নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাতিমা খন্দকার

ফাতিমা খন্দকার › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের রক্তিম শুভেচ্ছা...

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

তোমরা যারা মানিব্যাগে দেশপ্রেম নিয়া ঘুরো অথবা যারা পেটের সামনে ঝুলন্ত বিশাল ভুরিটাতে দেশপ্রেম নিয়া ঘুরো অথবা টেবিলের নিচে দেশপ্রেমরে লুকাই রাইখা নাক উচা করে দাড়াও তাদের সবাই দেশপ্রেমিক। খালি আমিই বাদ পইড়া যাই মনে হয় এই লিস্টটা থেইকা।
সারাদিন সার্ভের পর যখন শুধু সমাবেশের কারনে ধানমন্ডি ৩২ থেকে হেটে আজিমপুর পর্যন্ত আসতে হয় তখন আর দেশপ্রেম দেখাতে ইচ্ছে হয়না। তখন কষে একটু সরকারকে গালি দিতে ইচ্ছে হয়। যে দেশ স্বাধীনতার ৪৩ বছর পরও শুধুমাত্র ট্রাফিক জ্যামের সমাধান করতে পারলনা সে দেশের বিজয় দিবস উদযাপন কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নাই...
ভালবাসার কিছু কিছু জায়গা থাকে যেখান থেকে আসলেই বের হওয়া যায় না। অনেক অভিমান, রাগ, ঘৃণা নিয়ে ফিরে আসলেও বারবার সেখানেই ফিরে যেতে হয়।
তাই এতকিছুর পরও কেন জানি ভালবাসি এ দেশটাকেই, প্রতিটা ক্রিকেট ম্যাচের দিন নড়াচড়া বন্ধ করে চিৎকার দেই আজ বাংলাদেশ জিতবে রে, হিমালয়ের চূড়ায় ওয়াসফিয়া নাজরিনকে দেখলে আপাদমস্তকে শিহরন উঠে যায় আমরা পারব রে, রানা প্লাজার ধ্বংশাবশেষে বন্ধুদের উপচে পড়া দেখলে মনে হয় আমরা আগের মতই আছি...
হে তবুও ফিরে আসি প্রতিবার এই দিনটাতে অনেক রাগ, কষ্ট, অভিমান আর ভালবাসা নিয়ে- বিজয়ের অসংখ্য আলাপন আর ছোট্ট মেয়েটির হাতের টুংটুং মনে করিয়ে দেয় আমাদের আরেকটাবার স্বপ্ন দেখার সময় হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে না লোকাল বাসে ঝুলে ঝুলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.