নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি চলে গেছ, ফিরে আসো নি
তুমি মন নিয়ে খেলা করেছ
আসলে তো ভালো বাসো নি
কত কথা মরে গেল মনে মনে
কিছু কথা বলার ছিল সঙ্গোপনে
তুমি কোনোদিনই ইশারাতে
কোনো কথার মানে বোঝো নি
কেন তুমি মনে এত প্রেম জ্বেলে
‘আসি বলে’ কী কারণে চলে গেলে
তুমি কথা দিয়ে কথা কেন রাখো নি
ফিরে আসো নি
৩১ জানুয়ারি ২০২৩
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের ইউটিউব লিংক : তুমি চলে গেছো, ফিরে আসো নি
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫০
বিজন রয় বলেছেন: শুনলাম।
কন্ঠ একটু বেশি কাঁপা কাঁপা মনে হয়েছে।
চ ছ স উচ্চ্বারণ... এটার কথা আগে বলে ছিলাম অনেক আগে।
ব্যাপার না। আপনি আপনিই তো।
এটা করুন সঙ্গীত বলেছেন বটে, তবে আমার কাছে প্রভাত সঙ্গীতের মতো লেগেছে।
আপনি গানের পিছনে সময় দেন কেন একটু বলবেন?
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনি গানের পিছনে সময় দেন কেন একটু বলবেন? প্রশ্নটায় কয়েকটা অ্যাঙ্গেল আছে, তবে আমি সাধারণ অ্যাঙ্গেলেই জবাবটা দিচ্ছি। লেখালেখি, গান গাওয়া হলো ক্রিয়েটিভ কাজ। নেশার মতো। ব্লগ বা ফেইসবুকে যেমন এক সময় রাতদিন পড়ে থাকতাম, সেটা এখন কমে গেছে, ফোকাস বেড়েছে ইউটিউবিং ও গানে। গান যে-কারোই প্রিয়, আমারও প্রিয়, হয়ত সাধারণের চাইতে একটু বেশি। কয়েক বছর ধরে গানের নেশাটা বেড়েছে। কোনো নেশাই চিরস্থায়ী না। এই নেশা কমে যাবে, তখন অন্য কোনো নেশায় আক্রান্ত হবো, তখন সেখানে একটু বেশি সময় দেয়া হবে। ব্যাপারটা এই-ই।
কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় বিজন রয়।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
নীলসাধু বলেছেন: লিরিকস বেশ।
সুরে বেদনাবোধ বা বিচ্ছেদ আঙ্গিক রেখেছেন।
মিউজিক বা কম্পোজিশনে গ্যালে বাকি সব ফাইন টিউন হয়ে যাবে সোনাবীজ ভাই।
গান নিয়ে মাতামাতি চলুক,
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের মধ্যে মিউজিক কম্পোজিশনটাই সবচাইতে টাফ ও সময়সাপেক্ষ ব্যাপার মনে হয় আমার কাছে। এ ফিল্ডে স্কিল অর্জন করতে চাইলে দীর্ঘদিনের অনুশীলন ও অধ্যবসায়ের দরকার। আমার কাজ হলো সফট্ওয়্যার বেস্ড, যে ব্যাপারে পরামর্শ ও ১ম পাঠ পেয়েছি আমার ছোটো ছেলের কাছ থেকে। এরপর ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল শুনে নিজেই স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি। অনেক সময় দিতে হয় এর পেছনে। তবে, ১ম দিকের চাইতে আমার ডেভেলপমেন্ট এবং ইম্প্রুভমেন্ট বেশ ভালোই হয়েছে বলে আমি মনে করি। একদিন ফাইন টিউনিঙের কাজটা আমার আয়ত্তে চলে আসবে আশা করি
গান নিয়ে মাতামাতি চলুক উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় নীলসাধু ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।