![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাঙটি কেন মারা গেল?
একটি পাত্রে একটি ব্যাঙ
নিয়ে তাতে পানি দিয়ে গরম করতে শুরু করুন।পানির
তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটি তার
শরীরের তাপমাত্রার সামঞ্জস্য করতে শুরু করবে।
যতই বাড়বে ততোই পানির তাপমাত্রার সাথে নিজের
তাপমাত্রার সামঞ্জস্য করতে থাকবে। ঠিক যখন
পানি ফোটার তাপমাত্রায় পৌঁছবে তখন আর সে ওই
তাপমাত্রার সাথে মানিয়ে নিতে পারবে না।ওই
তাপমাত্রায় সে লাফ দিয়ে পাত্রের বাইরে আসার
জন্য চেষ্টা করবে।কিন্তু সে তা আর পারবে না,
কারণ সে তার সকল শক্তি পানির তাপমাত্রার
সাথে মানিয়ে নিতে ব্যয় করে ফেলেছে।এর খুব অল্প
সময়ের মধ্যে ব্যাঙটি মারা যাবে।
ব্যাঙটি কেন মারা গেল? অনেকেই উত্তর দিবেন
পানির উচ্চ তাপমাত্রার জন্য।
কিন্তু ব্যাঙটি মারা গিয়েছে এই
কারণে যে, - - কখন লাফ দিয়ে বের হতে হবে সঠিক
সময়ে তার সিদ্ধান্তে না আসতে পারার জন্য।
কপি পেস্ট
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
মদন বলেছেন: মজার এবং শিক্ষনীয়। সহ্য করতে হলেও মাত্রা রেখে সহ্য করতে হবে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
শান্তির দেবদূত বলেছেন: চমৎকার পোষ্ট !
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
তৌহিদ জামান73 বলেছেন: ভাল... খুব ভাল
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এস বাসার বলেছেন: হুম, তাইতো! আমার অবস্থা আর কি!!!
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
টুনা বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে খুব ভাল উপদেশ মুলক পোস্ট। যাদের জন্য তারা এর থেকে শিক্ষা নিলে ভাল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভাল থাকবেন নিরন্তর।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাঙটি মারা গিয়েছে এই
কারণে যে, - - কখন লাফ দিয়ে বের হতে হবে সঠিক
সময়ে তার সিদ্ধান্তে না আসতে পারার জন্য।
আহা ব্যাঙ!!!! ব্যাং ব্যাং ...
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
গরম কফি বলেছেন:
হুম...
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
মহিসন খান বলেছেন: হমম
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১
প্রবাল ক্ষ্যাপা বলেছেন: এর থেকে শিক্ষা নিলে ভাল।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
সাদা রং- বলেছেন: ব্যাং মারা গেল কই? ব্যাং তো পেটের উপর হাত রেখে ঘুমাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
হেডস্যার বলেছেন:
মজার পোষ্ট