![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়া, মন্ত্রময়তা আর মুগ্ধতায় অগণিত প্রহর কেটে গেছে৷
সেই রাতের রহস্যে অবুঝের মতো খেলেছি কতো!
চেয়ে থেকেছি অপলক নয়নে৷
ক্লান্ত হইনি এক মুহূর্তও৷
রাতের রহস্যে ঘেরা আঁধার তাড়িয়ে ফিরিয়েছে আমার অস্থিমজ্জা, শিরা, উপশিরা৷
ক্লান্ত হইনি একটুও৷
প্রভাতের আগমনি বার্তা করেছে আমায় ভীতসন্ত্রস্থ!
রাতের পরে রাত কেটে গেছে৷
রহস্য আরো ঘনীভূত হয়েছে৷
সেই রহস্যের জলধীতে ডুব দিয়েছি কতোবার!
হারিয়ে খুঁজে পেয়েছি৷
তবুও ক্লান্ত হইনি৷
রাতের গভীরতায় মগ্ন হয়ে ভুলেছি সব!
বাধাহীন আঁধার আমার দৃষ্টিকে নিয়ে গেছে অসীম শূন্যতায়৷
তারপর শূন্যতার গভীরতায়৷
ক্লান্ত হইনি৷
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
পরবাসী মেঘ বলেছেন: ধন্যবাদ। ব্লগে আমন্ত্রণ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেগেছে আঁধারের কবিতায় । ++