![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাটা প্রায় মাস খানেক আগের।কিন্তু অবসরের সময় এই পুরনো পোকাগুলো মাথাচড়া দিয়ে উঠল তাই লেখার জন্য কলম ধরলাম।
সেদিনটা শরতের এক মিষ্টি-মধুর সকাল।সকাল বেলায় কোচিং করে এসে দাঁড়ালাম নিউমার্কেটের বিপরীতে ফুলকলির সামনে।এক বন্ধুর জন্য অপেক্ষা করছি।মাথার উপরে সাদা মেঘের বেলায় সৌন্দর্যমণ্ডিত আকাশ আর সামনে ব্যস্ত চট্টগ্রাম সব মিলিয়ে বেশ সুন্দর দৃশ্য।কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মানসিকতা আমার ছিল না।কারণ দৈন্দিনের ব্যস্ততা হয়তো আমাকে সে সুযোগ দেয়নি।এটাকে সত্যি আমাদের না নগ্ন সমাজের নোংরামি সেটা বোঝার বয়স বা মানসিকতা কোনটিই আমার হয় নি।
সময় যতই বাড়ছে ফুলকলির আশেপাশে মানুষ ধীরে ধীরে বাড়ছে।আমি একটু আড়ালেই দাঁড়িয়ে ছিলাম হঠাৎ এক মুরুব্বি গোছের লোক এসে দাঁড়ালেন।লোকটার মুখ ভর্তি সাদা লম্বা দাঁড়ি পরনে একটা সাদা-শুভ্র পাঞ্জাবি।এক দৃষ্টিতে বেশ পরহেজগার বলেই মনে হল সে সাথে মনে মনে তাঁর প্রতি এক অপরিসীম শ্রদ্ধা যেন লোটা তাঁর পাঞ্জাবির মতই সাদা-শুভ্র।
এমন সময় এক পিচ্চি এসে দাঁড়ালো সেই লোকটার সামনে আর গিয়েই বলল,"স্যার দুইটা টেকা দেন।"
ব্যাপারটা আমার বেশ কৌতুহল বোধ হল।কারণ এই পিচ্চি গুলোকে যদি ভিক্ষা দেওয়া না হয় তবে এরা মানুষের শার্ট-প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেয়।তাই দেখতে লাগলাম কি করেন এই পরহেজগার মানুষটি।
প্রথম দিকে লোকটা দেখলাম ছেলেটাকে এড়িয়ে যেতে লাগলেন।কিন্তু ছেলেটা নাছোড়বান্দা টাকা না নিয়ে কিছুতেই ছাড়বে না।এভাবে বেশ কিছুক্ষণ ধরে এই ছেলেটা আর লোকটার 'চোর-পুলিশ' খেলা চলল-একজন চায় টাকা নিতে আর একজন চায় টাকা না দিতে।শেষমেশ ছেলেটা এবার তার কাল ময়লা হাত দিয়ে ধরে ফেলল লোকটার সাদা-শুভ্র পাঞ্জাবি তাতেই ঘটল বিপত্তি কাল হাতের ময়লায় সাদা পাঞ্জাবি কলুষিত হয়ে গেল।সাদা পাঞ্জাবির এই অপমান সইতে পারলেন না তিনি-কষিয়ে দিয়ে দিলেন এক থাপ্পড় আর তাতেই ছেলেটা পেছনে ছিটকে পড়ল কিন্তু ছেলেটার দিকে আর তাকাই নি বরং উৎসুক দৃষ্টিতে দেখতে লাগলাম লোকটা কি করে-দেখলাম লোকটা তার পাঞ্জাবির যেখানটায় ছেলেটা হাত দিয়েছে সে জায়গাটা খুব যত্নের সাথে পরিস্কার করছে অথচ তার ধাক্কায় যে একটা জলজ্যান্ত ছেলে ছিটকে পড়েছে তার দিকে কোনই ভ্রূ-ক্ষেপই নেই যেন মানুষ থেকে তাঁর পাঞ্জাবিটাই জরুরি।মিনিটখানেক অপেক্ষা করার পর একটা কাল পাজেরো
গাড়ি আসার সাথে সাথে লোকটা তাতে উঠে চলে গেল।
গল্পটা শুরুটা যেমন হঠাৎ করে তেমনি হঠাৎই শেষ।তবে চিন্তা করে এখনও নাজের উপর ধিক্কার জন্মে কারণ একজন নরপিশাচকে পরহেজগার মনে হওয়ায়।এমনভাবে সমাজের অনেকেই হয়তো লোকটাকে সম্মান করবে পূজা করবে কিন্তু সাদা পাঞ্জাবির নিচে কলুষিত মানুষটা কি কখনই নিজেকে শুধরাতে পারবে?
হায়রে সমাজ!!!!!!!!
©somewhere in net ltd.