নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

আইনের শাসন নাকি ন্যায়ের শাসন?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৬

জনাব ত্রিভুজের একখানা ব্লগে যাহা সি.এস.বি চ্যানেল বন্ধ করিবার প্রতিবাদে রচিত তাহাতে বিভিন্ন মন্তুব্যে এক সম্মানীয় ব্লগার জনাব ‘কিন্তু কি’ আইনের শাসনের কথা খুব জোরের সহিত কহিযা়ছেন। উক্ত ব্লগে মন্তব্য করিতে চাহিয়াছিলাম কিন্ত তাহা সীমা ছাড়াইয়া কয়েক ক্রোশ অতিক্রম করিতেছিলো বলিয়া আলাদা একখানা পোষ্ট রচিবার প্রয়াস চালাইলাম। আশা করি এই গোস্তাকি ক্ষমা করিয়া দিবেন জনাব।



জনাব ‘কিন্তু কি’ উদাহরণ দিযা়ছেন র্যাংস ভবন ভাঙিবার যেথা আইনের শাসন বিজযী় হইযা়ছে। কিন্তু জনাব, ইছামতি গ্রামের বক্কর মিযা়র চা এর দোকানখানি ভাঙিযা়ও এই সরকার আইনের শাসন কাযে়ম করিযা়ছেন যাহা জনাব বক্কর মিযা় ভিক্ষার থলি লইযা় দ্বারে দ্বারে ঘুরিবার পথ প্রশস্ত করিযা় দিযা়ছে যেন ‘সকাল বেলার আমির ফকির সন্ধ্যাবেলা‘ বচনখানির যথার্থতা প্রমাণ পাওযা় যাইতেছে। সুতরাং আমরা কি শিক্ষা পাইলাম - আইনের শাসন কাযে়ম করিতে হইবে সে ন্যায় হোক আর অন্যায় হোক।



সর্বজনাব@এখন আপনাদিগের নিকট জিজ্ঞাসা - ন্যাযে়র শাসন চাহিবো নাকি আইনের শাসন চাহিবো?

মন্তব্য ৫ টি রেটিং +১/-২

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৩

সোনার বাংলা বলেছেন: লেখা তো পড়া যাচ্ছে না!
ভাই কি করুম কন?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২১

ফজল বলেছেন: জনাব সোনার বাংলা@ রচনাখানি কি পঠনযোগ্য নহে নাকি শব্দগুচ্ছ সঠিকরূপ দৃশ্যমান নহে?

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৩

কিন্তু কি বলেছেন: শব্দগুচ্ছ সঠিকরূপ দৃশ্যমান নহে

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৩

কিন্তু কি বলেছেন: শব্দগুচ্ছ সঠিকরূপ দৃশ্যমান নহে

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: বস, একটা কথা কই মাইন্ড খাইয়েন না ফ্রীতে, আপনে একটা ডিমের দুকান দেন। আপনের লেখায় এত ডিম দেইখা আমার এই সাজরাইতে পুচ খাইতে মন চাইতেছে। চিন্তা কইরেননা ডিম কিনলে আমি আপনের দুকান থিকা ডজন দরে কিনমু, তয় বাকীতে। পরে আবার বাকীর টাকা চাইয়া লজ্জা দিবার পারবেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.