|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আগের বচনগুলোর লিংক :
১। অম্লতিক্ত অপ্রিয় সত্যাবলি
২। অম্লবচন-১
৩। অম্লবচন-২ 
৪। অম্লবচন-৩
৫। রম্যমধুর অম্লবচন
৬। অম্লবচন মধুরবচন - আমাদের মন ও মানবতা
৭। কবিতা কিংবা বচন
নিঠুর পৃথিবী
আমি এক আলাভোলা ঘরকুনো প্রেমখোর বাঁদর
ভালো লাগে সারাবেলা প্রেমবতী প্রেয়সীর আদর
অথচ সে সংসারের সব দায় আমার ঘাড়েতে করে ন্যস্ত 
সারাদিন সংসারেই শত কাজে থাকে শশব্যস্ত
ঘরকোনে একা একা পুড়ে পুড়ে আমি হই ছাই
নিঠুরা এ প্রেমিকার এতটুকু দয়ামায়া নাই 
২৯ নভেম্বর ২০২৩
১
সাধারণ মানুষের সাধারণ বৈশিষ্ট্য হলো, সে ভুল বা অপরাধ করে তা কখনো স্বীকার করবে না, 
কিংবা কেন সে ভুল বা অন্যায়টি করেছে, তার পক্ষে হাজারটা যুক্তি বের করবে।
বিচারের রায় তোমার পক্ষে না গেলেই ভেবো না অন্যায় বিচার হয়েছে। একজন বিচারক বাদি-বিবাদি, সাক্ষী-সাবুদের সমুদয় সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করেই রায় দিয়ে থাকেন।
তোমার কাছে তোমার বিচার, আমার বিচার আমার কাছে
সত্যি বিচার আমাদের এই মনের ভেতর লুকিয়ে আছে।  
তোমার চোখে ঠুলি পরা, আমার চোখেও তেমনি ঠুলি
আমরা নিজের ভুল দেখি না, অন্যে দেখে সে ভুলগুলি।
মানুষের বৈশিষ্ট্য হলো এমন - সে অপরাধ করবে, কিন্তু অপরাধ স্বীকার করবে না, তার শাস্তিও মেনে নিবে না।
২
যে তোমার পক্ষে কথা বলে নি, তাকে অযথাই শত্রু ভাবতে যেয়ো না, সে হয়ত সত্য কথাটিই বলেছে, যা তোমার বিপক্ষে পড়ে গেছে। 
আজ না বুঝলেও, তার সত্যবচন হয়ত একদিন তোমার পক্ষেও যাবে, সেদিন তার সত্যবাদিতার মূল্য বুঝবে।
মানুষের বৈশিষ্ট্য হলো এমন - কেউ যদি মিথ্যা কথা বলে, তার ফল যদি তার পক্ষে যায়, সে মিথ্যাবাদীকেই বন্ধুরূপে গ্রহণ করবে।
পক্ষান্তরে, সত্যবাদী কোনো ব্যক্তির সত্যবচন তার বিপক্ষে গেলে সেই সত্যবাদী ব্যক্তি তার শত্রুতে পরিণত হবেন।
বুকে হাত দিয়ে বলুন, আজ আপনি কতগুলো মিথ্যা বলেছেন? কেন বলেছেন? এ মিথ্যাগুলো আপনাকে কী কী সুবিধা দিয়েছে?
৩
অনেক মেধা ও শ্রমের বিনিময়ে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জিত হয়। জনপ্রিয়তার সবচাইতে শক্তিশালী দিক হলো, 
মানুষ জনপ্রিয় ব্যক্তির কোনো অপরাধই, তা সত্য হলেও, বিশ্বাস করতে চায় না। জনপ্রিয়তার সবচাইতে ঘৃণ্য দিক
কোনটি? এটিই।
এর দুঃখজনক দিক হলো, জনপ্রিয় ব্যক্তিদের কৃত অপরাধগুলো ভক্তদের আবেগাশ্রয়ী সহানুভূতির বন্যায় ঢাকা পড়ে যায়।
২৯ নভেম্বর ২০২৩
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১২:৪৬
৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
চিন্তার ফল না, অভিজ্ঞতার ফল 
প্রথম 'পছন্দ' ও প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
২|  ৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:৩১
৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:৩১
পাজী-পোলা বলেছেন: নিঠুরা এ প্রেমিকার এতটুকু দয়ামায়া নাই।  প্রেমিকারা এত নিঠুর হয় জেন?  
  ৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:১৯
৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কী জানি কী জাদুবলে সে আমারে রেখেছে বাঁধিয়া
পেমহীন পিথিবিতে মরিতেছি কাঁদিয়া কাঁদিয়া
৩|  ৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:৩৭
৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১:৩৭
পাজী-পোলা বলেছেন: দু:খিত, কেন লিখতে গিয়ে জেন লিখছি। বানান ভুল আমার চিরকালের স্বভাব।
  ৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:২০
৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
আপনি বলার পর দেখেছি, ওটা কেন নয়, জেন হয়ে গেছে 
৪|  ৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪৫
৩০ শে নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪৫
গেঁয়ো ভূত বলেছেন: পোস্ট এর প্রতিটি ছত্রে ছত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড় খাওয়া অভিজ্ঞতার নির্যাস যা খাঁটি সোনা কিংবা হীরা জহরতের চেয়েও দামি। এমন সম্পদে সমৃদ্ধ হওয়ার কারণেই সামুর উপযোগিতা কখনো ফুরাবে না। 
শুভকামনা। ভাল থাকবেন।
  ৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১১
৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত সুন্দর কমেন্টে সত্যিই উজ্জীবিত হলাম, খুবই অনুপ্রাণিত। সম্মানিত বোধও করছি আপনার কথায়। অনেক অনেক ধন্যবাদ প্রিয় মল্লিক ভাই।
৫|  ৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১২:১১
৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৬|  ৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:২৩
৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:২৩
বাকপ্রবাস বলেছেন: বচনগুলো বেশ সুন্দর।
  ৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১২
৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার। শুভেচ্ছা।
৭|  ৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪১
৩০ শে নভেম্বর, ২০২৩  দুপুর ২:৪১
শায়মা বলেছেন: ভাইয়া এই বচনগুলো স্টিকি পোস্টে সোনার আখরে তুলে রাখা উচিৎ! 
  ৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৬
৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কিছু বচন অবশ্য আমার ড্রয়িং রুমের ওয়ালে টাঙানো যেতে পারে, গেস্টদের জন্য 
ধন্যবাদ আপু আবার আসার জন্য।
৮|  ৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৪
৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৪
ঢাবিয়ান বলেছেন: প্রতিটা পয়েন্ট তিক্ত কিন্ত সত্য বচন। মুশকিল হল মানুষ আকৃষ্ট হয় মিথ্যা ও মধুর বচনে।
  ৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৮
৩০ শে নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
মানুষ আকৃষ্ট হয় মিথ্যা ও মধুর বচনে। 
 আপনিও একটা দারুণ কথা বলেছেন।
পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই। শুভেচ্ছা।
৯|  ০১ লা ডিসেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
০১ লা ডিসেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: সবার মন্তব্যে উত্তর দিয়েছেন।  আমার মন্তব্যে উত্তর তো দূরের কথা সামান্য ধন্যবাদটুকু দেননি। 
ভেরি গুড।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১২:৪০
৩০ শে নভেম্বর, ২০২৩  রাত ১২:৪০
শায়মা বলেছেন: বাপরে এই সব বচন কি তোমার চিন্তার ফল ভাইয়া?
কথা একদম সত্য।