নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মানুষের ভুল কিংবা ভুলের মানুষ

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

কিছু লোক নিজের ভুল বুঝতে পারবে না
কিছু লোক ভুল না করেও পস্তাবে
কিছু লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু কিছু ভালো লোক পচে যাবে

কিছু লোক অন্যকে বুঝবে না কোনোদিন
অথচ তারা চাইবে অন্যরা তাদের বুঝুক
কিছু লোক অযথাই অন্যকে খোঁচাবে, ঠ্যাঙাবে
এতেই রয়েছে যেন জন্মের সুখ

সেদিন মর্মে মর্মে বুঝবে, তোমারই সব ভুল ছিল-
যেদিন তুমি বুঝবে নিজের ভুলগুলো;
সেদিন নিজেকে নিজেই করবে না ক্ষমা
টেনে-খিঁচড়ে ছিঁড়বে মাথার চুলগুলো।

ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল
মহতেরা ভুল করে অচিরেই ক্ষমা চায়
নির্বোধে নাক-খতে শোধ করে ভুলের মাশুল।

১৯ ডিসেম্বর ২০২৩

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

ডার্ক ম্যান বলেছেন: কারো ভুল থেকে ফুটে ফুল
কারো ভুল ফোটায় হুল।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্যের ভুল থেকে নিজের ফুল ফোটার ইতিহাস খুব কম হওয়ার কথা, তবে, অন্যের ভুল আপনাকে সব সময়ই হুল ফোটাবে, এতে কোনো ভুল নাই :)

তবে, কোনো কোনো সময় নিজের কোনো তথ্য বা বিষয় ভুল হওয়ার জন্য মনেপ্রাণে কামনা করি। যেমন, একবার আমার ক্রিয়েটিনিন রিপোর্ট পাওয়া গেল ২.১। আমি এবং ডাক্তার দুজনই মনে মনে কামনা করছিলাম এটা যাতে ভুল হয়। রি-টেস্টে রিপোর্ট আসে ১.২। সে কী আনন্দ আমার!

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

মিরোরডডল বলেছেন:




ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল


এতো আদর করে বললে, নিশ্চয়ই আর ভুল করবে না।


১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
নিশ্চয়ই আর ভুল করবে না সে। ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: আপনিতো ব্লগের রাস্তাই ভুলে যাচ্ছেন!

ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল
~ একটু বরিশালের টোন চলে আসল মনে হয় :)

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:




আপনিতো ব্লগের রাস্তাই ভুলে যাচ্ছেন!


ক'দিন আগে ফেইস্নুকে স্টেটাস দিয়েছিনু :)


বলার ছিল অনেক কিছু।
ব্যস্ত আছি, কাজের পিছু :)
কাজ ফুরোবে হয়ত আজই,
কাজ ফুরোলে থাকবে কাজই :)



ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল ~ একটু বরিশালের টোন চলে আসল মনে হয়
:)

হায় হায়, এ কী হুনালেন মোরে! লেখা থেকে কীভাবে বরিশাইল্যা টোন বুঝিতে হারিলেন, মুই তো নো বুঝিত পারতাম :(

আরটিভিতে কিছুদিন ধরে নাটক দেখিতেছি - চিটার অ্যান্ড জেন্টলমেন, শান্তি মলম-১০ ও গোলমাল। আমার গোলমাল লেগে যায় যে, কোনটা যে কোন নাটক তা ঠাওর করতে নো পারি। একই ঘটনা, একই ক্যারেক্টার মনে হয়। তবে, অনেকদিন দেখার পর বুঝতে হারলাম যে, এটা বরিশাইল্যা আর নোয়াখাইল্যা গো মইধ্যে কাইজ্যা। কিন্তু হেতিগো ভাষার সাথে তো আমার ভাষার কোনো মিল নাই :)

যাই হোক, কবিতাখানি পড়ার জন্য অনেকগুলো ধন্যবাদ নিন প্রিয় শেরজা তপন ভাই।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:




ধুলোর একটা পুরনো কবিতা খুঁজছিলাম, শিরোনাম মনে না থাকায় খুঁজে পাচ্ছি না।
২০২০ এটা নিয়ে কথা হয়েছিলো, লেখাটা আরও অনেক আগের।


১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো কবিতা? ভুল নিয়ে লেখালেখি আমার আছে বেশ কিছু, তবে খুঁজে পেলাম না এখন। যেটা পেলাম, সেটা গদ্য - রবীন্দ্রনাথের একটি ভুল পঙ্‌ক্তি, আমি যেটি সংশোধন করলাম

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৩

ডার্ক ম্যান বলেছেন:

একবার ভুল করে উনাকে চিনতে পারি নাই। ২০১২ সালের দিকে তখন মনে হয় ফেমাস ছিলেন না।
সেই ভুলের আফসোস এখনও রয়ে গেছে।
ছোটবেলা থেকে ভীষণ লাজুক আর ভীতু স্বভাবের হবার কারণে অনেক ভুল হুল ফুটিয়েছে

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেয়েটির নাম ঊর্মিলা শ্রাবন্তী কর। টিভিতে দেখে আমিও চিনতে পারি নাই। তবে, একদিন আমার বান্ধবী বললেন, ও তো অনন্ত ভাইয়ের মেয়ে। তখন বুঝলাম, ছোটোবেলায় এদের দেখেছি। এরা পুরো পরিবারই সংস্কৃতিমনা পরিবার। এরা দুই বোন (ঊর্মিলা বড়ো, নাকি ছোটো তা জানি না) ভালো গান করে, এদের মা ও বাবাও ভালো গান করেন। এদের ভাই আছে একটা, তার খবর জানি না।

আচ্ছা, আমি বুঝতে পারলাম না, ঊর্মিলাকে চিনতে ভুল করায় আপনার কত বড়ো ক্ষতি হয়েছে? বিস্তারিত জান্তে মুঞ্চাইতেছে।

ছোটবেলা থেকে ভীষণ লাজুক আর ভীতু স্বভাবের হবার কারণে অনেক ভুল হুল ফুটিয়েছে
। ভেরি গুড। লজ্জা পুরুষের ভূষণ, তা আপনি সাফল্যের সাথে ধরে রেখেছেন।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:




থ্যাংকস ধুলো শেয়ার করার জন্য, লেখাটা ভালো ছিলো।
আমি আসলে ভুল নিয়ে না, একটা প্রেমের কবিতা পড়েছিলাম সেটা খুঁজছিলাম।
গত কয়দিন ধরেই খুঁজছি, কবিতাটা মোটামুটি এগ্রেসিভ লাভ বলা যায়।
খুঁজে পেলে লিংকটা শেয়ার করবো এক ব্লগারের সাথে।

কবিতায় অনেক শব্দের ব্যবহার হয় যেটা সেই কবিতার ডিম্যান্ড।
তাতে কবিতা সৌন্দর্য হারায় না, আরও অর্থবহ হয়ে উঠে।
ধুলোর সেই কবিতা একটা সুন্দর উদাহরণ, এনিওয়ে যদি হাজারো কবিতার ভিড়ে খুঁজে পাই তাহলে কথা হবে ওটা নিয়ে।


১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জানি না কোন কবিতার কথা বলছেন। তবে, এটা কিনা দেখতে পারেন - প্রেম চলে যাবার পর

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বা এটা কিনা, তাও দেখতে পারেন

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: কিছুলোক কিছুলোক করছেন কেনো।আমি দেখি জাতির অর্ধেক লোক ভুল।যারা ইলেকশন করছে আর যারা প্রতিহত করছে দুই দলই সঠিক হতে পারে না।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:)

ভালোই বলেছেন কামাল ভাই। তাহলে কি লাইনগুলো এভাবে লিখতে থাকবো?

অর্ধেক লোক নিজের ভুল বুঝতে পারবে না
অর্ধেক লোক ভুল না করেও পস্তাবে
অর্ধেক লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু অর্ধেক ভালো লোক পচে যাবে


এবার দেখুন, কেমন হলো :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভুল করলে মাশুল দিতে হয় ।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, একদিন আগে বা পরে, ভুলের মাশুল দিতে হবেই। কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

মিরোরডডল বলেছেন:




থ্যাংকস ধুলো, পরে কথা হবে।

এখন যেতে হচ্ছে।




২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


এগুলো তো নতুন কোন কথা নয়; এর জন্য কি সময় খরচ করে পদ্য লেখার দরকার আছে?

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
:)


তা ঠিক, আমরা নতুন কথা কদাচিৎ বলতে পারি, পুরোনো কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলি, যেমন আপনিও যেটি বলেছেন, ওটি নতুন কোনো কথা নয় কোনো লেখককে বলা :)

কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ শূন্য সারমর্ম।

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

নাইমুল ইসলাম বলেছেন: মাসুদরা কি কোন দিনও ভাল হবে না?

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই সৌন্দর্য!
বড়ই আচানক ঘটনা!
আফসোস!

২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

হুমায়ূন আহমেদের নাটকে বা গল্পে এ ধরনের কথা খুব উপভোগ্য ছিল।

তবে, আপনার কাছে বিনত অনুরোধ থাকলো, কথাগুলো ঘন ঘন ব্যবহার না করে মাঝে মাঝে করতে পারেন। হয়ত আপনি বুঝতে পারেন না, আপনার এরকম কমেন্টে অপমানের কিছু উপাদান থাকে, অন্যদিকে একঘেঁয়েও লাগে।

কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত প্রিয় সাজ্জাদ ভাই। শুভেচ্ছা রইল আপনার প্রতি।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

গেঁয়ো ভূত বলেছেন: ভুল নিয়ে দারুন উপলব্ধি, চিন্তার খোরাক আছে কবিতাটিতে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে অনেক ভালো লাগা জানাই প্রিয় মল্লিক ভাই। অনুপ্রাণিত হলাম। অজস্র ধন্যবাদ।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: বড় ভাই আসসালামু আলাইকুম।
আর কয়েকদিন পর নতুন বছর শুরু হবে। আপনার খবর কি?

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছি। ধন্যবাদ আপনাকে।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: যাক, অনেকদিন পর আপনি আমার একটা মন্তব্যের উত্তর দিলেন।
অনেক খুশি লাগছে। অবশ্য আজ আমার মন বলছিলো, আজ আপনি আমার মন্তব্যের উত্তর দিবেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

মিরোরডডল বলেছেন:




ধুলো কষ্ট করে আর খুঁজতে হবে না, যেহেতু আমি কোন সঠিক ক্লু দিতে পারছি না।
আসলে সেই লেখায় নারী স্তনের উল্লখে ছিলো, ন্যারেটিভ না কিন্তু প্রেমিকের এগ্রেসিভ অনুভুতির কথা ছিলো।
কবিতায় কি করে এডাল্ট থিম আসতে পারে সেটা বোঝাবার জন্য সেই লিংকটা খুঁজেছিলাম।

কিছু শব্দের ব্যবহার মানেই অশ্লীল বা অমার্জিত না, গল্প বা কবিতায় কিভাবে কখন সেটার ব্যবহার হচ্ছে তার ওপর নির্ভর করে।
ধুলোর কবিতা বরাবরই খুব ভালো হয়।
থ্যাংকস ধুলো।


২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার কবিতার প্রতি এমন আগ্রহ দেখানোর জন্য।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:




টাইপো ছিলো। শব্দটা উল্লেখ হবে।



২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বুঝতে সমস্যা হয় নি।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

বিজন রয় বলেছেন: কখনো কবিতা, কখনো গান, এভাবেই জীবন চলমান।

আমি তাকে বললাম, " তুমি যে ভুল করেছ এটাই তুমি বোঝনি"

এখন ভুলের খেসারত কে দিবে?

২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কখনো কবিতা, কখনো গান, এভাবেই জীবন চলমান।

ওয়াও, চমৎকার বলেছেন।


আমি তাকে বললাম, " তুমি যে ভুল করেছ এটাই তুমি বোঝনি"

এই ভুল বোঝাবুঝি নিয়ে আসলে জনে জনে অনেক ভিন্নতা আছে বলে আমার মনে হয়। আমি বললাম, আপনি ভুল করেছেন। অন্য একজন আবার আমাকে বললো, বিজন রয় না, ভুলটা আপনি সোনাবীজ করেছেন। এভাবে, ৩য়, ৪র্থ ব্যক্তির মধ্যে পার্থক্য হতে থাকবে মতামতে। সার্বজনীন 'নির্ভুলতা' বলেও কিছু আছে বলে এখন মনে হচ্ছে না, মনে হচ্ছে গণতান্ত্রিক রায়ে যেটা 'নির্ভুল' সেটাই বিশুদ্ধ। ভুলের খেসারত দিবে গণতান্ত্রিকভাবে দোষী সাব্যস্ত ব্যক্তিই।

মাই টু সেন্টস প্লিজ।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

বাকপ্রবাস বলেছেন: এ জীবনের পাতায় পাতায় যা লেখা
ভুল, সবই ভুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.