নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যেতে যেতে আজ
সকালেই দেখা যদি হয়
তার হাতে আমি এই ফুলটি দেব
ফুল নিয়ে যদি সে একটু হাসে
ভেবে নেব সে আমাকে ভালোবাসে
তাকে নিয়ে লিখি গান, লিখি কবিতা
কীভাবে জানাব তাকে, ভেবে পাই না
আচ্ছা, একটা কবিতা শুনবে?
কবিতা শুনে সে যদি মিষ্টি হাসে
ভেবে নেব সে আমাকে ভালোবাসে
এই পথে যেতে যেতে তাকে দেখা যায়
মিটিমিটি হাসে আর আড়চোখে চায়
চোখে চোখ পড়লেই কেঁপে ওঠে বুক
সে আমারে দিল একি ভীষণ অসুখ
একদিন সত্যিই শুধাবো তাকে
ওগো মেয়ে
কাউকে কি ভালোবাসো, বলো আমাকে
কিছু না বলে সে যদি মুচকি হাসে
ভেবে নেব সে আমাকে ভালোবাসে
১৩ ফেব্রুয়ারি ২০২২
বিশ্ব ভালোবাসা দিবস চলে গেল। আমার অন্তরের পক্ষ থেকে আপনাদের সবার জন্য প্রাণনিংড়ানো ভালোবাসা রহিল। সবাই নিজ দায়িত্বে সবখানি ভালোবাসা গ্রহণ করিবেন, একটুও ফেলিবেন না।
যাজ্ঞে সে কথা, মূল কথায় আসি। ভালোবাসা দিবস উপলক্ষে ২০২২-এ এ গানটি লিখেছিলুম। গত বছর খালি গলায় ছিল। এবার তাতে মিউজিক দিলুম। মিউজিক দিতে যেয়ে মনে হলো, এটা অন্য সুরে গাওয়া যায় কিনা দেখি। যা ভাবিনু, তাই করিনু। অর্থাৎ, এ গানটার দুটো ভার্সন হয়েছে। প্রথমে দিলাম আদি ভার্সন। পরে নতুন ভার্সন।
সবাই চারদিকে ভালোবাসা বিছাইয়া দিন, ছড়াইয়া দিন।
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
১ম ভার্সনের লিংক : প্লিজ ক্লিক করুন - যেতে যেতে আজ সকালেই দেখা যদি হয়
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২য় ভার্সন (ভিন্ন সুরে) - প্লিজ এখানে ক্লিক করুন - যেতে যেতে আজ সকালেই দেখা যদি হয় - ভিন্ন সুরে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই। শুভেচ্ছা।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
শেরজা তপন বলেছেন: ভাল লাগে দেখে আপনি কবিতা আর গান নিয়ে অন্যভুবনে বেশ মজে আছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হ্যাঁ, কথাটা ঠিক বলেছেন। এ কাজে এতই ব্যস্ত যে খাওয়া-দাওয়া-ঘুমাইবারও সময় কমে যায়
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার! ❤️
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কবিতা।