নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ও সুজানা, দেখে যা না

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১০

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে এ জগতে
ভালোবাসে না

যখন মেঘলা থাকে মন
কাঁদে চাঁদ ছাওয়া এক রাত
পিঠের ওপর কেউ রাখে না
আলগোছে এক হাত
তোর মতো আর কেউ বোঝে না
অবুঝ আমার মনটাকে
কেউ ভালোবাসে না

যখন ভেঙে পড়ে পথ
যখন থমকে দাঁড়ায় পা
পৃথিবীটা ধু-ধু করে,
কাউকে দেখি না
চমকে দিয়ে সামনে হঠাৎ
তোর মতো কেউ দাঁড়ায় না
কেউ ভালোবাসে না

আমরা পদ্মাপাড়ের গাঁয়
কত সন্ধ্যা দেখেছি
পাগলা ঢেউয়ের তালে তালে
কণ্ঠ ছেড়েছি
তোর জন্য আজ বুক পুড়ে যায়
মন যে আমার মানে না
মন যে মানে না

আমার প্রাণ যে বাঁচে না
প্রাণ যে বাঁচে না
ও সুজানা তোকে ছাড়া
প্রাণ বাঁচে না
প্রাণ বাঁচে না
প্রাণ যে বাঁচে না

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে এ জগতে
ভালোবাসে না

২০ ডিসেম্বর ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

লিংক : ও সুজানা, দেখে যা না





এ সুরটা বেশ আগেই তৈরি করা ছিল। শুরুতে প্ল্যান ছিল একটা হাসির গান করবো এটা দিয়ে। অবলি আপাকে বলেছিলাম এর উপর লিরিক লেখার জন্য। তিনি লেখেন নি। এটা আমার অনেক ভালো লাগা একটা সুর, এটাকে এতদিন ফেলে রেখে নিজেও স্বস্তি পাচ্ছিলাম না। অবশেষে লিরিকটা বানিয়ে ফেললাম। আগের ডামি ভার্সন দেখতে পারেন এই লিংকে - ও বাবু, তুই খাইছো নাকি?


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: ভালোই হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪১

ইসিয়াক বলেছেন: আহা! এমন করে ডাকলে সুজানা কি না এসে পারে।তাকে আসতেই হবে।
চমৎকার লিরিক্স। সুরও ভালো।
আপনার গায়কী আমার বেশ লাগে। একদম ভিন্ন।

শুভকামনা প্রিয় ব্লগার।

২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ইসিয়াক ভাই। মন্তব্যে খুবই সন্তুষ্ট ও অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা নিবেন।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৫

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন । ভালো লাগলো ।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় নেওয়াজ আলি ভাই। সময় পেলে গানটাও একটু শুনে দেখবেন, সুরটা কেমন হয়েছে :) শুভেচ্ছা রইল।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৫৪

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের রিদম আর একটু ধীর লয়ে হতো মনে হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আপনার উপস্থিতির জন্য। আপনার কমেন্ট থেকে স্পষ্ট বুঝতে পারলাম গানের টেকনিক্যলা সাইডের উপর আপনার অনেক দখল। রিদমের ব্যাপারটা তাহলে নেক্সট টাইম আবার দেখবো। ধন্যবাদ গানটি শোনার জন্য ও কমেন্টের জন্য। শুভেচ্ছা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ হয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই। শুভেচ্ছা।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সুজানা নামটি যতোটা মিষ্টি গীতিকবিতাটা ততটাই মিষ্টি লেগেছে। নিরন্তর শুভেচ্ছা প্রিয় সোনাবীজ ভাইকে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

সুজানা নামটা প্রথম ব্যবহার করি আমার 'এই পথ ধরে আমি হেঁটে গিয়েছি' গানে। পরে আরো বেশ কিছু গানেই এটা ব্যবহার করেছি। নামটা আমারও পছন্দ ও প্রিয় হয়ে গেল :)

সুজানা ও কবিতা দুটোই ভালো লেগেছে জেনে আমি আনন্দিত, পদাতিক ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ও শুভেচ্ছা।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

নতুন বছর তো প্রায় এসেই গেলো। নতুন বছরের পরিকল্পনা কি কি?

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

এভাবে তো কোনোদিন পরিকল্পনা করেছি বলে মনে পড়ে না :( তবু যেহেতু এত করে বললেন, দেখি, কিছু পরিকল্পনা করা যায় কিনা :)

ধন্যবাদ রাজীব নুর ভাই আবার আসার জন্য।

আচ্ছা, আপনার পরিকল্পনা কী?

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

গেঁয়ো ভূত বলেছেন:
ও সুজানা!
আমার কি জানে?
তোকে পাওয়া সোজা না।

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

হ্যাঁ, তাই তো, সুজানাকে পাওয়া অত সোজা না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.