নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আজ দিনভর তাকিয়ে রইবো
তোমার চোখের নীড়ে
সুজানা, তুমি একটুও চোখ বুজো না
আজ আমি হারিয়ে যেতে চাই
সাগরের গভীরে
এ জীবন অনেক দুঃখ দিয়েছে আমাকে
কাল বোশেখির ঝড়
উড়িয়ে নিয়েছে আমার ঘর
এ ঘরহীন পৃথিবীতে
অবশেষে শান্তি পেয়েছি
তোমার দু চোখে
জানি না কী মায়াবী আবেশ ও চোখে
নেশায় ডুবে যাই
দিগন্তের আঁধার অরণ্যে
যেন অজানা দূর পৃথিবী
নিজেকে যেন আজ হারিয়ে ফেলেছি
তোমার দু চোখে
২৬ সেপ্টেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ফটোক্রেডিট (১ম লিংক) : খলিল মাহ্মুদ (এ আই জেনারেটেড)
ফটোক্রেডিট (২য় লিংক) : হিন্দি ছায়াছবি 'দেবদাস'-এর স্ন্যাপশট
১ম লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আজ দিনভর তাকিয়ে রইব
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২য় লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আজ দিনভর তাকিয়ে রইব
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আজ সকালের দিকে এ গানটা শেয়ার করা প্ল্যান ছিল। হঠাৎ মনে হলো, এ-আই জেনারেটেড ছবি দিয়ে আরেকটা ভিডিও বানাই। সেই ছবি বানানো ও ভিডিও মেকিং শেষ হতে হতে রাত হয়ে গেল। কাজেই, কেউ যদি গানটি শোনেন, দয়া করে 'আজ দিনভর' এর জায়গায় 'আজ রাতভর' পড়ে নেবেন গানটি আগেও শেয়ার করা হয়েছিল ব্লগে। এটা লেখা হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে।
০৪ ঠা জুন, ২০২৪ রাত ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশেষে শান্তি পেয়েছি তোমার দু চোখে - সম্ভবত এ লাইনেই গানটার ক্রাক্স নিহিত আছে আর আপনি অভিজ্ঞ প্রেমিকের মতোই সেটা আইডেন্টিফাই করেছেন।
হ্যাঁ, প্রিয়তমা ছাড়া আর কে আছে এমন শান্তি দিবে?
প্রিয় শঙ্খচিলকে অনেক ধন্যবাদ প্রথম লাইক ও প্রথম কমেন্টের জন্য। শুভেচ্ছা।
২| ০৫ ই জুন, ২০২৪ ভোর ৫:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
আজ দিনভর তাকিয়ে রইবো
তোমার চোখের নীড়ে
.....................
.....................
সুজানা, তুমি একটুও চোখ বুজো না
আজ আমি হারিয়ে যেতে চাই
সাগরের গভীরে
…………………
………………….
অবশেষে শান্তি পেয়েছি
তোমার দু চোখে
তন্ময় হয়ে শুনছিলাম গানটি
গান শুনতে শুনতে ভাবনা
চলে গিয়েছিল জীবনানন্দের
সেই বিখ্যাত কবিতার কথাতে
যেখানে হয়েছে বলা ঠিক
আপনার গানের কথার মতই
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
……………………………………………………………………………….
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
নাটোরের বনলতা সেন জীবনানন্দের স্বপ্নকন্যা রূপেও সে অপরুপ ।
যেন অপার শান্তির এক রহস্যময় চিত্রকল্প।
বনলতা সেন নামে বাস্তবে কেউ ছিল কিনা সে প্রশ্নের
জবাব মেলে নি আজও। তবে যে নারী চিত্র কবি অঙ্কন
করেছেন তা বাংলা কবিতার ইতিহাসে অমর হয়ে আছে।
আপনার গানটির লিরিকের মাঝে মাঝে দেয়া নারী চিত্র
দুটিও সত্যিই অপরূপ যেন বনলতা সেনেরই প্রতিরূপ ।
গানের লিরিক , সুর , আর এ আই প্রয়োগে নারীচিত্র
সকলই দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ।
শুভেচ্ছা রইল
০৫ ই জুন, ২০২৪ দুপুর ১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাতে ঘুমু ঘুমু চোখে মোবাইল থেকে আপনার কমেন্টটি পড়েছিলাম। মোবাইলে তেমন সুবিধা হয় না পড়তে। সকালে পড়েছি পিসি থেকে। কমেন্টে সত্যিই আপনি এক অনুসরণীয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আপনার কমেন্ট মানেই স্বতন্ত্র এক পোস্ট, অনেক গবেষণালব্ধ তথ্যের সন্নিবেশ। যিনি কমেন্ট পান তিনি তো বটেই, অপরাপর পাঠকগণও সেই কমেন্ট খুব উপভোগ করেন।
এক কথায় বলতে গেলে পুরুষের কবিতা মানেই নারী কোনো পরিসংখ্যান আমার কাছে নাই, জানি না কেউ এ পরিসংখ্যান করেছেন কিনা, কবিতা, বিশেষ করে বাংলা কবিতার ৮০%-এরও বেশি হবে হয়ত প্রেমের কবিতা; প্রেমের কবিতা মানেই তো নারী বা নারীপ্রেম। নারীর কাছে পুরুষপ্রেমিক যেমন বিচ্ছেদের বিষ পেয়েছে, তেমনি নারীপ্রেমেই পুরুষরা শান্তি ও প্রশান্তি পেয়েছে। শেষ পর্যন্ত মন ও জীবনকে নারীর কাছেই করতে হয়েছে সমর্পণ। নারীর জন্যই জীবনকে করেছে বিসর্জন, আর তাতেই পুরুষজীবন হয়েছে সুখী ও ধন্য।
প্রেমের কবিতায় যারা পাঠকের মনে স্থায়ী দাগ কেটেছেন, জীবনানন্দ দাশ সেইসব কবিদের মধ্যে প্রথম কাতারেই আছেন। আমি অবশ্য প্রেমের কবিতায় শুরু থেকেই সুনীলে নিমজ্জিত। নজরুলেও। কবিরা যত কবিতাই লেখেন না কেন, শেষ পর্যন্ত সবাই প্রেমের কবিই আমিও নিজেকে প্রেমের কবি হিসাবেই দেখে আসছি শুরু থেকে। তাই, আমার গানের ভিন্ন ভিন্ন বিষয়বস্তু থাকলেও প্রেমের গানই সব থেকে বেশি।
আমার কেমন যে একটু ঘোর আছে। বনলতা সেন নামটা মনে আসতেই মনে হয়, এ হলো সুচিত্রা সেন। আবার সুচিত্রা সেনকে দেখলে বা নাম মনে পড়লে মনে হয় - এ তো বনলতা সেন। বনলতা সেন আর সুচিত্রা সেন নাম দুটো যেন একের জন্য অপরে জন্মগতভাবে যমজের মতোই মিশে আছে।
বনলতা সেন - এত কাব্যিক রোমান্টিক নাম বাংলা সাহিত্যে কি আর আছে? এত উচ্চারিত নাম আর থাকা সম্ভবও না। এ নাম অমর, অক্ষয়। একটা ইতিহাস।
আপনি গানটা শুনেছেন, এর প্রশংসা করেছেন। আমার অনেক ভালো লেগেছে আপনার কমেন্ট। আপনার কমেন্টে অনেক অনুপ্রেরণা থাকে। আমি অনুপ্রাণিত।
ভালো থাকবেন প্রিয় আলী ভাই। শুভেচ্ছা।
৩| ০৫ ই জুন, ২০২৪ সকাল ১০:৩২
বাকপ্রবাস বলেছেন: গানের কথা খুব দারুণ আমি অবশ্যই শুনব, ফ্রি হতে পারলে , আমি নিশ্চিত দারুণ একটা গান শুনতে চাচ্ছি।
গতকাল আমি একটা গান লিখার চেষ্টা করেছি এবং পোষ্ট করেছি, পারলে একটু দেখে দিবেন
০৫ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কোনো প্রফেশনাল মিউজিশিয়ান না। স্রেফ অ্যামেচার। আমার সামান্য অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, গান গাওয়াটা হলো সবচাইতে সহজ কাজ। সুর তোলা আরেকটু কঠিন। অধিক কঠিন হলো গান লেখা। কিন্তু সবচাইতে কঠিন কাজ হলো মিউজিক কম্পোজ করা। আমি এতটুকু বুঝি যে, আমি ভালো গায়ক না হলেও একেবারে যে খারাপ গাই তাও না, আমার সুরও ভালো বলে আমি মনে করি, লিরিকের মানও ভালো। কিন্তু টোটাল প্রডাক্টটা ভালো মানের হয় না। এর একমাত্র কারণ হলো আমার মিউজিক কম্পোজিশন ভালো হয় না। মিউজিক কম্পোজিশনের কৌশল এখন মোটামুটি আমার আয়ত্তে। তারপরও মিউজিক ভালো না হওয়ার কারণ হলো, মিউজিকের পেছনে প্রচুর সময় দিতে হয়, যেই সময় আমার হাতে নেই।
আপনি বেশ কঠিন কাজটা করে ফেলেছেন লিরিক লিখে। আমি ব্লগের প্রথম পাতা থেকে গতকাল পড়েছি, ভালো লিখেছেন। আপনার ছড়া-কবিতা ভালো হয়, আপনি আগে কবি, পরে গীতিকার। আপনার গান ভালো হবে, আমার বিশ্বাস।
আপনার পোস্টে যাব। কমেন্ট করে আসবো।
ধন্যবাদ কমেন্টের জন্য।
৪| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পঁচটি লাইন অসাধারণ।
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই। শুভেচ্ছা।
৫| ০৫ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
প্রামানিক বলেছেন: খুব লাগল প্রথম কয়েক লাইন
০৫ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রীত হলাম প্রিয় প্রামানিক ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবং শুভেচ্ছা।
৬| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৬
কালো যাদুকর বলেছেন: আপনি ভাল লেখেন, আবার সুর দেন , আবার গেয়ে ফেলেন।
ভাল লেগেছে।
০৬ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আ রে, কী যে বলেন! তবে, প্রশংসা সত্যিই একটা শক্তিশালী প্রণোদনা। অনেক অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১১:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশেষে শান্তি পেয়েছি তোমার দু চোখে
..............................................................
প্রিয়তমা ছাড়া এমন সুখ কে দেবে বলুন তো ???