নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাথিং মাচ। আপাতত বেকারত্বের অভিশাপে জর্জরিত ^_^

ফজলে মাহ্‌বুব জয়

ফজলে মাহ্‌বুব জয় › বিস্তারিত পোস্টঃ

কেউ টাকা নিয়ে আসেনি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

কেউ টাকা নিয়ে আসেনি। তবুও আজ বাংলাদেশ দেখল নতুন এক অধ্যায়। ৭১, ৯১ এর পর ১৩ এর অভ্যুথান। কেউ টাকা নিয়ে আসেনি। তাও বাংলাদেশ দেখল জনসমুদ্রের ঢল। কেউ কিন্তু টাকা নিয়ে ঢলে নামেনি। চিৎকার করে রাজাকারের ফাসি চাইল উত্তাল জনতা। কেউ টাকা নিয়ে চিৎকার করেনি। মশাল মিছিল হিলিয়ে দিল রাজপথ। কেউ টাকা নিয়ে মিছিলে যায় নি। মোমবাতির আলোয় আলকিত হল রাজপথ। কেউ টাকা নিয়ে আলো দেয়নি। রাজপথ মুখরিত হল ৭১ এর গানে। কেউ টাকা নিয়ে গান গায়নি।



কেন এরকম হয়েছে জানেন? জাতির ঘুমন্ত বিবেক জেগে উঠেছে। জাতি আজ জাগ্রত। জাতি আজ ন্যায্য দাবি আদায়ে মুখরিত। প্রজন্ম চত্বরে কোন ধনী নেই, গরিব নেই, ছাত্র নেই, শিক্ষক নেই। সবার একটাই পরিচয়; বাঙালি। জেনে রাখ জামাত শিবির রাজাকার; বাঙ্গালি তোমাদের পুড়িয়ে করবে ছারখার। এত শক্তি কথা থেকে এসেছে জানেন? দেশপ্রেম আর মাতৃভূমির টান থেকে। টাকা দিয়ে এ শক্তি কিনবেন? চেষ্টা করে দেখেন। আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি পরে যাবে।



কেউ টাকা নিয়ে আসেনি। তাই আজ প্রজন্ম চত্বরে জনতার মুহুর্মুহু চিৎকার। যে চিৎকার শুনে আজ ঘরের ইঁদুর হয়ে গেছ তোমরা রাজাকাররা। কেউ টাকা নিয়ে আসেনি। মনে রেখ কথাটা।

। তবুও আজ বাংলাদেশ দেখল নতুন এক অধ্যায়। ৭১, ৯১ এর পর ১৩ এর অভ্যুথান। কেউ টাকা নিয়ে আসেনি। তাও বাংলাদেশ দেখল জনসমুদ্রের ঢল। কেউ কিন্তু টাকা নিয়ে ঢলে নামেনি। চিৎকার করে রাজাকারের ফাসি চাইল উত্তাল জনতা। কেউ টাকা নিয়ে চিৎকার করেনি। মশাল মিছিল হিলিয়ে দিল রাজপথ। কেউ টাকা নিয়ে মিছিলে যায় নি। মোমবাতির আলোয় আলকিত হল রাজপথ। কেউ টাকা নিয়ে আলো দেয়নি। রাজপথ মুখরিত হল ৭১ এর গানে। কেউ টাকা নিয়ে গান গায়নি।



কেন এরকম হয়েছে জানেন? জাতির ঘুমন্ত বিবেক জেগে উঠেছে। জাতি আজ জাগ্রত। জাতি আজ ন্যায্য দাবি আদায়ে মুখরিত। প্রজন্ম চত্বরে কোন ধনী নেই, গরিব নেই, ছাত্র নেই, শিক্ষক নেই। সবার একটাই পরিচয়; বাঙালি। জেনে রাখ জামাত শিবির রাজাকার; বাঙ্গালি তোমাদের পুড়িয়ে করবে ছারখার। এত শক্তি কথা থেকে এসেছে জানেন? দেশপ্রেম আর মাতৃভূমির টান থেকে। টাকা দিয়ে এ শক্তি কিনবেন? চেষ্টা করে দেখেন। আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি পরে যাবে।



কেউ টাকা নিয়ে আসেনি। তাই আজ প্রজন্ম চত্বরে জনতার মুহুর্মুহু চিৎকার। যে চিৎকার শুনে আজ ঘরের ইঁদুর হয়ে গেছ তোমরা রাজাকাররা। কেউ টাকা নিয়ে আসেনি। মনে রেখ কথাটা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.