![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপচে পড়া সুখ
আর মাধবীলতার বাতাসে হিল্লোল
আমার মনকে করছে অনিন্দ্য সুন্দর
যেন মেদনীর সব সুখ আমার কেনা।
কাউকে ভাগ দিবনা সে সুখের
আমার রাজ্যে আমি হাড়িয়ে যাব
বিশাল রাজ্য, তার প্রজাহীন রাজা আমি
কি তুষ্টি আমার তা কেউ বোঝেনি।
মাথার উপরে নীল মেঘমুক্ত ছাউনি
পুরো ভূমন্ডল জুড়ে বাতাসের শুনশান ধ্বনি
সবুজের গালিচা মোড়ানো বিস্তৃত তৃণভূমি
তার মাঝে শুধু একলা আমি।
দিনের পর রাত আসে
সে রাতের আবার প্রভাত আসে
রূপালী রোদের আলো ভাসে
এত মায়াময় কেন এ ধরিত্রী।
তবুও আমার সময় ফুরিয়েছে
আমাকে এখন ফিরতে হবে
আমার কোন কষ্ট নেই
সব চাওয়া পূরণ হয়েছে
তাই আমি এখন বিদায় নিতে চাই
কবি নজরুলের মত করে
আর আসবনা আমি তোমাদের ধারে।।
-ফাতিমা খন্দকার
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪০
কলমের কালি শেষ বলেছেন: ভাল লেখনী ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯
ফাতিমা খন্দকার বলেছেন: কষ্ট করে সময় নষ্টের জন্য ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা রইল