![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট
পর্ব - ২
পর্ব- ১
কার সামরিক শক্তি কতটুকু তার একটি সাধারন পরিমাপ করা হয়, কোন দেশ কোন বছরে সামরিক খাতে কতটুকু ব্যয় করে। তার ওপর থাকে কোন দেশের কি কি ধরনের সামরিক সরঞ্জাম কত কত পরিমান আাছে।
তারও ওপর রয়েছে কার সমরাস্ত্র কতটুকু আধুনিক। কিন্তু কার সমরাস্ত্র কতটুকু আধুনিক তা শুধু মাত্র প্রকৃত যুদ্ধক্ষেত্রেই প্রমানিত হয়ে থাকে।
এবার দেখা যাক কোন কোন দেশ কি পরিমান ব্যয় সামরিক খাতে করেছে, তা নম্রতা গোস্বামী, যিনি একজন এ বিষয়ের গবেষক ও লেখক, তার বই থেকেই উদ্ধৃতি দিচ্ছিঃ-
এখানে এক নম্বরে যুক্তরাষ্ট্র।
১। যুক্তরাস্ট্রের ব্যয় ৭১১ বিলিয়ন ডলার
২। চীন এর (১৪৩) বিলিয়ন ডলার
৩। রাশিয়া (৭১.৯) বিলিয়ন ডলার
..
...
....
....
৭। ভারত ৪৮.৯ বিলিয়ন ডলার
অর্থাৎ ভারত সামরিক ব্যয়ের দিক থেকে সাত নম্বরে। চীন ভারত থেকে প্রায় তিন গুন অধিক ব্যয় করেছে। এ থেকে অনুমান করা যায় চীন এর সামরিক শক্তি ভারতের তুলনায় অনেক বেশি। তাই নলে যুদ্ধ হলেই চীন জিতবে, এমন কথা কখনই বলা যাবে না।
বর্তমান বিশ্বে ৫০০ এক হাজার বছরের আগের ন্যয় কোন দেশকেই আসলে পরাজিত করা যায় না। কারন ইন্টারনেট এর আগমনের পর কোন দেশকে সম্পূর্ণরুপে পরাজয় করা (অন্ততঃ আমার মতে) ভীষন রকম কঠিন ব্যপার।
বর্তমানে চীন আধিপত্য বিস্তার করতে চায় কারন চীন মনে করে তার সেই শক্তি আছে। উপরন্তু আফিম যুদ্ধে বৃটেনের কাছে ও প্রথম বিশ্ব যুদ্ধে জাপানের কাছে শোচনীয় পরাজয়ের গ্লানি চীন তার ইতিহাসে প্রত্তুত্তর প্রদান করতে চায় বলে অন্ততঃ আমার ধারনা।
চীন আরও বিশ্ব বাসীকে জাননিয়ে দিতে চায় নিকট ইতিহাসের ন্যয় চীন আর ঐ পর্যায়ে নেই।
............................... ....................... (চলবে)
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকলেই উৎসাহিত।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
অগ্নি সারথি বলেছেন: চলুক। ভাল লাগছে।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
আহমেদ নাছির বলেছেন: চীনের সমর শক্তি বৃদ্ধি এশিয়ায় ভারত-মার্কিন আগ্রাসি আধিপাত্য হ্রাসে ভূমিকা রাখবে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
আছিফুর রহমান বলেছেন: অনেক সংক্ষিপ্ত। আর বিস্তারিত আলোচনা করা দরকার ছিল
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ফেরদাউস আল আমিন বলেছেন: শেষ করিনি এখনও
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
ম্যাংগো পিপল বলেছেন: চালিয়ে যান। সাথে আছি