নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ইউটিউবে আজ একটা গান আপলোড করার পর দেখি ডানদিকে আমার গোটাকয়েক গান রিকমেন্ডেড আইটেম হিসাবে ভেসে আছে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার - এমন না যে, খুবই হাই কোয়ালিটি গান হিসাবে ইউটিউব এগুলো আমাকে সাজেস্ট করেছে তো, এর মধ্য থেকে সবার আগে যেটি ক্লিক করে শুনতে থাকলাম, সেটি হলো - ঘরে আমার মন বসে না। এ গানের ফার্স্ট ভার্সন ব্লগে শেয়ার করেছিলাম, কিন্তু এটি হলো ইম্প্রুভড ভার্সন, ব্লগে শেয়ার করেছিলাম কিনা, এখন খুঁজে পেলাম না। যাই হোক, এ ইম্প্রভুভড ভার্সন (অর্থাৎ, মিউজিক এডিট করা) জানুয়ারি ২০২৩-এ ইউটিউবে আপলোড করি। নিজের লেখা ও সুর করা গান, এবং কণ্ঠও নিজেরই, গানটা শুনে আমি নিজেই মুগ্ধ হলাম আপনারা মুগ্ধ হবেন, তার কোনো নিশ্চয়তা নাই। দৈবাৎ কারো ভালো লেগে গেলে সে দোষ আমার নহে
গানের লিংক : ঘরে আমার মন বসে না
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
গত দুইদিনে যে-গানের মিউজিক রিকম্পোজ করলাম, সেটি হলো - এই তো আমি এসেছি কাছে। এ গানটিও একাধিকবার ব্লগে শেয়ার করা হয়েছে।
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আরেকটা গান শুনছিলাম, যেটা ইউটিউব সাজেস্ট করেছিল - তুমি চলে যেতে যেতে। এটাও ব্লগে শেয়ার করা হয়েছিল আগে।
০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, আপনি ব্লগকে হঠাৎ করেই চাঙ্গা করে তুলেছিলেন, যদিও আবার একটুখানি ঝিমিয়ে পড়েছে। আপনার পোস্টে সঠিক কিছু কারণ উঠে এসেছে, যার মধ্যে অপু তানভীরের কথাগুলো অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে।
২| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: আমি আপনার চ্যানেলের গান গুলো প্রায়ই শুনি।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
শেরজা তপন বলেছেন: সোনাবীজ ভাই, ব্লগে এখন মন্তব্যের খরা চলছে। আপনার ভান্ডারে কত মজার মজার গল্প আর কৌতুক রয়েছে সেগুলো থেকে কয়েকখানা শেয়ার করার অনুরোধ রইল। ব্লগ একটু চাঙ্গা হবে।