নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
পঞ্জিকার দিন ক্ষণ ঠিক থাক,
ঠিক থাক বেনিয়ার সংস্ক্রিতিক ঠিকাদারি,
ঠিক থাক ভালবাসাহীন বাস্তব জীবনের ক্লান্তি!
একটি বছর প্রেমের অভিনয় করে
শুধু একটি দিনে ভালোবাসার প্রস্তুতি! ঠিক থাক!
আর এই দিকে,
প্রাণ প্রকৃতি ছত্তি ছান হোক,
বন জঙ্গল মহাল সব উজাড় হোক,
শালিক দোয়েল ফিঙে চুড়ুই কোকিলের আবাস নষ্ট হোক।
ঋতু ক্রম এলোমেলো হোক।
হোক ফসলের মৌসুম অনিয়মিত!
তাতে কার কি আসে যায়!
বাতাসের ধোঁয়া, নদীর দূষণ, জমির বিষ বাড়তে থাক।
নদীর স্রোত নাই হয়ে যাক!
ফুল পরাগায়ন আর পাখি সব বিলীন হয়ে যাক!
উঠে যাক ফসলের মাঠে কিষাণ কিষাণীর হাঁসি।
নদীতে ঢেউ থাকুক আর নাই থাকু
ফুল ফুটুক আর নাই ফুটুক!
মুকুল মঞ্জুরি আসুক বা নাই আসুক!
মৃদু বাতাসে পত্র পল্লব দুলিত হোক বা নাই হোক!
লুইচ্চা কবি সব! প্রেমিক সব!
তোমাদের প্রেম প্রতারণা ঠিক ঠাক।
রমণীয় পণ্যে কামনা বাসনা পুর্ণ থাক!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১
অতঃপর হৃদয় বলেছেন: ভাল!
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: অপ্রিয় সত্য....
৪| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলমান সত্যের মতো কবিতাো নি:সঙ্গ পড়ে একাকী!
লুইচ্চা কবি সব! প্রেমিক সব!
তোমাদের প্রেম প্রতারণা ঠিক ঠাক।
রমণীয় পণ্যে কামনা বাসনা পুর্ণ থাক!
সুশীলেরা ব্যাস্ত পরকিয়া আর ধর্ষনের খবরে রসময়তায়!
পদ্মা মেঘনা যমুনার জলে ভাবনা কি
তারা তো পাপজলে ডুবেই আছে যে!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে বাস্তবতা তুলে ধরার জন্য।