নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
পোস্টমোর্টেমঃ
১। সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগন এখনও অভাবী, বর্ধিত প্রান্তিক নাগরিক
২। প্রতিষ্ঠিত ধর্মীয় বিধান গুলো পালনের পদ্ধতিতে সমূহকে বাহবা কুড়ানো এবং ভোটের বেইজ তৈরিতে ব্যবহারিক প্রয়োগ
৩। সমাজের শৃঙ্খলা জনিত শিষ্টতার অবাভ, নিয়মতান্ত্রিকতা না মানার আচরণগত বক্রতা
৪। কর্মিসংস্থান এর প্রকটতা
প্রতিকারঃ
১। মানসম্পন্ন এবং মর্যাদা সম্পন্ন কর্মসংস্থান। মিনিমাম ওয়েজ, ভাসমান শ্রম রেট এর বিপরিতে "লিভিং ওয়েজ" এবং শহর/জনপদ ভেদে জীবযাপন উপযোগী ঘন্টা ভিত্তিক শ্রম রেট নির্ধারন। (মর্যাদাকর উপর্জন সক্ষম ব্যক্তিই শুধু গরীব হলেও ভিক্ষার দান অতি নিন্ম মানের জিনিস সংগ্রহে হুড়াহুড়ি করবে না)
২। এডুকেশন, স্কুল শিক্ষায় "সমাজ" কে বেশি বেশি অন্তর্ভুক্ত করন (পাঠ্য পুস্তক ভিত্তিক না, বরং ব্যবহারিক শিক্ষা), বেসিক ব্যবস্থাপনা শিক্ষার অন্তর্ভুক্ত করন। শিক্ষা বিকাশের প্রকল্প সমূহে বেশি বেশি ফান্ড এবং নজর দেয়া। কাবিখা কে সম্প্রসারন, বয়স্ক শিক্ষাকেও কাবিখা তে অন্তর্ভুক্ত করন।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ঢাকাবাসী বলেছেন: এগুলোর প্রতিকার? এদেশে অসম্ভব!