|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যা তুমি বলো, কিংবা ইথারে ছড়িয়ে দাও ভার্চুয়াল তুলিতে
সবই তা ভিড় করে জড়ো হচ্ছে অমোঘ স্মৃতিতে।
যেমন তুমি বলো, আমার ভেতরে
অবিকল তোমার বাবা খুব তীব্রভাবে খেলা করে।
তাঁর সকল সারল্য কিংবা দৃঢ়তা আমার চরিত্রে দেখে
মুহূর্তে ভেবে নিলে হয়ত আমাদের একটি পূর্বজনম ছিল, সেখানে
আমরা বাবা ও কন্যা ছিলাম, কিংবা তুমি ছিলে মা
আমি তার অবাধ্য ছেলেটা।
‘অত বেশি রাত জেগো না। নিয়মিত খেয়ো।
নিয়মিত স্নান করো, শেভ করো। বিকেলে বাইরে ঘুরতে যেয়ো।’
আরো কত উপদেশ! ‘হাসিখুশি থেকো।
বেশি বেশি কবিতা লেখো। 
রোদে যাওয়া যাবে না, ব্লাড প্রেশার ফল করবে।
কী কী বললাম, শুনেছ? সব মনে রাখবে।’
যা কিছু তুমি বলো, কিছুতেই মন নেই; আমাকে উদাসীন দেখায়
তুমি খুব রেগে ওঠো - ‘তবে কি মনে করো তোমাকে 
এভাবে দেখবো বলে উড়ে আসি তোমার আঙিনায়?’
এরপর দেখি, গোপন অশ্রুতে তোমার দু’চোখ ভেসে যায়।
কেন তুমি এভাবে বলো, তুমি কি জানো না
আমিও অন্তরে ভেঙে পড়ি এসব কথায়? কারণ, এভাবে বলতো
আমার জন্মদুঃখিনী গর্ভধারিনী মা।
সে মায়ের মুখ খুব দূরের এক গাঁয়ে অস্পষ্ট ছায়ার মতো দেখি।
সে তো আর নেই। বলো সোনাপাখি, তোমার ভেতরে তবে
আমার মরে যাওয়া জননী এসেছে কি?
বড্ড ক্ষুদ্র এ জীবন। এ জীবন আমাকে দিয়েছে অজস্র 
ভালোবাসা, অজস্র প্রাণের অর্ঘ্য
কীভাবে শোধ দেব এত মানুষের ঋণ, আমার আছে কি সাধ্য? 
আমি চাই না আর কোনো স্মৃতি, নতুন বন্ধন
চাই না দেখতে তোমার গোপন ক্রন্দন।
তুমি ভুলে যেয়ো তোমার বাবাকে, আমার মাকে আমি ভুলে যাব
আমাদের নিশ্চিত আরেকটা জীবন হবে। সেখানে আমিই
তোমার সত্যিকার বাবা হবো।
৩০ ডিসেম্বর ২০১৬
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ০২ রা মার্চ, ২০২৩  রাত ১১:৩৩
০২ রা মার্চ, ২০২৩  রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ রাজীব নুর ভাই।
২|  ০৩ রা মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৫০
০৩ রা মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৫০
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা। দিনে দিনে শুধু বেড়েই চলে আমাদের ঋণ গুলো।
  ০৫ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
০৫ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ মল্লিক ভাই।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২৩  দুপুর ১:২৮
০২ রা মার্চ, ২০২৩  দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
আপনার কবিতা পড়ে 'কবি' উপন্যাসের কথা মনে পড়লো। হুমায়ূন আহমেদের কবি উপন্যাস নয়। তাঁরা শংকরের উপন্যাস।
জীবন এত ছোট কেন?