নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

যদি এমন হতো

১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

যদি কখনও রোগ না হতো শরীরে।

কারও যদি কোনো অভাব না থাকতো।

বৃদ্ধ হলেও যদি শরীরে বয়সের ছাপ না পড়তো।

প্রত্যেকের মেধা যদি ভালো হতো।

মানুষের মাঝে যদি কোনো হিংসা আর অহংকার না থাকতো।

মানুষের জীবনের সকল ভালো চাওয়াগুলো যদি পূর্ণ হতো।

এমন হলে কি আমাদের সৃষ্টিকর্তা খুশি হতেন না!


ব্লগটি নিয়ে কিছু মূল্যবান মন্তব্য করলেই বেশ ভালো লাগবে। হতে পারে নেতিবাচক কিংবা ইতিবাচক মনে হবে মন্তব্যগুলো আমার কাছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

ইকবাল সরদার বলেছেন:
Question : Do you want peace?
Answer : Yes, of course.
Question : Do you want complete peace or a part of it?
Answer : We want complete peace. ( Most of us are unaware of what is meant by complete peace. Hence, the
ingredients of complete peace are mentioned here. The ingredients of peace are six as follows : (i) Youth, (ii)
Health, (iii) Solvency, (iv) Good Consort, (v) Good Environment and (vi) Freedom. Attainment of the above
six ingredients at a time in a place is the root of complete peace. And absence of any or more of the
ingredients is called partial peace.)

Question: Do you want peace for temporary enjoyment or permanent enjoyment?
Answer: Of course, we want that peace which can be enjoyed permanently.

Then, listen to me, nobody can stay in this world permanently, hence, peace is not permanent here. Therefore, my advice to you all is that you should not go mad for this temporary peace of this world. For, the very presence of the six ingredients mentioned above in a place at a time that makes complete peace possible can never be enjoyed in any country by any king or peasant, lettered or unlettered, rich or poor; if anybody ever gets anything of its kind that comes to an end like dream after a very momentary enjoyment.

source A Plan for the World Peace

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: সব মহান আল্লাহর ইচ্ছা।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: তখন জীবনটা একঘেয়ে হয়ে যেতো। আলোর প্রকৃত সৌন্দর্য্য উদ্ভাসিত হয় তো অন্ধকারের সাপেক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.