![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি কি সুবিধার জন্য Gom Player ব্যাবহার করি
* Bright, contrast এবং Sharpness বাড়ানো কমানোর সুবিধা। অন্য প্লেয়ারগুলোতেও থাকে। তবে Gom Player এর Control Panel অন্যগুলোর তুলনায় (যেমন KMplayer) ব্যবহার করা বেশ সহজ।
* Audio - Video synchronization. অনেক সময় দেখা যায় ভিডিওর সাথে অডিও মিলে না। এক্ষেত্রে Audio skew করে সহজেই ভিডিওর সাথে অডিও মিলিয়ে নিয়ে সমস্যা দূর করতে পারেন।
* Subtitle নিয়ে যা খুশি তাই করতে পারেন। যদি Subtitle ভিডিওর সাথে না মিলে তাইলে ঠিক অডিওর মতই মিলিয়ে নিতে পারেন। Subtitle এর Font এর সাইজ বড় ছোট করতে পারেন। পজিশন চেঞ্জ করতে পারেন।
* অনেক সময় ডিভিডির অডিও সাউন্ড বক্সের সাথে খাপ খায় না। ফলে অডিও আসে একটু বিরক্তিকর। ডায়লগ বললে সেগুলো আসে ফিসফিস করে, কিন্তু যেই একশন শুরু হয় সাথে সাথে ধুরুম ধারুম শব্দে কানে তালা লাগার যোগাড় হয়...... ফিসফিস - ধুম ধাম - ফিসফিস - দিড়িম ধুরুম......এ সমস্যা দূর করার জন্য Gom player এর Preference এ যান। এরপর Audio তে গিয়ে "Normalizer" enable করে দিন।
* Ctrl + Numpad (4, 5, 6, 8, 2) এ চাপ দিয়ে সহজেই ভিডিও উপরে নিচে ডানে বায়ে যেদিক ইচ্ছা সংকোচন প্রসারণ করতে পারবেন।
* Preference > General > Mouse/Keyboard এ গিয়ে Short Cut Key গুলি নিজের পছন্দমত বাছাই করতে পারেন। যেমনঃ Screen এ Double Click করলে যেন Full screen হয় এজন্য আমি Mouse এ গিয়ে Left Button - Double Click এর ঘরে Full Screen /Restore দিয়ে রেখেছি।
আরো অনেক সুবিধা আছে। উপরের সুবিধাগুলো আরো অনেক প্লেয়ারেই (যেমন - KMplayer) থাকতে পারে। তবে Gom Player এর অনন্যতা হল এর সহজ Control Panel এবং Interface। এর নিজস্ব Built in Codec আছে। তবে K-lite codec এর সাথে এটি কাজ করে ভাল। যে কোন Format চলবে। শুধু rm, rmvb (real media file) চালানোর জন্য Real Alternative নামের আরেকটি Codec লাগবে।
২| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:০০
মিআমি বলেছেন:
হ ভাই, আমার পিসি ফরমাট করার সময় Gom player , দিয়েছে বেশ ভালই।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
বাড়তিকিছু জানতে পারলাম।
৩| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৭
হায়রে দুনিয়া বলেছেন: ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলে ভাল হইত। আমি দিয়ে দিলাম।
ডাউনলোড করুন এখান থেকে ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ২:২২
নিশাচর নাইম বলেছেন: VLC বেস্ট...গোম এ অনেক সময় .mkv ফাইল সাপোর্ট করেনা...
এখনকার বেশিরভাগ ফ্রি মুভি .mkv ফরম্যাট এ করা...
আমার কাছে VLC টাই বেস্ট মনে হইছে...
VLC ডাউনলোড এইখানে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৯
কানু বলেছেন: ডাউনলোড লিঙ্কটা দেন