| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট একটি মেয়ে একদিন তার
বাবাকে বলল,
বাবা জানো, আজকে আমার টিচার
আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার
বাবা কি করেন?”
--তুমি কি উত্তর দিয়েছো মামনি? --আমি বলেছি, “আমার বাবা চকলেটের
ফ্যাক্টরিতে কাজ করে। তাই অফিস
থেকে ফিরবার সময় আমার জন্য
অনেক চকলেট
নিয়ে আসে। আমার বাবা আইস্ক্রিমের
দোকানেও কাজ করে। কারণ আমি যখন যে ফ্লেভারের আইস্ক্রিম
খেতে চাই, সেটাই
এনে দেয়।
আমার বাবার একটা পুতুলের দোকানও আছে। সেখান
থেকে বাবা আমার
জন্য টেডি বিয়ার নিয়ে আসে। বাবা আপনার
মতো টিচারের কাজও করে। আর
আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করে।
আমার বাবা সারাদিন অনেক কষ্ট
করে...”
আমি ঠিক বলেছি না বাবা?? বাবা তার পুতুলটিকে শক্ত
করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, “হ্যাঁ মামনি, ঠিক বলেছো।”
মেয়েরা যতই বড় হোক না কেন,
সারাজীবন বাবার রাজকন্যা হয়েই
থাকে.....
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
তাসজিদ বলেছেন: ছোট হয়ে গেল। আরেকটু বড় হলে ভাল হত।
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
অংকনের সাতকাহন বলেছেন: সুন্দর।
৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
ফয়ছাল আহমেদ বলেছেন: ধন্যবাদ সবাই কে পড়ার জন্য ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বোকামন বলেছেন: ভিতরে ডাহারলাই ধইন্যবাদ
ভালো লেখছেন পিতা-মাতার কাছে তার সন্তানই অমূল্য রতন