নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাতিমা খন্দকার

ফাতিমা খন্দকার › বিস্তারিত পোস্টঃ

গেরিলা

০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩০

অনেকদিন পর মুভি দেখলাম, আপাতত আমার নড়াচড়া সব বন্ধ হয়ে গেছে।
এত ভালবাসা দিয়ে স্বাধীন করা এই দেশটা...
আমরা যে যেভাবে পারছি দেশপ্রেমের দোহাই দিয়ে ইচ্ছেমত দেশটাকে দলিয়ে যাচ্ছি। রাজনীতির অসংখ্য গ্রুপ, আমি ওরে মাইরা লামু ও আমারে গিল্লা ফালাইব এই রকম কতশত expression.
একসাথে যুক্তি করে দুইজন তেতুল চুরি করতে গেলে একজন গাছে উঠে আরেকজন নিচে দাড়ায়া পাহারা দেয়। অতপর গাছের মালিক চলে আসলে নিচের জন উপরের জনরে ফালাইয়া ই দৌড়ায়। আরেকজনের জন্য আমাদের একজনের এত sacrifice.
আমরা এত্ত ভালবাসি দেশটারে যে কিছু হইলেই দেশের বাপ দাদা চৌদ্দগোষ্ঠীরে গালি দিয়া উদ্ধার কইরা ফালাই। আরে ভাই আপনি-আমি-সে-তুমি ultimately আমরা মিল্লাইতো দেশের জনগন। মঙ্গল থেইকা এলিয়েন আইসা নিশ্চয় এখানে হট্টগোল করেনা। আমরা যদি শুধু নিজেরা নিজেদের দায়িত্বগুলো ঠিকমত পালন করি তাইলেই সব ঠিক হয়ে যায়।
আজকের এই বাদলা দিনে বৃষ্টির ছোয়ায় মনটাকে একটু ভিজিয়ে নিয়ে ঠান্ডা জলীয় বাষ্পে স্বপ্ন গুলো এলিয়ে দিয়ে আরেকবার দুচোখ মেলে হাটতে শুরু করে দিয়ে দেখি না কি হয়... :-D

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

দয়ালু বলেছেন: আজকের এই বাদলা দিনে বৃষ্টির ছোয়ায় মনটাকে একটু ভিজিয়ে নিয়ে ঠান্ডা জলীয় বাষ্পে স্বপ্ন গুলো এলিয়ে দিয়ে আরেকবার দুচোখ মেলে হাটতে শুরু করে দিয়ে দেখি না কি হয় দারুণ লাগলো এইটুকু

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো । পোস্ট দুইবার এসেছে ।

শুভেচ্ছা :)

৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

ফাতিমা খন্দকার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :-D
& দুবার কেন আসল বুঝতে পারছি না, দুঃখিত :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.