নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাতিমা খন্দকার

ফাতিমা খন্দকার › বিস্তারিত পোস্টঃ

অামি নারী........

১৫ ই মে, ২০১৫ বিকাল ৪:১৬

নারীর ক্ষমতায়ন নামক বিশাল বিশাল সম্পাদকীয় গুলো সবসময়ই চোখে পড়ে। প্রতিটা দৈনিকে এ নিয়ে একটা আলাদা পাতাও থাকে। নারীকে সবরকম স্বাধীনতা দিয়ে, সমান অধিকার দিয়ে, লোকাল বাসে ৫টা আলাদা সিটের ব্যবস্থা করেও চেষ্টা করছে এই পুতুলসদৃশ জাতিটার ক্ষমতায়ন করার।
কিন্তু হচ্ছেনা, গলদটা তাহলে কোথায়।
তাকে সবধরনের লোভ দেখিয়ে রাস্তায় বের করা পর্যন্তই যেন সেই হাসিনা সরকার আর তার অনুগত আধাসরকারী বাহিনীর কাজ শেষ। তারপর সেই রাস্তায় কুত্তা, তেলাপোকা আর গিরগিটিদের সমবায়ে একত্রে করা ধর্ষন আর নির্যাতন গুলোর কোন বিচার কোনদিনও হয়না। সামারুখদের হত্যার বিচার হয় না, রুনীদের হত্যার বিচার হয়না, ফেলানীদের হত্যার বিচার হয় না, ২৩ টুকরা হয়ে যাওয়া মেয়েটার হত্যার বিচার হয়না, বিবস্ত্র হয়ে যাওয়া মেয়েটার অপমানের বিচার হয়না।
দোষটা যেন আমিই করেছি এমনভাবেই বারবার প্রতিটা লোকালয়ে গেলে আমাকে চোখগুলো জোর করে ভিজিয়ে আসতে হয়। আমি যেখানেই যাই আমাকে সেখানেই অপরাধী করা হয়।
হ্যা আমি যে নারী...
এই কালবৈখীতে ঝড় সয়ে বুঝিয়ে দিব আমিও পারি...
ইনশাআল্লাহ সময় আসবে, যখন আর আমাকে তোমাদের ভয়ে মশা মারতে হবেনা। জি তাই... সময় আসবেই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.