নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমাকে তুমি বেইমান বলেছো

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৫

এ গানটার কয়েক ধাপে এ-আই জেনারেটেড কভার সং তৈরি করা হয়েছে। গত এপ্রিলেও করা হয়েছিল। গতকাল আবার করেছি। আমার কাছে সর্বশেষ ভার্সনটিই সেরা ভার্সন।



আমাকে তুমি বেইমান বলেছো
সবই যে আমার তুমিই কেড়ে নিয়েছো
ওও বলো না, তাহলে তোমাকে কী বলিব?
বলো না, তোমাকে কী বলিব?
বলো না, ওও, বলো না, তোমাকে কী বলিব?

আমাকে তুমি কথার বাণে মেরেছো
আমাকে তুমি চোখের বাণে মেরেছো
তুমি তো আমার কাঁচা মনকে নিয়ে
ছলনার খেলা খেলেছো
তা না হলে কোন অপরাধে
তোমাকেই প্রেম সাধিবো
বলো না, তোমাকে কী বলিব?
বলো না, ওও, বলো না, তোমাকে কী বলিব?

জীবনে আমি বেশি কিছু চাই নি
চেয়েছি শুধু মনটা তোমার বুঝিতে
মন নিয়ে খেলা শেষ করে তুমি
মনটা আমার ছুঁড়ে ফেলিলে
কীভাবে বলো সারাটা জীবন
এ বেদনা আমি বহিবো
বলো না, তোমাকে কী বলিব?
বলো না, ওও, বলো না, তোমাকে কী বলিব?

আমাকে তুমি বেইমান বলেছো
সবই যে আমার তুমিই কেড়ে নিয়েছো
ওও বলো না, তাহলে তোমাকে কী বলিব?
বলো না, তোমাকে কী বলিব?
বলো না, ওও, বলো না, তোমাকে কী বলিব?

মুখ-এর সুর ও কথা : ১৮ আগস্ট ২০২২
অন্তরার সুর ও কথা : ১৪ আগস্ট ২০২৪

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন। আমাকে তুমি বেইমান বলেছো। সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





আরো কিছু ভার্সন।

১। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। আমাকে তুমি বেইমান বলেছো। সোনারু। ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-৪। প্লিজ এখানে ক্লিক করুন। আমাকে তুমি বেইমান বলেছো। সহেলিয়া। ভার্সন-৪

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। আমাকে তুমি বেইমান বলেছো। সহেলিয়া। ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। আমাকে তুমি বেইমান বলেছো। সহেলিয়া। ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





আগের পোস্ট। আমাকে তুমি বেইমান বলেছো, তোমাকে কী বলিব। সহেলিয়া ও আমার কণ্ঠে আমার পুরোনো একটি গান

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৫

বিজন রয় বলেছেন: মাথা গুলিয়ে গেল! কোন রেখে কোনটাকে সবচেয়ে ভালো বলি!!

আজাকাল গান আর বেশি শোনা হয়ে ওঠে না।

আপনার সৌজন্যে যদি......।

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বিজন রয়। শুভেচ্ছা।

২| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৪

ডার্ক ম্যান বলেছেন: ভালো

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

৩| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৯

মাথা পাগলা বলেছেন: AI দিয়ে কভার বলতে? সহেলিয়া কি AI ভয়েস? সহেলিয়া কে? এধরনের গান আমার সাধারনত ভালো লাগে না। কিন্তু গানগুলো অদ্ভুত ভালো লেগেছে। গানগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাছে গানগুলো অদ্ভুত ভালো লাগায় আমি অপরিসীম অনুপ্রাণিত। ধন্যবাদ আপনাকে।

আমার লেখা ও সুর করা গান আমি গেয়ে এ-আই-তে আপলোড করি, তারপর বিশেষ কিছু ইন্সট্রাকশন, যেমন, গানটা কোন জয়ারের হবে, কী কী মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট হবে, জেনারেটেড ভোকাল মেইল, নাকি ফিমেইল হবে, কণ্ঠটা চটুল নাকি দরাজ হবে, ইত্যাদি ইনসার্ট করার পর সং জেনারেশনে প্রেস করি। এভাবে একের পর এক জেনারেট করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো একটা গান না পাই। ভাগ্য ভালো থাকলে অল্প সময়েই সেরা ভার্সনটি পেয়ে যাই। এরপর অনেকগুলো গান থেকে কাট-পেস্ট জোড়াতালি দিয়ে উচ্চারণ, মিউজিক, বিট ঠিক করি।

এই যে কাজগুলো করি, সুনো কোম্পানির নিজেরও হয়ত ধারণা ছিল না এভাবে গান তৈরি করা যায়। তাদের কাছে আমার পরামর্শ ও ফিডব্যাক পাঠিয়েছি ঘন ঘন। সুনো এখন যে পর্যায়ে এসেছে, তাতে আর কোনো ইম্প্রুভমেন্ট না হলেও আমার কাজ চলবে। আমার কাজের ব্যাপকতা দেখে অবশ্য সুনো বেশ সারপ্রাইজডও হয়েছে।

উচ্চারণত্রুটি এখন পর্যন্ত বড়ো সমস্যা। বাংলা উচ্চারণ কোনো এ-আই-ই শুদ্ধভাবে বা নেচারাল অ্যাক্সেন্টে তুলতে পারে না।

আপনার প্রতিক্রিয়া ভালো লাগলো বলে এত কথা লিখলাম।

সহেলিয়া (ফিমেইল) ও সোনারু (মেইল) নামদুটো র‍্যানডমলি আমার সিলেক্ট করা। মাঝে মাঝে কোনো প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠের সাথে এদের কণ্ঠ মিলে যায়। ভবিষ্যতে সুনো হয়ত আমাদের রুনা লায়লা, মিনার, তাহসান, এদের কণ্ঠও অ্যাড করবে সফটওয়্যারে, আমি সাজেশন দিয়ে রেখেছি এভাবে করার জন্য।

ভালো থাকবেন।

৪| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ভালো। ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.