![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটে চলা বেশ জ্যামিতিক।
কারো বেলা এক সরলরেখা
কারো বৃত্তাকার,
যেনো বেলা শেষে বাড়ি ফিরে আসা
অথবা, প্রতীক্ষা হারানো প্রেমিকার।
সবারই ছুটে চলা বেশ জ্যামিতিক
শুধু আমার বেলা নিয়ত বিপরীত,
স্মৃতি থেকে গন্তব্য মুছে যাচ্ছে
মুছে যাচ্ছে নাম'সহ নারী,
যেন লাইন থেকে ছিটকে পড়েছে
বীভৎস ট্রামগাড়ি।
আমার ছুটে চলা
নাম'সহ নারীর মুছে যাওয়া বেশ সাংঘর্ষিক জ্যামিতি।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ধন্যবাদ ভাই স্কেচ।
২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সবারই ছুটে চলা বেশ জ্যামিতিক
শুধু আমার বেলা নিয়ত বিপরীত,
স্মৃতি থেকে গন্তব্য মুছে যাচ্ছে
মুছে যাচ্ছে নাম'সহ নারী,
যেন লাইন থেকে ছিটকে পড়েছে
বীভৎস ট্রামগাড়ি।
সুন্দর! সুন্দর!!
প্রথম ভাললাগা।
+++++
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ধন্যবাদ শোভন।
+++++ নিলাম।
৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
শ্রাবণ জল বলেছেন: আমারটা বক্র রেখা
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ভালোভাবে চেয়ে দেখ আমার মনে হয় তোরটা হিজিবিজি টাইপের কিছু।
৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৯
মামুন রশিদ বলেছেন: আমার ছুটে চলা
নাম'সহ নারীর মুছে যাওয়া বেশ সাংঘর্ষিক জ্যামিতি।
বাহ, চমৎকার ।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আসলেই সাংঘর্ষিক
৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
জাকারিয়া মুবিন বলেছেন:
সুন্দর ।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই।
ভালো থাকবেন।
৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
শ্রাবণ জল বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ফজলে আজিজ রিয়াদ বলেছেন:
৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা০০৭
ভালো থাকবেন
৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: একজন আরমান বলেছেন দুর্দান্ত আর আমি বলছি লজ্জা দিবেন না আরমান ভাই। :>
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
পেন্সিল স্কেচ বলেছেন: অসাধারন লিখছেন ,ভালো লাগল ++++++++++