নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি বুঝতে পারো নি কোনোদিনও
কেন ভুল করে ভুল করি বার বার
এই ভুলে ভরা স্বভাবটা আমার অহঙ্কার
কিছু অভিমান ঝরে যায় গোপনে
কেউ তা বোঝে না
এই ডানপিটে স্মৃতিগুলো মরমে
করে সারাটা সময়
তোলপাড়
জানি আবার দেখা হলে
ভুলে ছুঁয়ে দেব হাত
জানি কঠোর চোখে তুমি
খুবই করবে প্রতিবাদ
কত রোদে পোড়া কুসুমের গন্ধ
হাওয়ায় মিশে যায়
দেখো ভুলে পড়া প্রেমিকেরা প্রতিদিন
করে নিজেকে পুড়িয়ে
ছারখার
তুমি বলেছিলে তোমায় নিয়ে লেখা
সব গান ও কবিতা মুছে ফেলতে চিরতরে
তুমি বলেছিলে, আর একটা গান ও কবিতা
যেন না লিখি তোমার নামে
আজ নিজের সাথে নিজেই
এক সন্ধি করেছি
এই মনের কাছে মনকে
আমি বন্দি করেছি
আমি চাই না তোমাকে নিয়ে লিখতে
কোনো কবিতা ও গান
তবু তুমি কেন ছায়া হয়ে কবিতায়
আজও করো অবস্থান
নির্বিকার
০৩ জুন ২০২৩
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন : তুমি বুঝতে পারো নি কোনোদিনও
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ফুটনোট :
এটা আগেও পোস্ট করা হয়েছিল, 'প্রচ্ছন্নবর্তী' শিরোনামে।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার। শুভেচ্ছা রইল।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম অংশটুকু খুব পরিচিত মনে হচ্ছে কেনো যেনো।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমার যে-কোনো গানই সচারচর একাধিকবার শেয়ার করে থাকি। তবে এ গানের আগের পোস্টে আপনার কোনো কমেন্ট নাই, এমনও হতে পারে, আপনি সেটা পড়েছিলেন, কিন্তু কমেন্ট করেন নি।
এ ছাড়া ইউটিউব বা ফেইসবুকেও দেখে থাকতে পারেন (ফেইসবুকে দিয়েছিলাম কিন, এ মুহূর্তে খুঁজে পেলাম না)। এর বাইরে অন্যকোনোভাবে এ লিরিক পড়ার কোনো সুযোগ আমি কোনোভাবেই দেখছি না।
শুভেচ্ছা রইল জলদস্যু ভাই।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৯
বিজন রয় বলেছেন: এ গানটি আমাকে অনেক স্পর্শ করল! অনেক আগে সেই গানটির মতো। যেটা নিয়ে তখন আপনার সাথে অনেক কথা হেয়ছিল।
সেই গানটি হলো...
“যত চাই ভুলে যেতে
কোনো যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়”
অনেক দিন পর আপনার এই গানটিতে আমি বিমোহিত।
এখন আর কিছু বলছি না, শুধু পোস্টমাস্টার গল্পের শেখ কয়েকটি লাইন দিয়ে গেলাম.............
“হায় বুদ্ধিহীন মানবহৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহুবিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন সমস্ত নাড়ী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে।”
অনেক অনেক শ্রদ্ধা রইল আপনার প্রতিটি সৃষ্টিকর্মের প্রতি।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে সবার পোস্টে ঢুঁ মারা, সবার সাথে সুসম্পর্ক রাখা, গঠনমূলক কমেন্ট করা হাতে গোনা কয়েকজন ব্লগারের মধ্যে আপনি একজন। কমেন্টের মাধ্যমে ব্লগারদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করার ক্ষমতাও আপনার অসাধারণ। আমিও আপনার কমেন্টে দারুণভাবে উজ্জীবিত এবং অনুপ্রাণিত। এই পোস্টে এ গানটা নিয়ে আলোচনা হয়েছিল। আমার মতো একজন ক্ষুদ্র লেখক বা সুরকারের জীবনে এর চাইতে বড়ো প্রাপ্তি বা ভালোবাসা আর কিছু নাই।
ঐ গানটার মিউজিক র-অ্যারেঞ্জ করা হয়েছিল। সেটা এ লিংকে :
আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫৬
সামরিন হক বলেছেন: কথাগুলো ভালো লাগলো।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় সামরিন হক। শুভেচ্ছা।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি কেন ছায়া হয়ে কবিতায় আজও করো অবস্থান
............................................................................
এতো হৃদয়ের খেলা
বন্ধ হবে যখন
থাকবে না স্পন্দন !!!
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এতো হৃদয়ের খেলা
বন্ধ হবে যখন
থাকবে না স্পন্দন !!!
ওয়াও, দারুণ বলেছেন কিন্তু। মুগ্ধতা আপনার কমেন্টে, প্রিয় স্বপ্নের শঙ্খচিল। শুভেচ্ছা।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: বাহ!
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: নতুন একটা বছর প্রায় চলে এসেছে।
আপনার অনুভূতি কি?
৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৫
গেঁয়ো ভূত বলেছেন:
কেন ভুল করে ভুল করি বার বার
এই ভুলে ভরা স্বভাবটা আমার অহঙ্কার
কিছু অভিমান ঝরে যায় গোপনে
কেউ তা বোঝে না
দারুন অনুভূতি! সুন্দর উপস্থাপন!!
২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মল্লিক ভাই। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮
বাকপ্রবাস বলেছেন: দারুণ হয়েছে