নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মনে আমার আগুন জ্বলে

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৪৭

এই যে বেঁচে আছি, এটা যদি স্বপ্ন হতো! চারদিকে কোলাহল, হানাহানি, সংঘাত, খুন ও ধর্ষণ - ঘুম ভাঙলে যদি দেখা যেত, ওসব ঘটেছে স্বপ্নের ভেতর, বাস্তবটা অফুরন্ত সুন্দর - আর আমার দেশটা যেন স্বর্গপুরী, তাহলে কেমন হতো! যা হবার নয়, তা ভাবাটাই অপরাধ।



কখনো-বা বাস্তবতাকে ভুলে থাকতে আপনাকে সত্যিকার স্বপ্নে ডুব দিতে হবে। তখন হারিয়ে যাবেন এমন এক ঘোরের ভেতর, যেখানে কোনো বেদনা বা দুর্ভাবনা আপনাকে স্পর্শ করতে পারবে না। স্বপ্ন হলো নিরঙ্কুশ নির্দোষ, নিরন্তর সুখময়, পরম সম্ভোগের মতো।

মনে আমার আগুন জ্বলে রে
ও আমার আগুন জ্বলে বুকে
আমার প্রাণসখীরা তবু বলে
আমি নাকি আছি কত সুখে

জনে জনে করে বন্ধু আলাপ-পরিচয়
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে চোখ ফিরাইয়া লয়
সবার সাথে ভাব করে সে
সবার সাথে ভাব করে সে
আমায় দেখে বন্ধু যে তার চোখ ফিরাইয়া লয়
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে

ছলনাতে ভুলে আমি দিলাম তারে মন
এখন দেখি বন্ধুর মনে
আমি নই, অন্য আরেক জন
আমার সাথে ছল করে হায়
আমার সাথে ছল করে হায়
অন্য জনের হাতে বন্ধু হইল সমর্পণ
মন আমার কান্দে রে কান্দে ধুঁকে ধুঁকে

রচনা ও সুর সৃষ্টির তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২২

কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

AI : Kits.ai and freepik.com
Audio & Video Making Software : FL Studio and Filmora Wondershare
Image Generation and Audio/Video Making : Khalil Mahmud

সহেলিয়ার কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



মূল কণ্ঠে (আমার কণ্ঠে) : প্লিজ এখানে ক্লিক করুন - মনে আমার আগুন জ্বলে রে - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




এ গানের উপর পুরোনো পোস্ট

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন:




প্রেয়সি প্রেমেই মজুক কিংবা ছলনাই করুক আসল প্রেমে যে মজেছে সে কভু পারেনা তাকে ভুলে যেতে ।
যে প্রেম কোনভাবেই শরীরের প্রেম ছিল না, ছিল আত্মার গভীরের প্রেম, সেরকম প্রেমের জগতে ছলনার
পরেও আগুন জ্বলা যে সে কথা নয় ।

চারদিকে যখন গ্রীষ্মের প্রচণ্ডতা, ভোরের হাওয়াটুকুও যেন শীতল নয়, দুপুরের কাঠফাটা রোদ্দুরে নাকাল প্রকৃতি,
বসন্ত শেষ হয়ে গেলেও প্রকৃতিতে জেগে থাকে বসন্তের ছোঁয়া, সে রকম সময়ে দুষ্টু কোকিল দুরে চলে গিয়ে
অন্য ডালে বসে যদি ডেকেই চলে কুহু কুহু, সে রকম পরিবেশে ও অবস্থাতেও কারু মনে কেন আগুন জ্বলে তা
বুঝা গেল গানটির কথা ও সুরে । এ প্রসঙ্গে কবিগুরুর মতই বলতে ইচ্ছে করে ‘সখি, ভাবনা কাহারে বলে/
সখি যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী,/ভালবাসা, ভালবাসা। ছলনাময়ী কোন প্রেমিকার কারণে
সত্যিকার প্রেমিকের মন গহীনে প্রচুর চন্দন কাঠ,গব্য ঘৃত,ধূপ, ধুনো ইত্যাদির সংগ্রহ কেবলইতো বাড়তেই
থাকে দিবস রজনী ধরে ।তারপরেও নন্দন কাননের চাঁপা গাছ থেকে স্বর্ণচাঁপা তুলে, শোক-দুঃখ, বিরহ-মৃত্যু
যন্ত্রনা ভুলে তারি জন্য প্রেমিক হৃদয় কবি রচে সুন্দর কবিতা, গান, আর তার সুরের ব্যঞ্জনা ছড়িয়ে দেয় বিশ্ব
চরাচরে , আর মননে বলতে চায় তোমারেই করেছি জীবনের ধ্রুবতারা, এ জীবনে কভু হব নাকো পথহারা ,
যেখানেই তুমি যাও নাকো, শুধু মনটা মোরে দিয়ে রাখো? প্রেমানলে ঢাল গো তব কিরণধারা।
যাহোক, এটাও সত্য, সব চাওয়াই হয়না পাওয়া।

গানের কথা ও সুর ভাল লেগেছে ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.