নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাততঃ ঢাকা থেকে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ফেরদাউস আল আমিন

সুন্দর এই পৃথিবীতে আগমন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্কুল ........... সে অনেক.. মিশনারি স্কুল, ডি এন হাই স্কুল চাঁদপুর, চাকলালা বাংলা মিডিয়াম রাওয়ালপিন্ডি, ইংলিশ মিডিয়াম মুযাফ্ফরাবাদ, ক্লাশ সিক্স বাদ শেষমেষ এবোটাবাদ পাবলিক স্কুল। চিটগাং কলেজ ও বুয়েট

ফেরদাউস আল আমিন › বিস্তারিত পোস্টঃ

অরুনাচল প্রদেশ নিয়ে চীন - ভারত স্নায়ুযুদ্ধ!! পর্ব - ৬

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩





(গত দুদিন যাবত ৬ নং পর্বটি এই সাইটে প্রকাশের চেষ্টা করছিলাম কিন্তু বারবারই আমাকে হোঁচট খেতে হচ্ছে, অনলাইনে লিখে প্রকাশ করার চেষ্টা করলাম, অটো সেভ হোল না, পুরোটাই হারিয়ে গেল। গতকাল "রাইটার" এ লিখে প্রকাশ করার চেষ্টা করলাম, অকৃতকার্য হলাম, বার বার ডাটা বেস এরর দেখাতে করল, সামু কর্তৃপক্ষ দয়া করে অনুসন্ধান করে দেখতে পারেন, কি হয়েছিল)

অরুনাচল প্রদেশ নিয়ে চীন - ভারত স্নায়ুযুদ্ধ পর্ব - ৫



দেশ ছোট হলেও অরুনাচলের এলাকা বা জিলা পর্যায়ে বিভাজন অনেকগুলো।



অরুনাচলের বসতির পরিচয়ঃ-

নানা জাতি, উপজাতির বসবাসের স্বমন্বয়ে অরুনাচলের দৈনন্দিন জীবন পরিচালিত। এমনকি বাংলাদেশ থেকে চাকমা অও হাজংরাও শরনার্থী হিসেবে সেই ৫০/৬০ বছর পূর্বে এই অঞ্চলে এসেছেন।

(বিষদ ভাবে এ বিষয়ে পরে উপস্থাপন করা হবে)



বিভিন্ন জাতি ও উপজাতির সংমিশ্রনে গড়ে ওঠা এই অঞ্চল পরিচালনা করতে চীনারা কঠিন হবে মনে করে হয়তো ১৯৬২ সালে এই অঞ্চল দখল করা সত্যেও ছেড়ে দেন বলে মনে করা যেতে পারে।



আগেই বলেছি, ভারত ও চীন উভিয়েরই এই অঞ্চলের মূল আকর্ষন এর পানি বিদ্যুৎ শক্তি উৎপাদনে বিশাল সম্ভাবনা।



এই বিশাল সম্ভাবনা কাজে লাগাতেই দু দেশই সীমান্তের উভয় প্রান্তে সড়ক যোগাযোগ ব্যবস্থার বিরাট বিরাট প্রকল্প শুরু করেছে, চলছে বা শেষ করে ফেলেছে। চীন এই দিকে অনেক এগিয়ে রয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

নিচের মানচিত্র থেকে তা অনুমান করা যেতে পারেঃ











............... (চলবে)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

ফেরদাউস আল আমিন বলেছেন: শেষ মানচিত্রটি ঠিক নয়, মোবাইল থেকে লিখিত বলে ম্যপটা ঠিক মত দেখা যায়ন। পরে ঠিক করে দেব।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

আছিফুর রহমান বলেছেন: এতো ছোট পোস্ট দেয়ার কোন মানে হয় না।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

ফেরদাউস আল আমিন বলেছেন: সামুর আপলোড ঠিক মত কাজ করছে না।
পিসি থেকে বড় লেখা দেয়া, মোবাইল থেকে নয়।
এটা মোবাইল থেকে আপলোড করা, তাই

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

সর্বহাটের কাটালিকলা বলেছেন: অরুণাচল ভারতের অঙ্গ হিসাবে আছে থাকবে।চীন কুটোটিও ছিড়তে পারবে না।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

ফেরদাউস আল আমিন বলেছেন: শেষ মানচিত্রটি বদলে দিয়েছি, এখন ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.