নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার হলে না || নতুন গান

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩০

তুমি আমার হলে না
সবই তুমি রেখে গেলে
শুধু মনটি ছাড়া



তুমি যদি আমার হতে
এই ধরণি রঙিন হতো
জীবন আমার ভরে যেত
তোমার সুবাসে

তুমি যদি আমার হতে
জোয়ার আসতো মরা গাঙে
শুকনো শাখা ভরে যেত
ফুলে ফুলে

তুমি যদি আমার হতে
চলে যেতাম রূপের দেশে
রূপের দেশে সুখপাখিরা
সুখের গান করে

০১ অক্টোবর ২০২৫

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সহেলিয়া ও সোনারু


গানের লিংক

১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-৩

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৪। অডিও ভার্সন-৪। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-৪

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৫। অডিও ভার্সন-৫। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সোনারু&সহেলিয়া। অডিও ভার্সন-৫

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩

বিজন রয় বলেছেন: এসব কি এ আই ব্যবহার করে?

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, এটা এ-আই দিয়া করা হয়েছে। আমার লিরিক, আমার সুর এবং মূল কণ্ঠ আমার। বিশেষ প্রক্রিয়ায় এ-আই দিয়ে 'কভার সং' হিসাবে এটি জেনারেট করা হয়েছে।

ধন্যবাদ প্রশ্নের জন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৮

বিজন রয় বলেছেন: আমাকে এ আই শিখতে হবে।

পৃথিবী কি অচিরেই এ আই নির্ভর হয়ে যাবে?

আপনার সেই গানটা আমার অনেক ভালো লাগে।
মাঝে মাঝে শুনি।

০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিখে ফেলুন।

সামান্য গানের এ-আই নিয়ে কাজ করতে যেয়েই বুঝতে পারি, এ-আই কোনোদিন মানুষের মন ছুঁতে পারবে না, পুরোপুরি বুঝতেও পারবে না, যদিও এ-আই এ বিশ্বে রেভ্যুলেশন সৃষ্টি করেছে। একটা গানকে পারফেকশনের দিকে নিয়ে যেতে আমাকে দিনের পর দিন এ-আই'র সাথে যুদ্ধ করতে হয়। আমার কিছু গান নিয়ে কিছুদিন পরপরই এ-আই'র দ্বারস্থ হুই, কিন্তু এখনো আমার সুর ধরতে পারছে না। আরো অনেক জটিলতা আছে।

তবে, আমরা এ-আই নির্ভর হয়ে পড়ছি সন্দেহাতীতভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.