলেছেন: গানের কথাগুলো অনেক সুন্দর !
২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মল্লিক ভাই।
৩| ২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার গীতি-কবিতা!
২২ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।
৪| ২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৫
বাকপ্রবাস বলেছেন: অপিষে এসে ঘুম পাচ্ছিল, গানটা শুনলাম, ভাল লাগল
২২ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শুনে কি ঘুম গাঢ় হলো, নাকি ঘুম দূর হলো?
অনেক ধন্যবাদ গানটি শোনার জন্য।
৫| ২২ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২২ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার গান নিয়ে একটা লিখা লিখেছি । দয়া করে ক্ষমা সু্ন্দর দৃষ্টিতে দেখবেন !!!