নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
দেশ ভালই চলছে।
পানির তলে রাস্তা ভাল আছে, গাতা ছোটই আছে, গাছের ডাইল্লডাও খাড়া করা আছে, সমস্যা নাই।
ফ্লাইওভারে পানি থাকলেও গাতা নাই।
হাতুড়ি দিয়ে পিটাইয়া হাড় ভাংলেও মরে নাই।
হাতুড়িটা দিয়া শালার মাথায় পিডানোর কাম ছিল।
সাত শকুনে মিলে ধরলেও রেপ করে নাই। বেশ্যাগরে খামছাইসে ভালই করছে। নুরু রাজীব্রা আটক হইসে, গুম হয় নাই।
ফিকিন্নির বাচ্চা গুলা এখনো মরে নাই।
বিরোধী এজেন্ট আর দিবার মত ভোট না থাক্লেও সিটি সিলেকশনের নির্বাচন ভালই হইসে, খুনা খুনি হয় নাই।
মিডিয়াও মিরজাফরী করে নাই।
৬ টা ব্যাংক লুট হইসে কি হইসে!
নির্বাচনী বছরের শুরুর ৩ মাসে ১৪ হাজার কোটি নতুন ঋন খেলাপি গেছে কি হইসে!
৪৭% পাশ করা উচ্চ শিক্ষার্থী বেকার, এটা কোন সমস্যা না, নরমাল ঘটনা।
১০ বছরে রাজধানীতে গাড়ীর গতি ২১ কিমি থেকে নেমে ৭ হইসে, শূন্য তো হই নাই।
জিডিপি প্রবৃদ্ধি তো ঠিকই আছে।
সুতরাং পতাকা বিপ্লব থামানোর দরকার নাই, চালায় যান ভাই বোনেরা। জার্মানি আর্জেন্টিনা ব্রাজিল গেছে তো কি হইসে, দলের কি অভাব পড়ছে! নতুন কাউরে লেইঞ্জা ধইরা টানেন। ফুটবল সন্ত্রাসে হাজার খানেক হামলা হলেও ১০ জন মাত্র মরছে, এটারে শতকে নিয়া যান। পত্রিকাওয়ালারাও লগে আছে, আগে বাড়ান ওস্তাদ, ডাইনে বামে ক্লিয়ার।
চালায়া যান আপ্নারা,
দেশ ভালই আছে।
২| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
ফেনা বলেছেন: হায়েনাদের অধিনে চলছে ভালই দেশ
কর্ম তোমার জন্মে নয়; পরিবেশের আদলে।
মিথ্যে করে হলেও-
স্বাধীন দেশে পরাধীন আমরা;
চলছে ভালই দেশ।
৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
সামনে গর্ত পিছনে শিয়াল খুব খেয়াল,খুব খেয়াল!
এবারও বিপুল ভোটে হাতুড়ী মার্কা প্রতীক নিয়ে জয়লাভ করবে, চিন্তার কোন কারণ নাই।
৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: নির্মম পরিস্থিতি। নির্মম নিষ্ঠুর ।
৫| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বড় কথা ৪০০০০ কোটি টাকা যাইতেছে তো কী হইছে? পদ্মা সেতু তো হইতেছে?
৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: দেশ শুধু ভালো না, দেশ উন্নয়নের মহাসড়কে।
চোখ নেই বলে দেখতে পান না।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন ভাল আছে
কেউরে প্রতিবাদ করতে দ্যাখছেন! খারাপ থাকলেতো পরতিবাদ করতো!
কবরের নিস্তব্দতায় প্রশান্তির আভরন
গুম, খুন ক্রশফায়ারের ভয়
আব্বু তুমি কানতেছো যে
সবসময়তো রেকর্ড হয় না!
কত কান্না বিনা রেকর্ডই জলে ভেসে গেছে!
মৃতদেহের স্রোতে মৃতের মতোই দেশ ভালই চলছে!
+++++++