নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বিজ্ঞানী দম্পতির ঐতিহাসিক আবিষ্কার – গিনেজ বুকে নতুন রেকর্ড

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৪

‘ইউরেকা’ ‘ইউরেকা’ বলিয়া বিজ্ঞানী ঘুম হইতে চিৎকার দিয়া উঠিলেন। বিকট চিৎকারে সুপ্তোত্থিতা স্ত্রী হত-বিহবল ও আতঙ্কগ্রস্ত অবস্থায় বিজ্ঞানীকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসিলেন, কী হইয়াছে প্রাণনাথ? কে সেই ভাগ্যবতী রমণী যার নাম ‘ইউরেকা’, যার নাম সম্বোধনে আপোনার নিদ্রাভঙ্গ ঘটিয়াছে?
বিজ্ঞানী মুচকি হাসিয়া কহেন, আরে গিন্নি, জব্বর খুশির ঘটনা ঘইট্যা গেছে। আমি ঘুমের মধ্যে দারুণ একটা বিষয় আবিষ্কার কইরা ফালাইছি। তাই বার বার আনন্দে লাফাইয়া উঠিতেছি।
গিন্নির ভীতসন্ত্রস্ত মুখাবয়বে মুহূর্তের মধ্যে আলোর ঝিলিক খেলিয়া যায়। তিনি বিজ্ঞানীকে বিষয়টি খুলিয়া বলিবার অনুরোধ জানান।
বিজ্ঞানী আবেগের আতিশয্যে কাঁপিতে কাঁপিতে কহেন, আজ আমি স্বপ্নের মধ্যে অতিসহজে মানুষের জন্মতারিখ বাইর করবার ফর্মুলা আবিষ্কার কইরালাইছি।
গিন্নি আরো পুলকিত হইয়া কহেন, আর আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না জনাব। Please don’t test my patience. শীঘ্র খুইলা কন দেখি, কী আবিষ্কার কইরালাইছেন।
বিজ্ঞানী খুইলা কইতে থাকেন। আমি বিগত ৪০ বছর ধইরা অতিসহজে ও দ্রুত মানুষের জন্মতারিখ বাইর করবার ফর্মুলা তৈরি করার গবেষণা করতেছিলাম। অনেক শ্রম, অনেক ঘাম দিছি। কিন্তু ফর্মুলাডা ফাইনাল করবার পারি নাই; আর ঐ হালার ফর্মুলা দেখা দিল ঘুমের ভিতর স্বপ্নের মধ্যে। ফর্মুলাডা হইল গিয়া - আজকের তারিখ থেকে তোমার বয়সটা বাদ দিলে যেই তারিখটা পাইবা, হেইডাই হইল তোমার জন্মতারিখ। উদাহরণ স্বরূপ, ধরা যাক, ব্লগার শাহ আজিজ সাহেবের আজকের তারিখে বয়স হইল ৬৬ বছর ১৯ দিন। আজকের তারিখ থেকে এই বয়সটা বিয়োগ করলেই তার জন্মতারিখ বাইর হইয়া আসবো – ০৭ ফেব্রুয়ারি ১৯৫৭।
বিজ্ঞানীর অর্ধাঙ্গিনী কী যেন একটু ভাবিলেন, তারপরই গদ গদ হাসিতে দাঁত বাহির করিয়া কহিলেন, মহাশয়, আপোনার আবিষ্কার দেইক্যা আমিও এইমাত্র একটা আবিষ্কার কইরা ফালাইছি।
বিজ্ঞানী বিস্মিত হইয়া চোখ বিস্ফারিত করিলেন। কী কহিতেছে এই মূর্খ রমণী? এত সাধনা, এত শ্রম দিলাম আমি, আর উনি রান্নাঘরের কর্ত্রী হইয়া মাত্র এক মুহূর্তে একটা আবিষ্কার কইরা ফালাইলো? স্ত্রীর বালখিল্যতায় বড্ড বিরক্ত হইয়া ঠোঁটটা একটু উল্টাইয়া তাচ্ছিল্যের স্বরে বিজ্ঞানী বলিলেন, তুমিও আবিষ্কার কইরালাইছো? তোমার আবিষ্কারডা আবার কী, কও তো হুনি?
-হুম। আমারটাও যুগান্তকারী আবিষ্কার। কারো বয়স বাইর করার সহজ ফর্মুলা আমি বাইর কইরা ফালাইছি। আজকের তারিখ থেকে কেউ যদি তার জন্মতারিখটা মাইনাস করে, অমনি তার আজকের বয়সটা বাপ বাপ কইরা বাইর হইয়া যাইব। যেমন ধরেন, আজকের তারিখ হইল গিয়া ২৬-০২-২০২৩। এই তারিখ থেকে শাহ সাহেবের জন্মতারিখ ০৭-০২-১৯৫৭ মাইনাস করি, অমনি গড়গড়াইয়া তার আজিকার বয়স ৬৬ বছর ১৯ দিন বাইরা হইয়া যাইব। কন, ঠিক কিনা?
‘ঠিক ঠিক ঠিক’ – স্ত্রীর কথা শেষ হইবার আগেই বিজ্ঞানী ঠিক-ঠিক কহিয়া উঠিলেন। বিজ্ঞানীর যেন ঘোর কাটে না। নিজের স্ত্রীকে তিনি কেবলই অবলা মূর্খ রমণী ভাবিয়াছিলেন। কিন্তু, তিনি বারংবার পরীক্ষা করিয়া দেখতে পাইলেন, স্ত্রীর আবিষ্কার একদম ঠিক, খাপে খাপ চায়ের কাপ। স্ত্রীর আবিষ্কৃত পদ্ধতিতে ব্লগার শায়মামণির বয়সও তিনি বের করে ফেললেন। আজ ২৬-০২-২০২৩ তারিখ থেকে শায়মামণির জন্মতারিখ ২৬-০১-২০০৫ বিয়োগ করিয়া দেখিতে পাইলেন, শায়মামণিরও অনেক বয়স হইয়া গিয়াছে – কাঁটায় কাঁটায় ১৮ বছর ০১ মাস। অভাবনীয় ব্যাপার! একই রাতে দুটি আবিষ্কার!!! গিনেজ বুক অব রেকর্ডে তাইলে আরেকটা ইতিহাস যুক্ত হইল – ইতিহাসে প্রথম বারের মতো বাংলাদেশী বিজ্ঞানী দম্পতির যুগল আবিষ্কার। তিনি খুশিতে স্ত্রীকে কোলে করিয়া ঘরময় লাফাইয়া লাফাইয়া সেলফি ডান্স শুরু কইরা দিলেন।

নাচিতে নাচিতে টায়ার্ড হইবার পর তাহারা মনের আনন্দে নাক ডাকিয়া ঘুমু দিতে লাগিলেন।

০৩ জুলাই ২০২১



মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

কামাল১৮ বলেছেন: এতো রাইতে এইডা আবার কেমন নাচন।যে নাচনের পরে ঘুম আইসা যায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

এইটা হইল সেলফি ডান্স, কামাল ভাই :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




আপনার এমন আবিষ্কারের খবর দেখিয়া আমিও আবিষ্কার করিলাম যে, আমি এই রাইতেও জাগিয়া আছি। তাই একটা ঢুসা দিলাম এইখানে। ;)
এবং লেখাটি পড়িয়া এও আবিষ্কার করিলাম যে, লেখার শেষের দুই লাইনে তথ্যের মারাত্মক ভুল রহিয়াছে বা সেইখানে কলম পিছলাইয়া গিয়াছে ( স্লিপ অব পেন ) :(

প্রদত্ত তথ্য -
"একই রাতে দুটি আবিষ্কার!!! ..। তিনি খুশিতে স্ত্রীকে কোলে করিয়া ঘরময় লাফাইয়া লাফাইয়া নাচন শুরু কইরা দিলেন।
নাচিতে নাচিতে টায়ার্ড হইবার পর তাহারা মনের আনন্দে নাক ডাকিয়া ঘুমু দিতে লাগিলেন।"


এর বদলে সঠিক তথ্য হইবে - তিনি খুশিতে স্ত্রীকে কোলে চড়াইয়া ঝাঁকি নৃত্য শুরু কইরা দিলেন এবং নাচিতে নাচিতে টায়ার্ড হইবার আগেই তাহারা মনের আনন্দে নাক ঢাকিয়া চুমু খাইতে লাগিলেন।" :P =p~

এখন ব্লগের বিজ্ঞানীদের ইউরেকা .... ইউরেকা বলিয়া চীৎকার করিয়া উঠিতে হইবে - কাহার মাথার বল্টু ঢিলা হৈতে শুরু করিয়াছে !!!!! :(( #:-S

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা

তথ্যগত মারাত্মক ভুলগুলো আমার চোখে আঙুল দিয়া দেখাইয়া দেওনের পর অতিশয় আনন্দে আমার কণ্ঠ থেকে অট্টহাসি বাহির হইয়া গেল =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এখন ব্লগের বিজ্ঞানীদের ইউরেকা .... ইউরেকা বলিয়া চীৎকার করিয়া উঠিতে হইবে - কাহার মাথার বল্টু ঢিলা হৈতে শুরু করিয়াছে !!!!!

আমারও সেই কথাই - ব্লগের বিজ্ঞানীরা এসে বলুক, দেখুক, নাট বল্টু ঠিক কিনা :)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৭

এমএলজি বলেছেন: সুন্দর লিখেছেন। তবে আপনার এ লেখা পড়ে প্রফেসর জাফর ইকবাল দম্পতির কথা মনে উঁকি দিচ্ছিল বারবার। কেন কি জানি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না গণি ভাই, ওরকম কিছু মনে করে আমি লিখি নি। পিওর ফান, যাতে কোনোকিছুর প্রতি ইঙ্গিত নাই। ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সবাই যেভাবে বিবাহিত সুলভ মন্তব্য করতেছে । তাতে মনে হয় না আমার মত চিরকুমারের কিছু বলা উচিত ! তবে বইলা রাখি বিরাট হাসি পাইছে !!!!!!!!!!!!!!!!!!!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যে চিরকুমার সংঘের সভাপতি, এটা তো আগে বলেন নাই :) যাই হোক, জানিয়া যারপরনাই পুলকিত ও চিন্তিত হইলুম :)

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৫

শেরজা তপন বলেছেন: চমৎকার স্যাটায়ার! হাসলাম বেশ
এরকম আরো কিছু গুপ্তধন ছাড়ুন...


বিজ্ঞানীর কী যেন একটু ভাবিলেন, তারপরই গদ গদ হাসিতে দাঁত বাহির করিয়া কহিলেন, মহাশয়, এখানে সম্ভবত বিজ্ঞানীর গিন্নী হবে। 'সুপ্তোত্থিতা' 'পুল্পকিত' এদুটো কি ইচ্ছাকৃত নাকি টাইপো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, আপনার চোখের পাওয়ার তো সাংঘাতিক!!! আমার চোখে এগুলো ধরা পড়লো না কেনু? কেনু? কেনু?

সুপ্তোত্থিতা তো ঠিক আছে। তবে, পরেরটা ভুল ছিল, ঠিক করে দিলাম - পুলকিত।

অনেক ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

গেঁয়ো ভূত বলেছেন: তিনি খুশিতে স্ত্রীকে কোলে করিয়া ঘরময় লাফাইয়া লাফাইয়া নাচন শুরু কইরা দিলেন।

বাক্যটি পাঠান্তে আমিও আবিষ্কার করিয়া ফেলিলাম বিজ্ঞানী দম্পতির মইধ্যে স্ত্রী বাচক বিজ্ঞানী অবশ্য অবশ্যই স্লিম ফিগারের অধিকারিণী ছিলেন বলিয়াই তাকে কোলে করিয়া ঘরময় লাফাইয়া লাফাইয়া নাচন শুরু কইরা দেওয়া সম্ভব হইয়াছিল। =p~ =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা।

আপনার আবিষ্কারটাও অসাধারণ, মল্লিক ভাই :)

স্ত্রীবাচক বিজ্ঞানী - কথাটায় ব্যাপক মজা পাইলুম :)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

অপু তানভীর বলেছেন: এতো দেখি বিশাল আবিস্কার :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এরকম ব্লগতালীয় ঘটনা আপনার সাথে আরো একবার ঘটেছিল - আপনার পোস্টে একটা কমেন্ট করা মাত্রই দেখি নটি, এবং আমার পোস্টে আপনার কমেন্ট - একই সময়ে :) আজিকেও সেইরূপ ঘটিয়াছে বটে :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১০

এম ডি মুসা বলেছেন: ভাইরে ভাই কী বলবো!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু একটা বলেন ভাই :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ইউরেকা ইউরেকা এই চিৎকার জায়গামত ছড়িয়ে পড়ুক।
:D

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, চারদিকে ছড়িয়ে পড়ুক :) এ ব্যাপারে আপনারও জোড়ালো ভূমিকা দেখতে চাই নেওয়াজ আলি ভাই :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখাটা গতকাল রাতেই পড়েছিলাম। তার পর ঘুমোতে গেছি।
তাই এখন সেটা জানিয়ে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আপনার কাছে জানতে চাই- এখন আমার ব্লগিং কি সুন্দর পথে আছে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মেধাবী ব্লগার। অহেতুক বিতর্কে না জড়িয়ে ক্রিয়েটিভ কাজগুলো করুন। নেগেটিভ রেপুটেশন থেকে আপনার বেরিয়ে আসা উচিত।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা তাদের আবিস্কারে মানব জাতী ধন্য হয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চিন্তা করেন, মানুষের বয়স জানা না গেলে কী কাণ্ডকারখানাই না ঘটতো জগতে :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬

শেরজা তপন বলেছেন: আমরা যদি সবাই সবার এভাবে ভুল ধরিয়ে দিতে পারতাম- আর সবাই যদি এত উদার মনে আলোচনা সমালোচনা গ্রহণ করত; তাহলে এই ব্লগ দুনিয়া না জানি কত চমৎকার হইতো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আপনি আমার ভুল ধরিয়ে দিলে লাভ হচ্ছে আমারই, আমার লেখাটাই উন্নত হবে। এ ব্যাপারটা বুঝতে পারলে সমালোচনাকে কেউ আর অপছন্দ করবেন না।

আপনাকে ধন্যবাদ প্রিয় শেরজা তপন ভাই।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ রাজীব নুর ভাই।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

রেজাউল৮৮ বলেছেন: অসাধারণ লেখা।
ব্লগেও একজোড়া বিজ্ঞানিকে নিয়মিত তাদের অসাধারণ গবেষণা কর্ম প্রকাশ করিতে দেখি।
আমাদের দেশে সেম সেক্স ম্যারেজ দুর্লভ। তবে এনারা অনেক উদার। ভিতরে ভিতরে কাপল হয়েও থাকতে পারেন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫

রেজাউল৮৮ বলেছেন: আরেকটি বিষয়: আমার ধারণা ছিল শায়মাপুর বয়স ১৫-১৬ হবে। আপনার লিখা থেকে জানলাম উনি ১৮ পেরিয়ে গেছেন। আপনি নিশ্চিত আপনার তথ্য ঠিক?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইয়ে, আমাকে তো নিদারুণ বেকায়দা অবস্থায় ফেলে দিলেন। মেয়েদের বয়স বাড়িয়ে বলা অমার্জনীয় অপরাধ। আমার এখন কী হপে?

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

রানার ব্লগ বলেছেন: গল্প আপনার হাতে বেশ জমে যায়। পুরানা প্রশংসা নতুন করে আবার করলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহ! অনেক বড়ো প্রশংসা করে ফেলেছেন রানা ভাই। কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

অধীতি বলেছেন: আমিতো অনেক আগ্রহ নিয়া পড়তে শুরু করছিলাম। আজকে দ্রুত ঘুম দিবো দেখি স্বপ্নে কি আহে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বয়স কমানোর ফর্মুলা নিয়া একটু চিন্তাভাবনা করেন। কিছুটা স্টাডিও করে নিতে পারেন। দেখবেন, স্বপ্নবাবা এর সমাধান নিয়া হাজির হইছেন ঘুমের মধ্যে :)

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কেন কেন চিন্তিত কেন ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.