নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।
প্রিয়! কিশোর ও তারুণ্য!
তোমরা তৈরি হচ্ছ দেখে ভালো লাগছে।
নিজেদের কৈশোর ও তরুণ্যে,
আমরা দেশকে কিছু দিতে ব্যর্থ হয়েছি।
আমরা পারিনি! ঘুষ, তদবির, প্রশাসনিক নৈরাজ্য থামাতে,
পারিনি মাফিরা রাজনীতির গুন্ডা তন্ত্রের প্রতিবাদ করতে।
আমরা ব্যর্থ, আবাল, আচোদা, আকাইম্মা।
আমরা বাল।
আমাদের অসচেতনতায় পুলিশ হয়েছে চ্যাটের বাল।
সরকার হয়েছে একদল সাক্ষাৎ লুন্ঠন কারী ডাকাতের চাল।
তোমাদের "বিবেক" হয়ে উঠা "হাতে" উঠে যাক দেশ,
পথ পেয়ে যাবে প্রিয় "বাংলাদেশ"।
আমাদের নির্বাক অপারগতার বিপরীতে তোমরা সবাক।
তোমরা মুক্ত বিহংগ,
তোমরা আলোর সারথি।
তোমরাই আশাজাগানিয়া।
তোমাদের সালাম জানাই।
২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:১২
ঢাবিয়ান বলেছেন: একটা গনজোয়ার যখন তৈরী হয়, তখন উঠে আসে সে দেশের পারিপার্শিক অবস্থা। এই যে পনের ষোল বছরের বাচ্চারা আজ এই জাতীয় ভাষা ব্যবহার করছে, কেন করছে? কারন এই জাতীয় ভাষার সাথেই পুরো জাতির বসবাস। অফিস , আদালত, বাসে, ট্রেনে এমনকি স্কুলে এই অশ্লীল ভাষার যথেচ্ছ ব্যবহার। শিশুরা যা দেখে, শোনে তাই শেখে। কিন্তু আমাদেরই শেখানো এই ভাষা শিশুদের মুখ থেকে শুনে কানে তালা লেগে যাচ্ছে আমাদের, বড় অশ্লীল মনে হচ্ছে ।এই আমাদের মত বড় ভন্ড, কাপুরুষ আর দ্বীতিয়টা নাই।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৩
তাওহিদ হিমু বলেছেন: সুন্দর লিখেছেন। ভাল লাগল
৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: এক নিরুদ্দেশ পথিক ,
হে কিশোর-কিশোরীরা তোমরা তৈরী হয়েছো , এমন তৈরী থেকো আগামীর জন্যেও ।
যে প্রাত্যহিকতার সাথে, যে নষ্টামীর সাথে , যে নৈরাজ্যের সাথে আমরা শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দিচ্ছি জন্ম মূহুর্ত থেকে সেই আমরাই যদি সাধু সেজে তাদেরকে অশ্লীল বলি তাহলে সহ-ব্লগার ঢাবিয়ান এর মতোই বলতে হয় - আমাদের মত বড় ভন্ড, কাপুরুষ আর দ্বীতিয়টা নেই ।
৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
এই দেবশিশুর পদধূলি নিয়ে যাবেন না...
ইনাকেও স্যালাম দিন...