নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়েজ আহমদ তৈয়্যব,ইইই প্রকৌশলী। মতিঝিল আইডিয়াল, ঢাকা কলেজ, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।টেলিকমিউনিকেশন এক্সপার্ট। Sustainable development activist, writer of technology and infrastructural aspects of socio economy.

এক নিরুদ্দেশ পথিক

সমাজের প্রতিটি ছোট বড় সমস্যার প্রকৃতি নির্ধারণ করা, আমাদের আচার ব্যবহার, সমাজের প্রচলিত কৃষ্টি কালচার, সৃষ্টিশীলতা, চারিত্রিক উদারতা এবং বক্রতা, অপরাধ প্রবৃত্তি, অপরাধ সঙ্ঘঠনের ধাঁচ ইত্যাদির স্থানীয় জ্ঞানের আলোকে সমাজের সমস্যার সমাধান বাতলে দেয়াই অগ্রসর নাগরিকের দায়িত্ব। বাংলাদেশে দুর্নীতি রোধ, প্রাতিষ্ঠানিক শুদ্ধিকরন এবং টেকনোলজির কার্যকরীতার সাথে স্থানীয় অপরাধের জ্ঞান কে সমন্বয় ঘটিয়ে দেশের ছোট বড় সমস্যা সমাধান এর জন্য লিখা লিখি করি। আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে কিন্তু দলীয় সীমাবদ্ধতা নেই বলেই মনে করি, চোর কে চোর বলার সৎ সাহস আমার আছে বলেই বিশ্বাস করি। রাষ্ট্রের অনৈতিক কাঠামোকে এবং দুর্নীতিবাজদের সবাইকে তীক্ষ্ণ ভাবে চ্যালেঞ্জ করার চেষ্টা করি। রাষ্ট্র কে চ্যালেঞ্জ করতে চাই প্রতিটি অক্ষমতার আর অজ্ঞতার জন্য, তবে আঘাত নয়। ব্যক্তিগত ভাবে নাগরিকের জীবনমান উন্নয়ন কে দেশের ঐক্যের ভিত্তিমূল মনে করি। ডাটাবেইজ এবং টেকনোলজি বেইজড পলিসি দিয়ে সমস্যা সমাধানের প্রোপজাল দেবার চেষ্টা করি। আমি মূলত সাস্টেইন এবল ডেভেলপমেন্ট (টেকসই উন্নয়ন) এর নিরিখে- অবকাঠামো উন্নয়ন এবং ডিজাইন ত্রুটি, কৃষি শিক্ষা খাতে কারিগরি ব্যবস্থাপনা ভিত্তিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, মাইক্রো ইকনমিক ব্যাপার গুলো, ফিনান্সিয়াল মাইগ্রেশন এইসব ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে লিখার চেষ্টা করি। মাঝে মাঝে চোরকে চোর বলার জন্য দুর্নিতি নিয়ে লিখি। পেশাঃ প্রকৌশলী, টেকনিক্যাল আর্কিটেক্ট, ভোডাফোন।

এক নিরুদ্দেশ পথিক › বিস্তারিত পোস্টঃ

"কথা বলার সময় এখন না"

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ২:৫১

"কথা বলার সময় এখন না"

ফেলানীকে মেরে কাঁটাতারে লাশ ঝুলিয়েছে ভারতীয় সেনা,
আমি চিৎকার করে প্রতিবাদ করতে চেয়েছি,
তুমি বলেছ, এটা চেঁচামিচির সময় না,
প্রতিবেশীর সাথে বন্ধুত্বের আন্তরিক চেষ্টা চলছে।

সাগর রুনীকে খুন করেছে ওরা
সাতটি বছর কেটে গেল! ৬০ বার তারিখ পেছালো,
কোন করুণার মেঘ আজো বৃষ্টি হয়ে স্নাত করেনি, "মেঘ" নামের ছোট্র মানবজমিনে!
আমি আর্তনাদ করিনি সেদিন, তুমি বলেছ
ওরা বাক স্বাধীনতার তরেই কাজ করছে।

তনুকে ধর্ষণ করে পরে মরেছে ওরা,
তুমি বলেছ জলপাই রঙ্গা বাহীনীর বিরুদ্ধে কথা বলো না,
বিডিয়ার হত্যাকান্ডে প্রাণ দিয়েছে ওরা অকাতরে,
তারা ৭১'রে যুদ্ধ করেছে, দেশ প্রেমিক সেনার দল।

ছাত্রলীগ আবু বকরকে ছাদ থেকে ফেলেছে,
তুমি বলেছ তারা ৭১'রের মুক্তি চেতনার ঝাণ্ডা উড়িয়ে
রাজারকারদের ডান্ডা মারছে,
এখন তাদের বিরুদ্ধে কথা বলার মোক্ষম সময় না।

ইলিয়াস গুম হয়েছে, পরে আরো অনেকে,
মেয়ে তার মাতাকে বলে বাবাকে ফিরিয়ে দাও!
তুমি বলেছ সে বিম্পি'র লোক,
তাকে নিয়ে আবার কিসের কথা?

ব্লগার মরেছে, তুমি বলেছ থাক! ওরা তো নাস্তিক!
শাপলায় মরেছে, সাদা পোশাকী কওমি ছেলেরা,
তুমি বলেছ, জঙ্গীবাদ থামানো বেশি জরুরি।
আমি তখন সমাজ রাজনীতির শিক্ষানবীস!

ত্বকীর খুনে লাল হয়েছে শীতলক্ষ্যা, তুমি বলেছে
এই কালো বাহিনী দেশে শান্তি রক্ষায় দুর্বার।
আমি তখনও নির্বাক ভাষাহীন ছিলাম।
তুমি বলেছিলে, আন্দোলন দমাতে
ঢাকার প্রবেশ মূখ বন্ধে বড় মস্তানের বড় দরকার!

গুলি করে গাড়ি সমেত আগুণে পুড়িয়ে ছাই করেছে,
ফেনীর চেয়ারম্যান একরামুলকে, কেউ কিছু বলেনি, আমিও না!
সে না চাঁদাবাজ ছিল!

টেকনাফের কাউন্সিলর একরাম,
স্বয়ং স্ত্রী ও সন্তানকে মোবাইল কলে সংযুক্ত রেখেই গুলি খেয়েছে,
'আব্বু, তুমি কান্না করতেছো যে...''
আমার ভীতরে রক্তক্ষরণ হয়েছে,
তুমি বলছে প্রতিবাদের সেটা সঠিক সময় না,
সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে অভিযান খুব দরকার!

ওরা ব্যাংক সব লুটেছে, পাচার করেছে সব,
লুটের টাকায় দিকে দিকে গড়েছে খুনের বাহিনী,
খুনের চাপাতিতে চলছে নিয়ত শান,
তুমি বলেছ, কটা টাকা বল, কি হবে বলে আর!

আবরার মরেছে রাস্তার বাস চাপায়,
পায়েল বাস চাকায় মাথা থেঁতলে পরে নদীতে,
মা'কে বলেছে ঢাকা ফিরেও ফোনে জানাবে ফিরেই।
কাউসার মরেছে চকবাজারের, সোহেল বনানীতে।
কেউ ফিরেনি, ততদিনে আমি প্রতিবাদের ভাষা ভুলে গেছি,
তুমি বলেছ, মাত্র তো এগারো বছর!
দ্রুতই রাস্তা হবে নিরাপদ!

নুশারাতকে আগুনে পুড়িয়ে মেরেছে খোদ জ্ঞানালয়ে,
তুমি বলছ, থাক ওরা ধর্মের কারিগর! কলংকিত করোনা,
আজও কি হয়নি সেই মোক্ষম সময়ে আমার!
নির্বাক আমাকে নিয়ত তিরস্কার তাচ্ছিল্য করে প্রাণের দাবি,
নির্বোধ অক্ষমতার সে কবর তৈরি হচ্ছে আমরাই সন্নিকটে।

আর তুমি!
খুনের দরিয়ায় বসে, কবিতা লিখছো ভালবাসার!
কি রঙিন আবেদন্ময়ী সে কবিতার কথামালা!
হিরন্ময়ী চাঁদোয়া রাতের মুর্ছনা বাজে তোমার প্রেমে!
ওদিকে খুনিরা দেয়াল গেড়েছে ডিজিটাল আইনে,
প্রতিবাদের সময় আজো হয়নি তোমার,
সংকোচ পেরিয়ে দুরন্ত কথা বলার,
পাপিষ্ঠ সমাজের শিকল ভাঙার,
খুনের কারবালা থামানোর,
কোন পংক্তি নেই তোমার ভাষায়, তোমার কাব্যে,
প্রতিবাদ ও মিছিলের বোধ হারিয়েছে তোমার কবিতা, তোমার জীবন।
শুধু স্বীয় স্বার্থচিন্তায়।

তবে বলি,
ধ্বংসের কেয়ামতে আগুনই হবে শেষ পরিণতি,
তোমার আমার আর তোমাদের সব কবিতার!!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ভায়া!

অসাধারন প্রতিবাদী কবিতায় মুগ্ধতা!

আজ সর্বগ্রাসী মাৎসানায় আঁধার
দিশাহীন আমজনতা!
অন্ধকারে আর আতংকের ভয়ে
নেতৃত্বের ডিহাইড্রেশনে জাতি!

স্বৈরাচারিতার মোকাবেলায় চাই সশস্ত্র বিপ্লব!
নীতি কথা, সুশীল পনা, অপেক্ষা
ধৈর্য, সহ্য সবইতো শেষ হলো
আর কতো?

এবারে চাই বিপ্লব!
রক্ত ঝড়ানো আগুন জ্বালানো
স্বৈরাচারিতা উপড়ে ফেলার প্রত্যয়ে
কাল বৈশাখীর তীব্রতায়।

গুম, খুন আর স্বজন হারাতে হারাতে
জাতি বুঝি আজ কোমায়।
হে বিপ্লবী জেগে উঠো জাগাও
বায়ান্ন একাত্তরের শপথে।

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:

ধ্বংসের কেয়ামতে আগুনই হবে শেষ পরিণতি,
তোমার আমার আর তোমাদের সব কবিতার!!

২| ১২ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৩

করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন। কথা বলার সময় এখন না, আমরা এখন শুধু দেখে যাব একের পর এক মর্মান্তিক মৃত্যু। কিন্তু এখন বলছি না দেখে পরেও কি কখনো বলবো?

এই মৃত্যুর মিছিলে আরেকটি মুখ আমার খুব মনে পড়ে। পায়েল নামে একটি ছেলে। চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে বাস থেকে মাকে ফোন করে বলল, ঢাকায় পৌঁছে আবার ফোন করবে। পৌঁছানোর আগেই বাসের ড্রাইভার, কন্ডাকটার মিলে ছেলেটার মাথা থেঁতলে দিয়ে নদীতে ফেলে দিল..... জানিনা ওর মা এই স্মৃতি নিয়ে কিভাবে বেঁচে আছেন.........

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:

ধ্বংসের কেয়ামতে আগুনই হবে শেষ পরিণতি,
তোমার আমার আর তোমাদের সব কবিতার!!

৩| ১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: সব বলে দিয়েছেন।
সত্য বলেছেন।

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:

ধ্বংসের কেয়ামতে আগুনই হবে শেষ পরিণতি,
তোমার আমার আর তোমাদের সব কবিতার!!

৪| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৫

আখেনাটেন বলেছেন: অসাধারণ। অসাধারণ।

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:


ধ্বংসের কেয়ামতে আগুনই হবে শেষ পরিণতি,
তোমার আমার আর তোমাদের সব কবিতার!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.