| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
রাগ করে শুধু বসে থাকি আমি,
নিজেরই সুখটাকে খেয়ে ফেলি আমি।
তাই বলে আমাকে কি সান্ত্বনা দেবে না?
 
 
ভুল করে নিজেরই স্বপ্নটাকে ভেঙে দেই,
নিজেরই ক্ষতি করে আমি কেঁদে দেই।
তাই বলে আমাকে কি সান্ত্বনা দেবে না?
সবসময় বেশি বেশি হয়ে যায় আমারই,
তবুও ভুলগুলো গায়ে লাগে আমারই।
কেন?
কেন?
নিজের ফাঁদে কেন আমি শুধু পড়ে যাই,
কারণে অকারণে আটকে যাই।
তাই বলে আমাকে কি সান্ত্বনা দেবে না?
শান্তি তুমি কোথায়?
শান্তি তুমি কোথায়?
আমাকে কি দেবে না?
আমি শুধু ভুল করি, যন্ত্রণা আমারই
আমি শুধু সয়ে যাই, সব দায় আমারই
কেন?
কেন?
সে আমাকে দূর থেকে দেয় শুধু মন্ত্রণা
নিজেকে একটুও অপরাধী ভাবে না
তাই বলে আমাকে কি সান্ত্বনা দেবে না?
শান্তি তুমি কোথায়?
শান্তি তুমি কোথায়?
আমাকে কি দেবে না?
০৩ ফেব্রুয়ারি ২০২৫
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : বেবি লাবিব
২য় অন্তরা : খলিল মাহ্মুদ
ফাইরুজের কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - রাগ করে শুধু বসে থাকি আমি - ফাইরুজ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ফাররাজের কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - রাগ করে খালি বসে থাকি আমি - ফাররাজ
মূল গান - বেবি লাবিবের কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - রাগ করে খালি বসে থাকি আমি - বেবি লাবিব
১
মন ভাবে কত কথা 
আজ মন ভরে বলবো সেটা 
তুমি তা শুনতে চাচ্ছ কি? 
তোমাকে কতটা ভালোবাসি 
তুমি তা শুনতে চাচ্ছ কি? 
নাকি মন বলে যা তা
সুর করে বলি যাতে ভালো লাগে বেশি 
নিজেরই কল্পনাকে কাছে রাখি বেশি 
চিন্তা করছি তাই তোমাকে কতটা ভালোবাসি
রাগ করে বলো যা তা 
নাকি মনে করো আমি পাতা? 
ভুল করে করো যা তা 
নাকি মনে করো আমি কানা? 
সুর করে বলো যাতে ভালো লাগে বেশি 
নিজেরই কল্পনাকে কাছে রাখো বেশি 
চিন্তা করছি তাই আমাকে কতটা ভালোবাসো। 
২৯ জানুয়ারি ২০২৫
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : বেবি লাবিব
ফাররাজের কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - মন ভাবে কত কথা - ফাররাজ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ফাইরুজের কণ্ঠে : প্লিজ এখানে ক্লিক করুন - মন ভাবে কত কথা - ফাইরুজ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বেবি লাবিব ও তার ভাইবোনদের গান নিয়ে আগের পোস্ট
Annie's song by John Denver - You Fill up my Senses - Cover - Fairuj Furti - Guitar - Pilot - Keys&Piano - Saif Sohan Saikat
বেবি লাবিবসহ আমার ছেলেমেয়েদের গানের তালিকা এই পোস্টে পাওয়া যাবে 
লাবিবের গান নিয়ে আগের পোস্ট : আমার ছোটোছেলে বেবি লাবিবের লেখা, সুর করা ও মিউজিকে তারই কণ্ঠে একটি গান - Mirror World - Woke up on the Middle of the Night 
আমার ছেলেমেয়েদের গান নিয়ে করা আগের পোস্ট : আমার বড়ো ছেলের মিউজিকে তারই কভার করা গান - Mr.Kitty'র After Dark - সেই সাথে মেয়ে ও ছোটোছেলের কিছু গান 
বড়োছেলে পাইলটের গাওয়া গান
১। প্লিজ এখানে ক্লিক করুন - After dark 
অথবা ক্লিক করুন নীচের লিংকে :
২। প্লিজ ক্লিক করুন - Cigarettes after sex 
৩। প্লিজ ক্লিক করুন - Towards the Flying Sea-Lights - Guitar - Tune, Composition and Guitar by Pilot 
৪। প্লিজ ক্লিক করুন - Something about us - Daft Punk - Cover by Adnin - Music by Pilot 
৫। প্লিজ ক্লিক করুন - You and me - Cover song by My Elder Son Pilot 
৬। প্লিজ ক্লিক করুন - La Vi En Rose - Can't Help Falling in Love - With or Without You - Cover by Highway Melancholies 
আমার মেয়ে ও ছোটো ছেলের গাওয়া অনেকগুলো গান পাওয়া যাবে এই লিংকে - প্লিজ এখানে ক্লিক করুন 
১। হঠাৎ যেন - কথা, সুর ও কণ্ঠ - বেবি লাবিব 
২। Butterfly - Written, composed and performed by Baby Labib
৩। Mirror world - woke up on the middle of the night - written, composed and sung by Baby Labib 
৪। নীলা - ঐশী 
৫। One republic - Baby Labib 
৬। Aurora - Runway - Baby Labib 
৭। Plus44 - Baby Labib 
৮। Arctic Monkeys - Do I Wanna Know - Baby Labib 
৯। Imagine dragons - radioactive - Baby Labib 
১০। Singing closer - Baby Labib 
১১। Train - hey soul sister - Baby Labib 
১২। Somebody that I used to know - Baby Labib
১৩। Location - Baby Labib 
১৪। Ed Sheeran - The A Team - Baby Labib 
১৫। Best friend by Rex Orange County - Baby Labib 
১৬। Flute - Sunflower - Post Melone and Swae Lee - Cover by Baby Labib
১৭। Can't help falling in love - Elvis Presley  - Baby Labib 
১৮। Shallow - Lady Gaga & Bradley Cooper - Baby Labib
১৯। Delirium 
২০। ঘরবাড়ি হারালে পালাবে কই - বেবি লাবিব (এটা নিয়েই আজকের পোস্ট)
২১। Delirium (প্রলাপ) - আমার ছোটো ছেলে বেবি লাবিবের লেখা, সুর করা, মিউজিক কম্পোজ করা ও তার কণ্ঠে গাওয়া গান
২২। You Fill up my Senses by Fairuj Furti
২| 
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫  দুপুর ২:৪৯
মাহদী হাসান শিহাব বলেছেন: গানগুলো সুন্দর আছে। ভালো পোস্ট দিয়েছেন। এক পোস্টে অনেক কিছু।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫  সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: বেশ।