নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখবোই

আমি একজন লেখক । আগে আইটিবিষয়র ওপর লিখতাম এখন পাশাপাশি সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই লিখছি ।http://www.aitoami.com/ এ সাইটটিতেও আমি লিখছি বিভিন্ন বিষয় নিয়ে।

ফারুক আহমেদ ফারুক

পত্র পত্রিকায় আইটি বিষয়ক লেখালিখির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে লিখে এগিয়ে যাচ্ছি। ভাবছি কি হতে পারি ভবিষ্যতে।

ফারুক আহমেদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

সন্তানকে পড়াশোনায় কিভাবে গাইড দিতে হবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

আমার মেয়ে ক্লাশ ওয়ানে পড়ে। আমার মেয়ে পড়ালেখা করে কিন্তু, পাশাপাশি খেলাধূলা ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।তাই আমি বাসায় যে ‍গৃহশিক্ষক রেখেছি তাকে বলেছি আমার মেয়েকে হোমওয়ার্ক বেশি বেশি করে দিয়ে যেতে। শিক্ষক চলে গেলে মেয়ের মা তাকে দিয়ে হোমওয়ার্ক অর্থাৎ শিক্ষকের দিয়ে যাওয়া পড়াগুলো পড়িয়ে নেয়।মেয়েকে এখন আর মোবাইল নিয়ে বসতে দেওয়া হয় না।
কিন্তু আমার মেয়ে যা পড়ে সেক্ষেত্রে সে নতুন পড়া দিলে পুরাতন পড়া ভুলে যায়।আমি বুঝতে পারলাম মেয়ের পড়ালেখায় মনযোগ নেই।সে ভালোভাবে পড়ে না।প্রায় সময়ই তাকে পড়াশোনা করার সময় মন খারাপ করে থাকতে দেখা যায়।সে অনেকটা আনমনাও হয়ে থাকে।মেয়ের অবস্থা দেখে আমি চিন্তা করলাম মেয়ের জন্য আর একজন গৃহশিক্ষক রেখে দিলে বোধ হয় ভালো হবে।চিন্তানুযায়ী আর একজন গৃহশিক্ষকও রেখে দিই।এখন মেয়ের ফালতু চিন্তা করার কোন সময় নেই।প্রতিদিনই তাকে দুই শিক্ষকের পড়া পড়তে হয়।আল্লাহর রহমতে শিক্ষকের ভয়ে তার পড়াশোনা আগের চেয়ে বেড়ে যায়।আমি বুঝতে পারলাম প্রতিযোগিতার এ বাজারে সন্তানকে আমি ভালোভাবেই গাইড দিতে পারছি।কিন্তু স্কুলের পরীক্ষার সময় আসলেই দেখা যায় মেয়ে যখন তার পড়া রিভাইজ দেয় তখন তার অনেক কিছুই মনে থাকে না।পরীক্ষার সময় তাকে আবার নতুন করে মুখস্থ করতে দেখা যায়।বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে।আসলে কি করলে মেয়ে পড়ালেখায় মনযোগী হবে? আমি কি মেয়েকে গাইড দিতে পারছি না? নাকি তাকে আরোও গাইড দিতে হবে?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



মেয়ে ক্লাশ ওয়ানে পড়ে, তারজন্য ২ জন গৃহশিক্ষক?

তাকে খেলাধুলা করতে দেন। আপনার আয়ের উৎস কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

ফারুক আহমেদ ফারুক বলেছেন: আমার আয়ের উৎস চাকুরী।বেতনও বেশ ভালো।তবে মেয়েকে খেলাধূলা করতে দিলে এক্ষেত্রে লাভ হবে কি?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:


আপনি শিশুকালে খেলাধুলা করেছিলেন?

মেয়ের স্বাস্হ্য ভালো না'হলে, তার ভালো বিয়ে হওয়ার সম্ভাবনা কমে যাবে, শারীরিক সমস্যায় ভুগবে।

আপনি স্কুল কলেজের সময়, ও এখন কি ধরণের খেলাধুলা করেন?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

ফুয়াদের বাপ বলেছেন: বাচ্চার জন্য গৃহশিক্ষকদের বাদ দিয়ে দেন। বাবা-মা হোক বাচ্চার গৃহশিক্ষক। শিশুদের শিক্ষা হোক আনন্দ-বিনোদনের মাধ্যেমে। ওর শিশুকালটা উপভোগ করতে দিন। রেসের ঘোড়া বানানোর কোন দরকার নাই। যা করতে পারেন -
১) সকালে ঘুম থেকে উঠার পরে ফ্রেস হয়ে মেয়েকে ধর্মীয় শিক্ষা দিতে পারেন আধা ঘন্টা
২) নাস্তার পরে ওর যা পড়তে ভালো লাগে তাই পড়তে দেন ঘন্টা খানেক। খেলার ছলে শেখাতে পারেন গণিত/শব্দ গঠন/রিডিং পড়া
৩) সারাদিন খেলতে দিন ওর পছন্দ মতো, সুযোগ পেলেই মেয়ের খেলার সাথী হতে পারেন আপনার স্বামী-স্ত্রী দুইজন। খেলার ফাঁকেই চেষ্টা করুন নৈতিক শিক্ষগুলো মেয়ের মনে গেঁথে দিতে - সত্যবাদীতা/সবাইকে সম্মান করা/রাগ নিয়ন্ত্রন/নিজের সিদ্ধান্ত নেবার দক্ষতা ইত্যাদি।
৪) দুপুরে খাবার পরে ঘুমাতে দিন
৫) পুরো বিকেল ইচ্ছেমতো আকাশে উড়ার মতো খেলতে দিন। সুযোগ পেলেই বাড়ির বাহিরের জগতে নিয়ে যান।
৬) সন্ধার পর ঘন্টা খানেক যা ইচ্ছে পড়াতে পারেন। বাংলা-ইংরেজী দুইটা ভাষায় সমান দক্ষতা করাতে পারেন ওর সাথে কথোপকথনের মাধ্যেমে।

বেশি টেনশান নিবেন না। সময় হলে মেয়ে নিজেই মানিয়ে নিবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫১

ফারুক আহমেদ ফারুক বলেছেন: আমি অবশ্যই চেষ্টা করবো।কিন্তু এখন তো পড়ালেখায় প্রতিযোগীতা অনেক বেশী।মেয়ে যদি পিছিয়ে পড়ে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্লাস ওয়ানে কোনো পরীক্ষা হবে না, এটা আজকের ঘোষণা।

ক্লাস ওয়ানের বাচ্চার জন্য দুইজন শিক্ষক খুবই মাত্রারিক্ত কেয়ারিং হয়ে গেছে। বাচ্চা রোবটে পরিণত হবে। কিংবা ত্যক্ত বিরক্ত হবে।

অন্তত প্রাইমারি ক্লাস পর্যন্ত কোনো টিউটরের কাছে না দিয়ে নিজের বাচ্চা নিজেদেরই পড়ানো উচিত।

এ বয়সে বাচ্চারা পড়বে না। তাতে আপসেট হওয়ার কিছু নাই। তাদের দিনরাত পড়ানোরও কিছু নেই। বাচ্চারা মোবাইলে এডিক্টেড হবে। করণীয় হলো - বাচ্চাদের সাথে একত্রে খেলাধুলা করা, গল্প করা, টিভি দেখা। ওরা কার্টুন দেখবে। আপনারা দুজনের ওর সাথে কার্টুন দেখুন। ও যেসব খেলনা পছন্দ করে, ওসব কিনে দিন, ওর সাথে আপনারাও খেলুন। খেলার এক ফাঁকে হোম অ্যাসাইনমেন্ট করে ফেলুন। আর নীচের ছবিটি দেখুন।



আপনার বাচ্চার জন্য শুভ কামনা থাকলো।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৪৩

রানার ব্লগ বলেছেন: আপনি আপনার বাচ্চা কে হেসে খেলে তার শৈশব কাটাতে দিন। গৃহ শিক্ষক রাখার সময় এখনো আসে নাই। তাকে খেলতে দিন। বোঝাই যাচ্ছে আপনার শৈশব মোটেও আনন্দদায়ক ছিলো না এখন তাই উঠেপড়ে লেগেছেন বাচ্চাটার শৈশব নষ্ট করার জন্য। আপনি পাপী।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চার পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করার দরকার নাই।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মেয়েকে আপাতত আপনি এবং আপনার স্ত্রী দুজন মিলে পড়ান।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪১

অক্পটে বলেছেন: ওরা এখন পড়বে কম খেলবে বেশি। তাহলেই ওর জন্য ভবিষ্যতে উপকার হবে। আর যদি আপনি মনে করেন দুইজন শিক্ষক রেখেও আপনার মেয়ের কোন উন্নতি হচ্ছেনা তাহলে আপনার জেল হওয়া উচিত তবে স্বশ্রম কারাদন্ড হলে ভাল হয়, কারণ আপনি সন্তানের উপর অত্যাচার করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.