নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল আই

ফয়সাল আই › বিস্তারিত পোস্টঃ

এখনই সময় কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪২

ঢাকার জনবহুল এলাকার অন্যতম ব্যবসাকেন্দ্র চকবাজার। অলিগলি, সরু রাস্তা, ঘনবসতির মধ্যে মানুষ এবং কেমিক্যালের একত্রে বসবাস। পুরান ঢাকার মত কেমিক্যালের সাথে বসবাস পৃথিবীর আর কোথাও নেই একথা নিশ্চিত করে বলা যায়। কেমিক্যালের ভয়াবহতা কতটা আমরা ২০ ফেব্রুয়ারি তা দেখেছি। তরতাজা ৭৮ টি প্রান ঝড়েগেলো কেমিক্যালের ভয়াবহতার কারনে, এতটা প্রানহানি হতনা যদি কেমিক্যাল এর গোডাউন এখানে না থাকত। এর থেকেই ভয়াবহতার মাত্রাটা ছড়িয়ে পড়েছিলো বেশি যে কারনে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে। পুরান ঢাকার ব্যবসায়ীদের একটি অংশ কেমিক্যাল ব্যবসার সাথে যুক্ত। যারা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয় করেন। এগুলোর গ্যাস, বিদ্যুৎ লাইন গুলোর অবস্থাও বিপদ সংঙ্কুল অবস্থায় রয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এসব কেমিক্যাল সামান্য আগুনের স্পর্শ পেলেই কতটা ভয়াবহ হতে পারে চকবাজারের আগুন সেটাই আমাদের দেখিয়ে দিলো। এগুলো দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন কারন এখানে আবাসিকের মত এলাকায় যেখানে মানুষ বসবাস করে সেখানে এই কেমিক্যালের গোডাউন থাকাটা কতটা ভয়াবহ তা চকবাজারের ঘটনা থেকে অনুমান করা যায়। আবাসিক এলাকা অালাদা রাখা এবং কেমিক্যালের জন্য আলাদা জায়গা করে দেয়াই এখন একমাত্র দাবি। দুইটি দুই জায়গায় রাখলে এরকম প্রানহানি ঘটার সম্ভাবনা কমে যাবে। আমাদের আর এই রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হবে নাহ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: সরকার আশা করি কঠিন ব্যবস্থা নিবে।

২| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৪

মাহমুদুর রহমান বলেছেন: এমন কথা বহুজনেই বলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.