| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি আমার হলে না
সবই তুমি রেখে গেলে
শুধু মনটি ছাড়া
তুমি যদি আমার হতে
এই ধরণি রঙিন হতো
জীবন আমার ভরে যেত
তোমার সুবাসে
তুমি যদি আমার হতে
জোয়ার আসতো মরা গাঙে
শুকনো শাখা ভরে যেত
ফুলে ফুলে
তুমি যদি আমার হতে
চলে যেতাম রূপের দেশে
রূপের দেশে সুখপাখিরা
সুখের গান করে
০১ অক্টোবর ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া ও সোনারু
গানের লিংক
১। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-২
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-৩
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। অডিও ভার্সন-৪। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সহেলিয়া। অডিও ভার্সন-৪
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৫। অডিও ভার্সন-৫। প্লিজ এখানে ক্লিক করুন। তুমি আমার হলে না। সোনারু&সহেলিয়া। অডিও ভার্সন-৫
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, এটা এ-আই দিয়া করা হয়েছে। আমার লিরিক, আমার সুর এবং মূল কণ্ঠ আমার। বিশেষ প্রক্রিয়ায় এ-আই দিয়ে 'কভার সং' হিসাবে এটি জেনারেট করা হয়েছে।
ধন্যবাদ প্রশ্নের জন্য।
২|
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:০৮
বিজন রয় বলেছেন: আমাকে এ আই শিখতে হবে।
পৃথিবী কি অচিরেই এ আই নির্ভর হয়ে যাবে?
আপনার সেই গানটা আমার অনেক ভালো লাগে।
মাঝে মাঝে শুনি।
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিখে ফেলুন।
সামান্য গানের এ-আই নিয়ে কাজ করতে যেয়েই বুঝতে পারি, এ-আই কোনোদিন মানুষের মন ছুঁতে পারবে না, পুরোপুরি বুঝতেও পারবে না, যদিও এ-আই এ বিশ্বে রেভ্যুলেশন সৃষ্টি করেছে। একটা গানকে পারফেকশনের দিকে নিয়ে যেতে আমাকে দিনের পর দিন এ-আই'র সাথে যুদ্ধ করতে হয়। আমার কিছু গান নিয়ে কিছুদিন পরপরই এ-আই'র দ্বারস্থ হুই, কিন্তু এখনো আমার সুর ধরতে পারছে না। আরো অনেক জটিলতা আছে।
তবে, আমরা এ-আই নির্ভর হয়ে পড়ছি সন্দেহাতীতভাবে।
৩|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: ভালো।
৪|
১১ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৯
জনারণ্যে একজন বলেছেন: @ সোনাবীজ, 'ধরণি' নাকি 'ধরণী' হবে?! আপনার মতো মানুষরা যখন যখন কিছু লেখেন, তখন এই ধরণের প্রশ্ন করার আগে একটু দ্বিধায় পড়ে যাই।
বাংলা ব্যাকরণ বেশ গর্বের জায়গা ছিল আগে, এখন দিন দিন আত্মবিশ্বাস কমে যাচ্ছে। দীর্ঘদিন চর্চার অভাব থাকলে যা হয়কি আর কি।
১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা 'ধরণি' হবে, যার অর্থ পৃথিবী। 'ধরণী' ভুল বানান।
বাংলা ব্যাকরণ এখনো গর্বের জায়গাই আছে।
বানানের ইতিহাস নিয়ে একবার একটা বড়ো পোস্ট লিখেছিলাম। সময় থাকলে পড়তে পারেন। এই যে লিংক - বাংলা বানান প্রমিতকরণের ইতিহাস
ধন্যবাদ কমেন্টের জন্য।
৫|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:১১
হুমায়রা হারুন বলেছেন: কয়েকটি প্রশ্নঃ
১।এ -আই কভার কি?
২। অনেক ভিডিও তে কন্ঠ মেয়েদের মত শুনাচ্ছে কেন?
৩।আপনার (অরিজিনাল ) কন্ঠ কি, এক স্কেল উপরে রেখে আবার গানটা গেয়ে, একটা পোস্ট দেবেন?
অনুরোধঃ
যদি অনুমতি দেন আপনার ভিডিওতে ব্যবহৃত স্কেচগুলো কি আমি নিতে পারি? আমার একটা গল্পের চরিত্রের সাথে মিলে যায়। আপনার কপিরাইটের বিষয় না থাকলে আমাকে অনুমতি দিলে বিশেষ কৃতজ্ঞ থাকব।
অনেক শুভেচ্ছা রইলো গানটি উপহার দেবার জন্য।
০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো পোস্টটিতে কমেন্টের জন্য শুরুতেই ধন্যবাদ নিন আপু।
১। কভার সং। মূল শিল্পীর গান যখন অন্য কেউ গেয়ে থাকেন, তখন সেটাকে 'কভার সং' বলতে দেখা যায়। এ-আই-তে আমার লেখা, সুর করা ও আমার কণ্ঠে গাওয়া গান আপলোড করে একই সুরে এক বা একাধিক এ-আই জেনারেটেড গান তৈরি করা হয়। এটাই হলো এ-আই জেনারেটেড কভার সং। কেন কভার সং? কারণ মূল কণ্ঠটা আমার।
২। এখানে আমার কণ্ঠে গাওয়া কোনো গান শেয়ার করা হয় নি, সবই এ-আই জেনারেটেড ভোকাল। এ-আই জেনারেটেড ভোকালিস্ট মেইল বা ফিমেইল উভয় হয়ে থাকে। এখানে ছেলে ও মেয়ে উভয় কণ্ঠের গানই আছে।
৩। এ-আই আসার আগে আমার নিজের কণ্ঠে গাওয়া গানে মিউজিক অ্যাড করে গান প্রডিউস করতাম। আমি কণ্ঠশিল্পী নই, শুধু সুর ধরে রাখার জন্য নিজের কণ্ঠ ব্যবহার করি। এ-আই আসার পর আমার গাওয়া গান খুব কমই শেয়ার করি। আমার কণ্ঠে গাওয়া এ গানটার মূল ভার্সন, যার উপর কভার সং তৈরি করা হয়েছে, সেটি শুধু আপনার জন্য কিছু মিউজিক্যাল ইফেক্ট যোগ করে মিডিয়াফায়ারে আপলোড করে এখানে শেয়ার করলাম। মূল গানটাকে সফটওয়্যারের মাধ্যমে স্কেল আপ করে ২য় আরেকটা ভার্সনও দিলাম।
স্কেচ। এখানে এক বাংলাদেশী অভিনেত্রীর স্কেচ আছে, যার ছবি ব্যবহারের জন্য আমার অনুমতি আছে। তার ছবি ছাড়াও অপরিচিত অনেকের ছবি আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। ৫ নং ভিডিওর ছবিগুলো আমি এ-আই দিয়ে তৈরি করেছি। ৫ নম্বর ভিডিওর ছবি বা স্কেচ আপনি ব্যবহার করতে পারেন। তবে অন্যান্য ছবি বা স্কেচ আপনি নিজের দায়িত্বে ব্যবহার করতে পারেন।
শুভেচ্ছা রইল আপু।
১। তুমি আমার হলে না - খালি গলায়, খলিল মাহ্মুদ - Click This Link
২। তুমি আমার হলে না - খালি গলায়, খলিল মাহ্মুদ, স্কেল রেইজড্। Click This Link
৬|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:২৬
হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ।
স্কেচ অন্য কারো হলে নিচ্ছি না।
মিডিয়া ফায়ারে প্লে বাটান পেলাম না। ডাউনলোড বাটনে ক্লিক করতেই গেইমস্ এর পেইজ চলে আসলো। তাই গানটি শুনতে পাচ্ছি না। পারলে ফাইল দুটো ইউটিউবে দিয়েন।
আপনার কি রেকর্ডিং স্টুডিও ছিল যখন নিজ কন্ঠের গান দিতেন?
৭|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:১২
হুমায়রা হারুন বলেছেন: 'মিডিয়া ফায়ারে প্লে বাটান পেলাম না। ডাউনলোড বাটনে ক্লিক করতেই গেইমস্ এর পেইজ চলে আসলো। তাই গানটি শুনতে পাচ্ছি না। পারলে ফাইল দুটো ইউটিউবে প্লিজ।
please ignore this comment. আমি ডাইনলোড করতে পেরেছি wav file
তবে দুটো লিংকে মনে হয় একই ফাইল আপলোড হয়েছে। একটু দেখবেন প্লিজ।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখিত আপু, আপনি ঠিকই ধরেছেন, একই ফাইল দুবার আপলোড করা হয়েছে। সফটওয়্যার দিয়ে দুই স্কেল আপ করা ভার্সনটি আবার দিলাম।
https://www.mediafire.com/file/m0jepis5b64oqeo/Tumi_amar_hole_na_-_Lyric%2C_Tune_and_Vocal_by_Khalil_Mahmud_07_Dec_2025_-_Scale_raised.wav/file
আমার রেকর্ডিং স্টুডিয়ো নিয়া তো অনেক হাসাহাসি আছে আপু
আমার একটা সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইলেই জাস্ট আমার বেডে শুয়ে বসে অতি ক্যাজুয়াল ভঙ্গিতে গান গেয়ে রেকর্ড করে থাকি
এটাই পরে সফটওয়্যারের মাধ্যমে ডিনয়েজ করি, কিছু ইফেক্ট যোগ করি, মিউজিক ক্রিয়েট করি।
শুভেচ্ছা রইল আপু।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিডিয়া ফায়ারে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। আলাদা ফাইল আপলোড করলেও ডাউনলোড দেখাচ্ছে একই ফাইল। যাই হোক, নীচে গুগল ড্রাইভের লিংক দিলাম। এটা ওপেন করা আছে।
গানের লিংক : Click This Link
৮|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৫
হুমায়রা হারুন বলেছেন: গুগল ড্রাইভের লিংক থেকে শুনলাম। এবার ঠিক আছে।
স্কেল উপরে উঠাতেই সুর লাগানো অধিক সুন্দর হয়েছে।
আমার একটা রেকর্ডিং শুনতে পারেন। ফোন দিয়ে করা।
সামনে কম্পিউটার স্ক্রিনে তবলা ছেড়ে দিয়ে।
link তুমহি মেরে মান্দির
০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু শোনার জন্য। মূল স্কেলে গাওয়া গানটার সাথে এ-আই ভার্সনের মিউজিক ট্র্যাক যোগ করলাম। স্কেল আপ করলে মিসম্যাচ হবে, সুন্দর শোনাবে না। এটা শুনে দেখতে পারেন।
সাউন্ডক্লাউড লিংক : Click This Link
আপনি ভালো গেয়েছেন ১ মিনিটের শর্ট ভিডিওতে। শুভ কামনা থাকলো আপনার জন্য।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্কেল রেইজ করা ভার্সন : Click This Link
৯|
০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬
হুমায়রা হারুন বলেছেন: sound cloud -এ দেয়া লিংক শুনলাম। খুব ভাল হয়েছে কাজটা।
আশা করি আরো গানের লিংক পাবো।
আমার গানটি শোনার জন্যও ধন্যবাদ।
০৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, অলরেডি শুনে ফেলেছেন দেখি। ঐ কমপ্লিট গানটাই দুই স্কেল আপ করে দেখলাম কেমন লাগে। মন্দ হয় নি এটাও (আমার কাছে)।
উপরে লিংক দিয়েছি, আবারও দিলাম : Click This Link
অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩
বিজন রয় বলেছেন: এসব কি এ আই ব্যবহার করে?