| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের লোকজন
মদিনা সনদ নিয়ে খুব লাফালাফি করতেছেন।
যেমনঃ কয়েকদিন আগেই
আওয়ামী আইনজীবী ব্যারিস্টার
তানিয়া আমির মদিনা সনদ
নিয়ে বিবৃতি দিয়েছেন। আজ
স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বলে ফেলেছেন,
দেশ চলবে মদিনা সনদ অনুসারে। হটাত করে মদিনা সনদের প্রতি তাঁদের
ভালোবাসা কেন উপছে পড়লো এই নিয়ে ব্যাপক
চিন্তায় পড়ে গেলাম। নিশ্চয়ই এর ভিতরে কোন
রহস্য লুকায়িত আছে। অবশেষে যেটা আবিস্কার
করলাম সেটা হলোঃ “মদিনা সনদে মোট ৫৭ টি ধারা আছে।
সেখানে বিভিন্ন গোত্রের ও ধর্মের
মধ্যে সম্প্রীতিসহ বিভিন্ন বিষয়ের
কথা উল্লেখ থাকলেও কোথাও তত্ত্বাবধায়ক
সরকারের কথা উল্লখে নাই।”
তো এবার বিএনপি-জামাতের খবর আছে। কারণ
তারা তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলে খুব
লাফালাফি করতেছিলো। তো এবার
তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই
তাঁদেরকে মদিনা সনদ অবমাননার মামলায়
গ্রেপ্তার করে জেলে ঢুকানো হবে কারণ মদিনা সনদের কোথাও তত্ত্বাবধায়ক
সরকারের কথা উল্লেখ নাই।
ইতিমধ্যে মাহমুদুর রহমানকে ধর্মীয়
অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে গ্রেপ্তার
করে রিমান্ডে নেওয়া হয়েছে।
সো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলার
আগে বি কেয়ারফুল।
আওয়ামী লীগ আসলেই একটা সেইরাম
বুদ্ধিমানদের দল।
![]()
©somewhere in net ltd.