নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

চলো, পালিয়ে যাই

০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৫

জীবন যেন ব্যস্ত নদী
বয়েই চলে, নেই ফুরসত
আজকে চলো এসব ফেলে
একটি দিনের কাটাই ছুটি

আজকে চলো অন্য কোথাও
শ্যাম পাহাড়ের নির্জনতায়
নতুন করে আজকে চলো
গল্প লিখি জীবন খাতায়
মনটাকে আজ উড়িয়ে দেব
পাখির ডানায় রোদ্দুরে
আজকে চলো যাই পালিয়ে
শহর থেকে বহুদূরে

জীবনটা আজ বড্ড তেতো
মনটা বেজায় বাউন্ডুলে
আজকে চলো কাটাই ছুটি
সব ভাবনা শিকেয় তুলে

দাও খুলে দাও খাঁচার দুয়ার
বন্দি পাখি যাক উড়ে
আমরা চলো যাই পালিয়ে
শহর থেকে বহু দূরে

আজকে চলো অনেক দূরে
লোক-লোকালয় ছাড়িয়ে
দিন যাপনের নামতা ভুলে
যাই দুজনে হারিয়ে

আজকে না হয় ভুলেই গেলাম
ঘরে ফেরার ঠিকানাটা
আজকে না হয় পথ হারিয়ে
পথ খুঁজেই দিন কেটে যাক
মনে করো – তুমি-আমি
এ দুজনেই পৃথিবীটা

শীঘ্র চলো, বেরিয়ে পড়ো
আমরা যে আজ বাঁধনহারা

০৪ ফেব্রুয়ারি ২০২৩

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - চলো, পালিয়ে যাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ০৯ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর প্রকৃতিপ্রেমময়

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:২২

সেজুতি_শিপু বলেছেন: বাহ! সত্যি এমন হলে বেশ হত। খুব ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেজুতি_শিপু।

৪| ০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: সুযোগ থাকলে আমিও সাথে যেতাম, কিন্তু ব্যাপারটা তো দুজনের।

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালো বলেছেন মল্লিক ভাই। ধন্যবাদ কমেন্টের জন্য।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৭

ডার্ক ম্যান বলেছেন: পালানোর মতো মানুষ তো নাই

০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে নিজের কাছ থেকেও ছুটি নিতে হবে। হারিয়ে যেতে হবে অন্য একটা ভুবনে, একেবারে একাকী[link||view this link]

৬| ০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভিন্ন রকম ভালো হয়েছে।

০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাছে ভিন্ন রকম ভালো হয়েছে শুনে খুবই ভালো লাগলো জলদস্যু ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪

মুনাওয়ার সিফাত বলেছেন: বাহ!

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুনাওয়ার সিফাত। শুভেচ্ছা।

৮| ১০ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



কবি যেহেতু একজন সামাজিক মানুষ তাই তাঁর রচনার মধ্যে সামাজিক সত্তার প্রতিফলন ঘটবেই ।
কবি একাধারে ব্যক্তিসত্তা এবং সমাজ সত্তার সম্মিলিত রূপ । সমাজের স্থিতি ও গতির মধ্যে যে দ্বন্ধ
তার মধ্যে তিনি অবস্থান করেন । ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত ভাবনা বা অভিলাশ যাই তাঁর থাকুক না কেন
সামাজিক সত্তার প্রতিফলন তাঁর লেখায় প্রকাশ হতে দেখা যায় । লেখার মধ্যে সামাজিক স্থিতি-গতির
ছাপ পড়ে। ব্যক্তি যেহেতু সমাজ পরিসরে বেড়ে উঠে , তার আচরণ বা অভিলাশে সামাজিক ঘাত প্রতিঘাতের
স্বরূপ উদ্ভাসিত হয় স্বাভাবিকভাবেই । গীতি-কবিতায় সে সকলের প্রকাশ কোথাও থাকে অতি সুক্ষ বা পরোক্ষ
সম্পর্কযুক্ত কোথাও বা তা প্রত্যক্ষভাবে ধরা পরে।

বাংলা গীতি কবিতা আধুনিক অভিধায় ভুষিত হয়েছে অনেক আগেই । সবাই জানি আধুনিকতা হল আধুনিক
জীবন ও সামাজিক পরিবেশ সম্পর্কে সচেতনতা । তারপরেও আধুনিক যুগ ও জীবন সম্পর্কে সৃস্টি -চৈতন্যের
প্রতিক্রিয়া বা সেই যুগ- জীবনকে সংস্কার করা সম্পর্কে কবি লেখকগনের নিজস্ব আদর্শ যাই থাকুক না কেন
তাঁর যুগের সমস্যা তাকে স্পর্শ করবেই । তার যুগের ধর্ম ও স্বরূপ ও পরিবেশ সম্পর্কে তিনি সচেতন থাকেন
বলেই তাঁকে এই আধুনিকতার যুগেও কবিতায় , গানে,,গল্পে প্রেমের জগতে পরিচিত পরিবেশ হতে পলায়ন
পরতার সামাজিক ব্যধির অভিব্যপ্তি প্রকাশের অভিলাশ পেয়ে বসবেই। কেননা এই আধুনিকতার যুগে বাস করেও
আমাদের সমাজ কাঠামোতে ও পরিচিত পরিবেশে প্রেমালাপ কিংবা প্রেমলীলালার প্রকাশ্য লীলাখেলা নানাবিধ
ব্যস্ততার ঘাত প্রতিঘাত কিংবা সামাজিক আচরণ বিধি বিধানের বেড়াজালে নিয়ন্ত্রিত । এমতাবস্থায়, চল পলিয়ে
যাই
ছাড়া গতি কি। একজন সচেতন কবি ও গীতিকার হিসাবে বিদ্যমান সমাজিক ও পরিবেশগত প্রতিবন্ধকতার
দিকটিকে হৃদয়ে ধারণ করে হাজারো প্রেমিক প্রেমিকা , প্রণয় প্রনয়িনির মনোভাবকে গীতি কবিতায় তুলে ধরার
জন্য ধন্যবাদ ।

ভিডিওতে থাকা গানটি মুগ্ধতা নিয়ে শুনলাম ।

শুভ কামনা রইল ।

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় ডঃ এম এ আলী ভাই, মন্তব্য পড়ে বরাবরের মতো এবারও আমি মুগ্ধ, অভিভূত ও বিস্মিত হয়ে গেলাম। এরকম একটা ক্ষুদ্র গানের উপর এরকম ভাবগম্ভীর কমেন্ট লেখা শুধু আপনার পক্ষেই সম্ভব।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন অমূল্য কমেন্ট দ্বারা আমার পোস্টটাকে মহিমান্বিত করার জন্য। শুভেচ্ছা।

৯| ১০ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চলো পালিয়ে যায় আমরা যে আজ বাঁধনহারা।
দারুন আবেদন।

এখানেই দুঃখ এখানেই কবিতা মানুষ মানেই যে দায়বদ্ধতা। শুধু ভাবনারা রঙিন প্রজাপতি ।

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার। শুভেচ্ছা।

১০| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকবার এসে সহজ সরল সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।

১১| ১০ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৪

মিরোরডডল বলেছেন:



ধুলো, কি হয়েছিলো ব্লগে?
এটা কি শুধু আমারই হয়েছে, নাকি সবার।
সামু ওপেন হচ্ছিলো না।

১০ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি মাঝখানে অফলাইনে ছিলাম, জানি না কোনো সমস্যা হয়েছিল কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.