![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রোজই স্বপ্ন দেখি, আপনিও দেখেন, সেই ৩৪ জনও দেখতেন। বাসে বসে মৃত্যুর আগ মুহূর্তটা পর্যন্ত দেখেছেন। কিন্তু এখন আর উনারা স্বপ্ন দেখেন না তবুও আপনি আমি দেখছি। একট সময় পর আর দেখব না। এই ছোট ছোট আকুতিগুলো তখন আর থাকবে না...
মৃত্যু নিশ্চিত জেনেও আমাদের এত স্বপ্ন দেখা, ছেকা খাওয়ার পর আবার নতুন আরেকটা প্রেম করা, অন্যের ঘাড়ে পা রেখে উপর তলায় উঠে যাওয়ার প্রচেষ্টা, ছোট্ট একটু ত্যাগে বিশাল অনীহা...চাপা দীর্ঘশ্বাস...
আল্লাহ কেন মানুষের মাঝে মায়া ভালবাসা জিনিসগুলো দিয়েছেন জানিনা। যারা চলে গেছেন তাদের চাওয়াগুলো শেষ, আর কোন অভিযোগ নেই তাদের অথচ সেই পরিবারগুলো হাহাকারে জর্জরিত। সাধারনত যেকোন দূর্ঘনটার জন্য চালককে দায়ি করা হয় যেটার সাথে আমি একমত নেই। যদি এখানেও চালক বেচে থাকতেন তাহলেও নতুন কোন তদন্ত কমিটি কাজ করত পিছনে জড়িতদের ধরতে। আসলে পুরোটাই রিজকের অন্তর্গত, যেখানে যার মৃত্যু অবধারিত সেখানেই তার পৌছাতে হবে। যতই final destination e মিথ দেখানো হোক না কেন। আমরা সবাই এভাবে করে জীবনের কাছে হার মানব কোন একদিন...
তবুও আজ রাতের শেষ স্বপ্নটা দেখা কাল যেন ল্যাবে আজকের মত বাঁশটা না খাই :-(
আর যেন এমন কোন দূর্ঘনটার খবর শুনে শিওরে উঠতে না হয়...
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আর যেন এমন কোন দূর্ঘনটার খবর শুনে শিওরে উঠতে না হয়...
জানি এরকম আশা করে লাব নেই তারপরেও আমরা আশায় বোক বাধী। আল্লাহ আমাদের সকল দূর্ঘটনা থেকে রক্ষা করুন। আমিন।।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
নুর ইসলাম রফিক বলেছেন: কি সপ্ন বলা যাবে..................