নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রধান বিরোধী দল

আমি প্রধান বিরোধী দল

প্রধান বিরোধী দল

আমি প্রধান বিরোধী দল

প্রধান বিরোধী দল › বিস্তারিত পোস্টঃ

স্মার্টফোন কিনবেন? দেখে নিন কোনটি ভাল হবে আপনার জন্যে

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১



আজকে আমি বাংলাদেশের বাজারে পাওয়া যায় এমন কিছু হাই এন্ড সেটের তুলনামূলক একটি বিশ্লেষণ করব। হাই এন্ড সেটের ভেতর এখন সবচেয়ে ভাল কনফিগারেশন আছে Iphone 5, Samsung Galaxy S4 এবং HTC One এর। এসব সেটের তুলনামূলক বিশ্লেষণ নেটে ঘাঁটলে অনেক পাবেন। তাই আমি আমাদের দেশের প্রেক্ষাপটে একটি ছোটখাটো বিশ্লেষণ দেখাব।



যারা বড় পর্দার ডিসপ্লে ভালবাসেন তাদের জন্যে সবচেয়ে ভাল হবে Samsung GALAXY S4, কেননা এর ডিসপ্লের সাইজ ৫ ইঞ্চি যেখানে Iphone 5 এর সাইজ ৪ ইঞ্চি এবং HTC One এর সাইজ ৪.৭ ইঞ্চি। Iphone এবং HTC দুটি ফোনেই এলসিডি ডিসপ্লে যেখানে S4 এ আছে Super Amoled HD. HTC এবং S4 এর ডিসপ্লে রেসোলুশন 1920x1080 px এবং Iphone এ 1136x640 px.



এবার আসি প্রসেসর এর কথায়। HTC One এবং S4 দুটিতেই আছে Qualcomm প্রসেসর। তবে S4 এর ক্লক স্পিড 1.9 GHz যেখানে HTC One এ 1.7 এবং Iphone 5 এ 1 GHz. HTC One এবং GALAXY S4 দুটিতেই কোরের সংখ্যা ৪ টি কিন্তু Iphone 5 এ কোরের সংখ্যা ২ টি।



GALAXY S4 এবং HTC One এ র‍্যাম আছে 2 GB যেখানে Iphone 5 এ আছে 1 GB. তবে Iphone 5 এ অসুবিধা হল এক্সটারনাল কোন মেমোরি আপনি ব্যাবহার করতে পারবেন না।



ক্যামেরায় ও এগিয়ে আছে S4। এতে আছে 13 MP ক্যামেরা যেখানে Iphone এ 8 MP এবং HTC One এ মাত্র 4 MP.



বাংলাদেশে যেহেতু থ্রিজি এসেছে নতুন তাই সবাই চাইবে ভিডিও কল করতে। ভিডিও কল করতে চাইলে Iphone 5 না কেনাই ভাল কেননা এতে শুধুমাত্র Iphone to Iphone এ ভিডিও কল করা যাবে।

আজকে এপর্যন্তই। কেউ উপকৃত হলে জানাবেন আশা রাখছি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

নাহিনরানা বলেছেন: নকিয়া লুমিয়া কেমন?

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

নীল সুমন বলেছেন: আই ফোন ৪এস এ কি ভিডিও কল কি শুধু মাত্র- আই ফোন টু আই ফোন?

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: আমারও প্রশ্ন: নকিয়া লুমিয়া কেমন?

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

নূর আদনান বলেছেন: আমারও প্রশ্ন নকিয়া লুমিয়া নিয়ে, কিন্তু বুঝলাম না আপনি নকিয়া লুমিয়া বাদ দিলেন কেন? :|

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: গ্যালাক্সি এস ফোর অক্টা কোর। ৪ কোর না। একটু চেক করে দেখেন।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

রাকীব হাসান বলেছেন: নকিয়া লুমিয়া মোটেই উপরের একটির ধারে কাছে নেই।
আমি একখান নকিয়া লুমিয়া ৮২০ পাইছিলাম কিন্তু ৭/৮ দিন চালাইয়া
পুরোনা আই ফোন ৩জিএ এ ফিরে গেছি। @নূর আদনান, সুমন কর , নাহিনরানা ।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

~*~নির্ঘুম~*~ বলেছেন: আইফোনের দাম শুনলে বুকের বাম পাশে ব্যাথা অনুভব করি /:)
আর নোকিয়া লুমিয়া অর্থাৎ উইন্ডোজ ফোন জঘন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.