![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন দুপুরে বন্ধুরা মিলে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে আড্ডা দিচ্ছিলাম। এক বন্ধু ভাল গিটার বাজায়। আমরা গানে গলা মিলাই। তো সেদিনও আড্ডাবাজির মাঝে হটাত প্রচণ্ড শব্দ।
আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখি এক মেয়ে হতভম্ব হয়ে দারিয়ে আছে কারণ তার হাতের হ্যান্ড-সেট প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে!! প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে দেখি ঘটনা সত্যি। তার সেটটি ছিল সিম্ফনি এর কোন একটা মডেল!! কি আজব রে ভাই! আমরা কি টাকা দিয়ে সেট কিনি নাকি বোমা কিনি??
এই কোম্পানি থেকে কি কোন অফিশিয়াল বিবৃতি পাওয়া যাবে নাকি তাও পাওয়া যাবে না?
সিম্ফনি সহ আরও কয়েকটি ব্র্যান্ড কম দামে অনেক সুবিধা সম্পন্ন মোবাইল সেট দেশের বাজারে আনে। অনেক কম দামে পাওয়া যায় বিধায় মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে এবং বিশেষ করে তরুণ সমাজের কাছে সহজেই পৌঁছে গেছে স্মার্ট-ফোন। কিন্তু বেশি মুনাফার লোভে এইসব হটাত গজিয়ে ওঠা কোম্পানি কম দামে নিম্নমানের এমনকি ঝুঁকিপূর্ণ সেট বাজারে আনছে।
এরা তো এখন রীতিমত মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে! একবার ভাবুন তো কি ভয়ানক অবস্থা হবে যদি আপনার হাতে অথবা পকেটে থাকা সেটটি হটাত বিস্ফোরিত হয়! ভাই আমাদের জীবনের দাম আছে। ব্যবসা করবেন করেন কিন্তু প্লীজ আমাদের জীবন নিয়া ব্যবসা করবেন না।
আমরা পকেটে বোমা নিয়ে ঘুরতে চাই না।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
প্রধান বিরোধী দল বলেছেন: জি ভাই এখন অনেক ভয় লাগে কখন কি হয়
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
কুহক' বলেছেন: আমরা পকেটে বোমা নিয়ে ঘুরতে চাই না।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
মদন বলেছেন:
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৯
সাইফুল আজীম বলেছেন: সস্তার করুন দশা। যদিও কয়েকদিন আগে স্যামসাং সিএস৪ বিষ্ফোরনের কিছু ঘটনা ঘটে তবে স্যামসাং তার ব্যাখ্যা দিয়েছিল, ক্ষতিপূরণ সহ। সিম্ফোনি কি ব্যাখ্যাটুকু দিবে?
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৬
রবিনহুড বলেছেন:
এই বিষয়টা আজ বিভিন্ন নিউজে এসেছে, আপনি যদি প্রত্যক্ষদশী হয়ে থাকেন তা হলে একটু জানাবেন কি সেই বিস্ফোরনের ফলে সেটের কি অবস্থা হয়েছিল?
আর মেয়েটির হাতের কি কোন ক্ষতি হয়েছিলন? হয়ে থাকলে সেটা কেমন হয়েছিল? অথ্যাৎ তার হাতের কি অবস্থা হয়েছিল?
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
পুলক ঢালী বলেছেন: আমরা
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০
পুলক ঢালী বলেছেন: দুঃখীত আগের মন্তব্যটি মুছে ফেলুন । আমরা নৈতিকতার কোন লেভেলে বাস করছি একটু ভেবে দেখুন । আমরা শিশু খাদ্যে ভেজাল দেই, মাছ তরিতরকারী দুধে ফরমালিন দিয়ে মানুষ মেরে ফেলি । সেক্ষেত্রে সস্তা মোবাইলের ব্যবসা করে মানুষের ক্ষতি করবোনা তা কি হয়? অনেক সুবিধা সম্বলিত মান সম্পন্ন একটা ব্র্যান্ডেড মোবাইল যদি ৩০,০০০ টাকা হয় সেই সুবিধা সম্পন্ন নিম্নমানের সেট ৫০০০ টাকায় পাওয়া গেলে দেদারছে বিক্রি হবেই ব্যবসা হবেই । ছড়াক না রেডিয়েশন ফাটুক না ব্যটারী তাতে আমার কি ?
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
এস আর সজল বলেছেন: নিম্নমানের যন্ত্রাংশ ব্যাবহার করে তৈরি করা উচ্চগতিসম্পন্ন মোবাইল। যার কোন যন্ত্রাংশই পরীক্ষিত কিংবা সার্টিফাইড না; কি পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে সেটারও কোন ঠিক-ঠিকানা নাই। এমন মোবাইল চালানো আর পকেটে করে সক্রিয় বোমা নিয়া ঘোরা তো একই জিনিস।
শুধুমাত্র স্টাইল করার জন্য আমরা এইসব নিম্নমানের কোম্পানির নিম্নমানের আর অনিরাপদ সব মোবাইল ব্যাবহার করছি। আমাদের নিজেদের সচেতন হয়া উচিত। টাকা কয়েকটা বেশি খরচ করে হলেও ভালো মানের এবং ভালো যন্ত্রাংশ দিয়ে তৈরি মোবাইল ব্যাবহার করা উচিত। স্টাইল থেকে প্রয়োজনীয়তাটা বড় করে দেখা উচিত। ধন্যবাদ।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
দি সুফি বলেছেন: সস্তার তিন অবস্থা।
যেখানে ৪-৫ হাজার টাকার ভিতর ৩০-৪০ হাজার টাকার ফিচার পাওয়া যায় (!!), সেখানে সিকিউরিটির আসা করা বোকামী।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
তন্দ্রা বিলাস বলেছেন: খাইসে!!!
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কন কি!!!
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
নানাভাই বলেছেন: আমরা পকেটে বোমা নিয়ে ঘুরতে চাই না।