| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( Google Web Cache )
গুগল search engine তার কাজ করার সুবিধার্থে অনলাইন
এ যতসব পেজ আসে তা সেভ করে রাখে । মনে করেন
আপনাকে আমি
৫টি ওয়েব অ্যাড্রেস দিলাম এবং বললাম এখান থেকে ১০ জন
ব্যাক্তি আপনাকে প্রশ্ন করবে এবং উত্তর
গুলি আলাদা আলাদা পেজ এ আছে। এখন
যদি আপনি একটি ট্যাব এর মধ্যে কাজ সারতে চান
তাহলে আপনাকে একটি পেজে বারবার নতুন
করে ঢুকতে হবে যা ঝামেলাদায়ক। এখন যদি আপনি ৫ টি আলাদা ট্যাব এ প্রত্যেক টি পেজ খুলে রাখেন
তাহলে আপনি অনায়েসে যে কোন সময় যে কোন প্রশ্নের উত্তর
দিতে পারবেন। ঠিক একই ভাবে গুগল সার্চ ইঞ্জিন কাজ
করে থাকে । গুগল কে যখন আপনি কোন প্রশ্ন করেন অর্থাৎ
কোন কিছু সার্চ করেন তখন সে পৃথিবীর প্রত্যেক ওয়েব
পেজে আপনার প্রশ্নের উত্তর খুঁজে , একবার চিন্তা করুন যদি তার কাছে পেজ গুলো আগের থেকে সেভ
করা না থাকতো তাহলে তাকে প্রত্যেকটি পেজে নতুন
করে ঢুকতে হতো ফলে আপনার উত্তর পেতে অনেক সময়
লাগতো । তাই যখন কোন নতুন ওয়েব পেজ তৈরি করা হয়
সঙ্গে সঙ্গে গুগল তার cache মেমোরি তে সেভ করে রাখে ।
আপনাদের অনেকেই cache
মেমোরি সমন্ধে ধারনা আছে যাদের নেই তাদের
কে বলছি এটি একটি অস্থায়ী মেমোরি ব্যাবস্থা ।
এখানে রাখা তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় । যেমন
আপনি ৫ টি ট্যাব খুলে রাখছেন এখন যদি আপনি একটি ট্যাব
বন্ধ করে দিন তাহলে সেই ট্যাব এ যে পেজ ছিল তা কি আর আপনি দেখতে পারবেন । ঠিক এইরকমেই হলো cache
memory যেখান থেকে তথ্য খুব সহজেই মুছে ফেলা যায় ।
এখন আসল কথায় আসি , এর
মাধ্যমে আমরা কি লাভ পেতে পারি ??????????
-----------------------------------------------
মনে করুন , সকাল ৯:৩০ এর সময় প্রথম
আলো ব্লগে দুর্নীতি নিয়ে গোপন তথ্য ফাঁশ হয়ে গেছে । কিন্তু
সরকার ৯:৩১ এর সময় তা টের পেলো এবং তৎক্ষণাৎ সেই
পোস্ট টি ডিলিট করার জন্য মডারেটরকে নির্দেশ
দিলো এবং মডারেটর
৯:৩২ এর মধ্যে তা ডিলিট করে দিলো । এখন
মনে করি আপনি কোন ভাবে এই বিষয় সমন্ধে ৯:৩৩ এ
জানতে পারলেন কিন্তু কোন ব্লগে দিয়েছে তা জানেন
না ,তাই আপনি গুগলের সাহায্য নিলেন এবং লিঙ্ক
টি খুঁজে পেলেন কিন্তু ভিতরে ঢুকে দেখেন 404 not found
। কারন এক মিনিট আগে পোস্ট টি ডিলিট করে দেওয়া হয়েছে ( অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এক
মিনিট পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে তারপরও গুগল
কিভাবে খুঁজে পেলো । এর কারন হলো পোস্টটির জন্মের
পরপরেই তা গুগল cache server এ সেভ হয়ে গেছে এবং এখান
থেকে গুগল সার্চ করে থাকে )। এখন
কোনভাবে যদি আমরা cache server এ ঢুকে ঐ পোস্ট টি দেখতে পাই তাহলে কেমন হতো !!!!!!
এখন আমরা তাই দেখব .....................
এর জন্য বেশি কিছু করা লাগেনা
অ্যাড্রেস বারে গিয়ে লিখুন http://
webcache.googleusercontent.com/search?
q=cache:http://www.এখানে আপনার অ্যাড্রেস.com
এখন দেখুন মজা ।
এছারা অনেক সময় অনেক জনপ্রিয় ওয়েবসাইট এর server
down থাকে তখন ও আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন
।
![]()
@@faysal@@
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
বটের ফল বলেছেন: দারুন পরামর্শ। অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
ফয়ছাল আহমেদ বলেছেন: ধন্যবাদ comment করার জন্য গুগল এর সাথে লিঙ্ক? মানে বুজলাম না
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
ফয়ছাল আহমেদ বলেছেন: আর হে ঐ এররর জন্য আপনার হোস্টিং Company এর সাথে যোগাযোগ করুন ora fix kore dibe ata may b server a problem
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
সাদা রং- বলেছেন: কাজের পোস্ট
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সঞ্জয় নিপু বলেছেন: ধন্যবাদ আপনার এখান থেকে কোন উপযুক্ত সাহায্য পেলাম না ।
"আপনাদের সেবায় আমি ২৪/৭ নিয়োজিত" ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
সঞ্জয় নিপু বলেছেন: আপনার সুন্দর এই পোস্টের জন্য ধন্যবাদ ।

আমার ওয়েব সাইটে একটা সমস্যা আছে দেখুন না কিছু করা যায় কিনা। খুব উপকার হবে ।
http://www.creationanddesignbd.com
এটাতে প্রবেশ করা যাচ্ছে কিন্তু যখনি আমি ওয়েব মেইলে ইউজার নেইম এবং পাস দিয়ে প্রবেশ করি তখন নিচের ছবির লেখাটি শো করে । পারলে সমাধান দিবেন প্লিজ । আমার স্পেস ৫০ মেগা ।
এই ওয়েবের মেইল একাউন্ট গুগল এর সাথে কি লিঙ্ক করা যাবে ? গেলে কিভাবে করা যায় জানাবেন প্লিজ।