নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

আন্দোলন, বিপ্লব ও সচেতনতা নিয়ে বর্তমানে আমরা

১২ ই মে, ২০১৫ দুপুর ২:৩০

গণতান্ত্রিক দেশের গণতন্ত্রমুখী মানুষ আমরা। তাই দেশের ভেতরে আন্দোলন, হরতাল, ধর্মঘট এগুলো অন্যান্য দেশগুলোর তুলনায় কম নয় বরং অনেক বেশী। আমরা আপোষহীন জাতি। আমাদের আলোচনা ও সমালোচনা করার জনবলও কম নয়। বেশ আগ্রহী বলেই দেশের গুরত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত টক শো গুলোও বেশ জনপ্রিয়। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ভেতরের জনবলও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের শিক্ষার হারও বাড়ছে। সবমিলিয়ে বলাই যায় একটি আদর্শ জাতি আমরা। নাই বা হোক উন্নত কোনো দেশ। নাই বা হোক মধ্যম আয়ের কোনো দেশ। নাই বা হোক বিশ্বকাপ ফুটবল জয়ী কোনো দেশ, নাই বা হোক বিশ্বে ক্ষমতাধর কোনো দেশ। এ দেশেটিতে থাকবে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য,বাসস্থান ও নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো পূরণের সঠিক নিশ্চয়তা।এ দেশটাই হবে আমাদের গর্বের বাংলাদেশ। এবং দেশটি বোধহয় আমরা পেয়েও গেছি। আর আমার সাথে যদি আপনি একমত না হন তাহলে বলুন এমন একটি দেশ তো আমাদেরই প্রাপ্য। তাহলে কোথায় সমস্যাটা? আগে তো সমস্যাটা বের করি পরে না হয় এগিয়ে যাবন। সমাপ্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.